সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
এদিকে, বৃহস্পতিবারও চুঁচুড়ায় বেসরকারি বাস পথে না নামায় অফিসযাত্রীদের তীব্র ভোগান্তি পোহাতে হয়। এমনকী, সরকারি বাসে ওঠার জন্য সামাজিক দূরত্ববিধি মানা অফিসযাত্রীদের পক্ষে সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার চুঁচুড়ার সরকারি বাসে করে ৪০ জনের বদলে ৭৫ জন যাত্রী কলকাতা গিয়েছেন। এনিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম ছিল। পরিস্থিতি বিবেচনা করে আমরা বাসের সংখ্যা দ্বিগুণ করেছি।