Bartaman Patrika
রাজ্য
 
 

 

ভোটের আগে শেষ কোর কমিটির বৈঠক
৪২টি আসনই চাই, আজ লক্ষ্য বেঁধে দেবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তদশ লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই ঘোষিত হতে পারে নির্বাচনী নির্ঘণ্ট। তার আগে সম্ভবত শেষবার আজ, সোমবার দলের রাজ্য ও জেলা নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ১২টায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বসবে তৃণমূলের বর্ধিত কোর কমিটির অধিবেশন। গত বছর একুশে জুলাই ধর্মতলার সভাতেই দলকে রাজ্যের ৪২টি সংসদীয় আসনে জয়ের প্রস্তুতি নিতে বলেছিলেন নেত্রী। গত ছয় মাসে জাতীয় রাজনীতিতে মমতা কেন্দ্রিক বিরোধী ঐক্য নতুন মাত্রা জুড়েছে। নিজের রাজ্যে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য মমতার দিল্লি অভিমুখী রাজনীতির পথ মসৃণ করবে। রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে কোর কমিটির এই বৈঠকে দলীয় সংগঠনকে সেই নির্বাচনী রণকৌশলেরই বার্তা দেবেন দলনেত্রী। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠকেও তিনি লক্ষ্য বেঁধে দেবেন, এ রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৪২টিই দখলে আনতে হবে।
পাঁচ বছর আগে দেশের সর্বত্র যখন নরেন্দ্র মোদির হাওয়ায় কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলি বেসামাল, তখন একমাত্র বাংলা, যেখানে থমকে গিয়েছিল গেরুয়া রথ। মমতার নেতৃত্বে তৃণমূল একাই ৩৪টি লোকসভা আসন দখল করেছিল। যার সুবাদে কংগ্রেস ও তামিলনাড়ুর এআইএডিএমকে বাদ দিলে ৫৪৩ আসনের নিম্নকক্ষে বিরোধী শিবিরে তৃতীয় বৃহত্তম দল ছিল তৃণমূল। এবার সেই শক্তিবৃদ্ধির লক্ষ্যেই ৪২টি লোকসভা আসনই টাগের্ট করছেন মমতা।
ইতিমধ্যেই গত মাসের ব্রিগেড সমাবেশে দেশের তাবড় আঞ্চলিক দল সহ কংগ্রেসকেও এক মঞ্চে এনে বিজেপি নেতৃত্বের ঘুম কেড়ে নিয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূলের এক শীর্ষস্থানীয় নেতার ব্যাখ্যা, এই প্রথম দেশে বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কেননা, মমতা ছাড়া আঞ্চলিক দলগুলির মধ্যে নিজের রাজ্যে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী কেউ নন। কারও পক্ষেই এককভাবে বা জোট গড়েও মমতার টার্গেট ছোঁয়া শুধু কঠিন নয়, অবাস্তবও বটে। অভিন্ন কর্মসূচির মাধ্যমে বিরোধী দলগুলিকে নিয়ে পারস্পরিক ঐক্য গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নেওয়া মমতা, নির্বাচনের ফল প্রকাশের পর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলেই মনে করেন তৃণমূলের নেতারা। সেক্ষত্রে দলের হাতে থাকা সাংসদদের সংখ্যাই বড় নির্ণায়ক হয়ে উঠবে। তাই বিরোধীদের একটি আসনও না ছাড়ার লক্ষ্যেই আসন্ন নির্বাচনী লড়াইয়ে ঝাঁপানোর ডাক দেবেন নেত্রী, এ ব্যাপারে দলের নেতারা একশো শতাংশ নিশ্চিত।
যেহেতু এই নির্বাচনের সঙ্গে রাজ্যে ক্ষমতা বিন্যাস বদলের কোনও সম্পর্ক নেই, তাই বাংলার স্বার্থ রাজ্যবাসীর কাছে তুলে ধরাকেই প্রধান গুরুত্ব দিতে চায় তৃণমূল। দলের এক রাজ্যসভার সদস্যের মতে, মোদি-অমিত শাহদের বিভাজনের রাজনীতি, কেন্দ্রীয় সংস্থাগুলির রাজনীতিকরণ, সব মিলিয়ে এনডিএ সরকারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সরব হচ্ছে। অন্যদিকে, বিরোধীদের সার্বিক ঐক্য প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মমতা। শুধু সংখ্যাধিক্যের জোরে নয়, আর্থ-সামাজিক উন্নয়নের মাপকাঠিতে দীর্ঘদিন অবহেলিত বাংলা তৃণমূলের আমলে গোটা দেশের কাছে মডেল হয়ে উঠছে। মমতার কন্যাশ্রী ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। উৎকর্ষ বাংলা, সবুজ সাথীও বিশ্বমঞ্চে মর্যাদা পেতে চলেছে।
অন্যদিকে, রাজ্যে বাম ও কংগ্রেস অপ্রাসঙ্গিক হওয়ার পর বিরোধী পরিসরে ঠাঁই করে নিয়েছে বিজেপি। তাই শুধু লক্ষ্য বেঁধে দেওয়া নয়, এই অবস্থায় বাংলায় বিজেপির সঙ্গে এই সম্মুখ সমরে দলকে তৈরি রাখতে কোর কমিটির সভায় রণকৌশলও বাতলে দেবেন তৃণমূল নেত্রী, এমনটাও মনে করছেন দলের অভিজ্ঞ নেতারা।

জোড়া ঝড় সঙ্গে
বৃষ্টি, লণ্ডভণ্ড শহর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বাংলা নিউজ এজেন্সি: শেষ রাতের জোড়া ঝড়ে লণ্ডভণ্ড শহর ও শহরতলি। একাধিক রাস্তায় গাছ উপড়ে বিপত্তি। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে তিনজনের। ঝড় থেমে গেলেও বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গজুড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। 
বিশদ

‘খাদ্যসাথী’ প্রকল্পকে স্কচ অ্যাওয়ার্ড আজ

  নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাদ্যসাথী’ প্রকল্প জাতীয়স্তরে সম্মান পাচ্ছে। সোমবার দিল্লিতে ‘সকলের জন্য খাদ্য’ সরবরাহ করার জন্য পশ্চিমবঙ্গকে স্কচ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। বেসরকারি হলেও জাতীয় স্তরে এই সম্মানের গুরুত্ব রয়েছে। তাই এই পুরস্কার গ্রহণ করতে রাজিও হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বিশদ

 কোম্পানির ভুয়ো কাগজে টাকা হাতানোর অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোম্পানিতে কর্মী থাকাকালীন ভুয়ো কাগজপত্র দিয়ে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ করলেন খোদ সেখানকার মালিক।
বিশদ

লোকসভা ভোটে বিজেপির টিকিট পেতে এখন চলছে জোরদার দরবার

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে বাকি মাত্র কয়েকদিন। গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও ভোটের দামামা বেজে যাবে। এই মুহূর্তে বাংলায় প্রধান বিরোধীর তকমা পাওয়া বিজেপি এখনও ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে উঠতে পারেনি।
বিশদ

 ২৫৪ হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার পদে দ্রুত নিয়োগের দাবি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবিলম্বে ২৫৪টি পদে হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হোক। রবিবার এই দাবি উঠল কংগ্রেসপন্থী হোমিওপ্যাথিক চিকিৎসক সংগঠন ন্যাশনাল হোমিওপ্যাথিক ফোরাম অব ইন্ডিয়া’র সম্মেলনে।
বিশদ

 অসাধু প্রোমোটারকে জেলে ঢোকাতে না পারলে দপ্তর রাখার দরকার নেই, বললেন মন্ত্রী সাধন পাণ্ডে

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসাধু প্রোমোটারকে জেলে না ঢোকাতে পারলে ক্রেতা সুরক্ষা দপ্তর রাখারই কোনও দরকার নেই। রাজ্যে যারা একই ফ্ল্যাট একাধিকবার বেচে বা অন্য কোনওভাবে প্রতারণা করবে মানুষকে, তাদের ছেড়ে কথা বলবে না রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর।
বিশদ

 বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সন্ধ্যা পর্যন্ত বজ্রমেঘ তৈরি হয়নি। তবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও আজ, সোমবার ঝড়বৃষ্টি হতে পারে।
বিশদ

 কিষাণ সম্মান নিধির অনুষ্ঠানে রাজ্যপাল

 বিএনএ, বারাকপুর: প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় এই রাজ্যে ৪০ লক্ষ চাষি উপকৃত হবেন। রবিবার নীলগঞ্জ কেন্দ্রীয় পাট ও তন্তু গবেষণা কেন্দ্রে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত চাষিদের কাছে এই যোজনার সুফলের বিষয় তিনি তুলে ধরেন।
বিশদ

জয়ের সম্ভাবনা অনুযায়ী রাজ্যের লোকসভা আসনকে ক্যাটিগরিতে ভাগ করছে বিজেপি
প্রাথমিকভাবে নজর ১৮টি কেন্দ্রে

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কোন কোন আসনে জয়ের সম্ভাবনা রয়েছে, সেই অনুসারে রাজ্যের কেন্দ্রগুলিকে চার ভাগে ভাগ করছে বিজেপি। সাংগঠনিক ক্ষমতা অনুসারে নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের লোকসভা আসনগুলিকে চারটি ক্যাটিগরিতে ভাগ করছে বিজেপি। সেগুলি হল এ প্লাস, এ, বি এবং সি।
বিশদ

কওসরকে ছাড়াতে ডাকাতির টাকায় আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল ধৃত আরিফুল এবং আসিফ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম মূল অভিযুক্ত কওসরকে ছাড়ানোর জন্য আগ্নেয়াস্ত্র জোগাড় করছিল এসটিএফের হাতে ধৃত আরিফুল ও আসিফ। দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ডাকাতি করে যে অর্থ এসেছিল, তা দিয়েই এগুলি কেনা হত।
বিশদ

গত ভোটে পিছিয়ে থাকা গ্রামীণ এলাকায় প্রচার শুরু তৃণমূলের

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: যেখানে যেখানে গত ভোটে তৃণমূল প্রার্থীরা পিছিয়ে ছিলেন, লোকসভা ভোটের দিকে তাকিয়ে সেখানে এখন থেকেই জনসংযোগ শুরু করে দিল তৃণমূল। রবিবার আমতা-২ ব্লকের ভাটোরা দ্বীপাঞ্চলের ঘোড়াবেড়িয়া-চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি নেয় তৃণমূল।
বিশদ

‘লাগবে ২৫০০ কোটি’
অধ্যাপকদের সপ্তম বেতনক্রম এখনই কার্যকর হচ্ছে না, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সপ্তম বেতনক্রম এখনই চালু করা হবে না। তা করা হলে সরকারকে বাজার থেকে টাকা ধার করে মেটাতে হবে। রবিবার নিখিলবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির ৩৫ তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের সব হিসেবনিকেশ করা হয়ে গিয়েছে।
বিশদ

সিঙ্গুরে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ দিলীপের

বিএনএ, চুঁচুড়া: কে গুজব ছড়াচ্ছে, উনি কী করে জানলেন! গুজব ছড়ানোর জন্য পুলিস আজ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করেছে? আসলে মুখ্যমন্ত্রী ভয়ে সব জায়গাতেই বিজেপি’র জুজু দেখছেন। আর এ রাজ্যের পুলিস নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তাই ছেলেধরা গুজবে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটলেও পুলিস হাত-পা গুটিয়ে নিধিরাম সর্দারের মতো বসে রয়েছে।
বিশদ

এখন থেকেই সব দপ্তরকে ঝাঁপাতে নির্দেশ মমতার
রাজ্যের ডেঙ্গুপ্রবণ ৮০৩টি ওয়ার্ড ও ৭৯১টি গ্রাম পঞ্চায়েত চিহ্নিত

বিশ্বজিৎ দাস, কলকাতা: বছরভর সজাগ থাকা ও রোগ মোকাবিলায় ঢিলেমি না দিয়ে যথোপযুক্ত কর্মসূচি গ্রহণের সুফল গত বছরই পেয়েছে সরকার। ২০১৭ সালের তুলনায় ২০১৮-তে তাই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল অনেকটা কম। মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
বিশদ

Pages: 12345

একনজরে
কাবুল, ২৪ ফেব্রুয়ারি: পুলওয়ামার ঘটনার পর আরও একবার সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে কাঠগড়ায় উঠেছে পাকিস্তান। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন নিয়েও একাধিকবার সরব হয়েছে ভারত। ...

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি: পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে কোণঠাসা পাকিস্তান। হামলায় পাক যোগের অভিযোগ খারিজ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যেই পাকিস্তান থেকে দিল্লি এসে তাঁর সঙ্গে দেখা করলেন ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল খেতাবি দৌড়ে রয়েছে। অথচ ঠিক এই সময়ই ইস্ট বেঙ্গল ক্লাবে বেসুরো ধ্বনি। ইনভেস্টার কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাক ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরক্তি ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিম কার্ড ছাড়াই কথা বলা যাবে সারা বছর। ইন্টারনেটের মাধ্যমে ফোন কল করা হলেও, অপর প্রান্তে যিনি ফোন ধরবেন, তাঁর ইন্টারনেট থাকার কোনও প্রয়োজনই নেই। সেই কারণেই মোবাইলে ইন্টারনেট থেকে ফোন করা যাবে যে কোনও মোবাইলে, এমনকী ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। ব্যবসায়ীদের উন্নতির আশা রয়েছে। বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৮- ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের জন্ম
১৯৪৮- অভিনেতা ড্যানির জন্ম
১৯৬৯- পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল দ্বিতীয় যুক্তফন্ট্র সরকার
১৯৮১- অভিনেতা শাহিদ কাপুরের জন্ম
১৯৮৮- ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্র ‘পৃথ্বী’র সফল উৎক্ষেপণ
২০০১- কিংবদন্তী ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের মৃত্যু
২০০৯- বাংলাদেশ রাইফেলস বাহিনীতে বিদ্রোহ, ঢাকায় সংঘর্ষে মৃত্যু ৭৪ জনের 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৯ টাকা ৭২.০৯ টাকা
পাউন্ড ৯১.১৬ টাকা ৯৪.৬২ টাকা
ইউরো ৭৯.১৯ টাকা ৮২.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৯৪৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,২০৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,৬৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
24th  February, 2019

দিন পঞ্জিকা

১২ ফাল্গুন ১৪২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, সপ্তমী ৫৬/৪৪ রাত্রি ৪/৪৭। বিশাখা নক্ষত্র ৪০/৫ রাত্রি ১০/৮। সূ উ ৬/৫/৩৯, অ ৫/৩৪/১১, অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ১০/৪২ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৫ মধ্যে, বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৪২ গতে ৪/৭ মধ্যে, কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫০ মধ্যে।
১২ ফাল্গুন ১৪২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ষষ্ঠী ১০/৫১/৩১। বিশাখানক্ষত্র রাত্রি ৩/৩২/৫১, সূ উ ৬/৬/৫৫, অ ৫/৩২/৮, অমৃতযোগ দিবা ৭/৩৮/১৯ মধ্যে ও ১০/৪১/৮ থেকে ১২/৫৮/১৫ মধ্যে এবং রাত্রি ৬/২২/৪৬ থেকে ৮/৫৩/৩৯ মধ্যে ও ১১/২৪/৩৩ থেকে ২/৪৫/৪৪ মধ্যে, বারবেলা ২/৪১/৫ থেকে ৪/৬/৪৭ মধ্যে, কালবেলা ৭/৩২/৩৭ থেকে ৮/৫৮/১৮ মধ্যে, কালরাত্রি ১০/১৫/২৩ থেকে ১১/৪৯/৪১ মধ্যে। 
১৯ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। বৃষ: নিজের প্রতিভার দ্বারা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৩৮- ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের জন্ম১৯৪৮- অভিনেতা ড্যানির জন্ম১৯৬৯- পশ্চিমবঙ্গে ক্ষমতায় ...বিশদ

07:03:20 PM

পুলওয়ামায় জঙ্গি হামলায় ব্যবহৃত গাড়ি এবং গাড়ির মালিককে শনাক্ত করল এনআইএ 

07:39:53 PM

আইলিগ: আইজলের সঙ্গে ১:১ গোলে ড্র করল ইস্ট বেঙ্গল 

07:03:44 PM

 স্কচ প্লাটিনাম পুরস্কার পেল খাদ্য সাথী প্রকল্প

06:34:58 PM

আইলিগ: ইস্ট বেঙ্গল ১ আইজল এফসি ১ (৬৫ মিনিট) 

06:33:24 PM