সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই আইসিইউ বিভাগ চালু হওয়ার কথা ছিল। ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ। এরই মাঝে লকডাউন হয়। সে কারণে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ফলে মাঝপথে থমকে গিয়েছিল কাজ।
পুরসভার প্রশাসক বলেন, এই হাসপাতালে মাইক্রো সার্জারি পর্যন্ত হয়, যা অন্যান্য পুর হাসপাতালে হয় না। ডায়ালিসিস বিভাগটির দ্বারাও বহু মানুষ উপকৃত। এতদিন আইসিইউ ইউনিট না-থাকার কারণে রোগীদের অন্যত্র রেফার করা হত। এবার এখানেই সুচিকিৎসা পাবেন রোগীরা।