দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
এই প্রসঙ্গে বোলপুরের পরাজিত বিজেপি প্রার্থী পিয়া সাহা বলেন, লোকসভা ভোটের আগে আমাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। এদিন তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করি। কেন্দ্রীয় নিরাপত্তা থাকল কি না, তার বিশেষ গুরুত্ব নেই।
একইভাবে নদীয়া, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, ঘাটাল ও কলকাতা উত্তর সাংগঠনিক জেলার সভাপতিদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাও রয়েছেন এই তালিকায়। ২০২৪ সালের লোকসভা ভোটে টিকিট পাননি তিনি। পরিবর্তে মাদারিহাটের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জিতিয়ে আনে দল। এনিয়ে বারলার ক্ষোভ চরমে উঠেছিল। মনোজের ছেড়ে যাওয়া বিধানসভা আসন উপনির্বাচনে হাতছাড়া রয়েছে গেরুয়া পার্টির। উল্টে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে তাঁর সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে বারলাকে। তারপর থেকেই আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি এমপির দলবদল ঘিরে জল্পনা চরমে ওঠে। তার প্রেক্ষিতে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।