দক্ষিণবঙ্গ

দুর্গাপুরে ছেলে ও বাবার জন্মদিন পালনের পর রহস্য মৃত্যু গৃহবধূর

সংবাদদাতা,দুর্গাপুর: ছেলে ও বাবার একইদিনে জাঁকজমক ভাবে জন্মদিন উদযাপনের পরেই অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর। মৃতার নাম রিম্পি সিকদার (৩৫)। খুনের অভিযোগে আটক মৃতার স্বামী তথা দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং হোমের কর্ণধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীগঞ্জ টেটিখোলা এলাকার বাসিন্দা রণবীর সিকদার। প্রায় ১৭ বছর আগে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে রিম্পিদেবীর বিবাহ হয়। তাঁর বাপের বাড়ি বুদবুদ থানা এলাকায়। বর্তমানে তাঁদের বছর ১৫-র এক ছেলে ও বছর দশেকের এক মেয়ে রয়েছে। ছেলে রণজয় ও রিম্পিদেবীর বাবা আশিস দেবের শুক্রবার একই দিনে জন্মদিন ছিল। রিম্পিদেবী নিজের বাবাকে ওইদিন নিজের বাড়িতে আমন্ত্রণ করেন। সেই মতো তিনি এলে তাঁর ও ছেলের একসঙ্গে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠান শেষ হয় রাত ১১টা নাগাদ। রাত দেড়টা নাগাদ অভিযুক্ত রণবীর একাধিকবার রিম্পিদেবীর মোবাইলে ফোন করছিলেন। রিম্পিদেবীর ফোনে কোনও উত্তর না পেয়ে ছেলেকে ফোন করেন তিনি। ছেলে মাকে ফোন দিতে গিয়ে দেখে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দেওয়া রিম্পিদেবীর ঝুলন্ত দেহ। তড়িঘড়ি সে চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকে। রিম্পিদেবীর শ্বশুর ও শাশুড়ি তড়িঘড়ি তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার বাবা আশিস দেব বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত জামাই ও শ্বশুর-শাশুড়ি। প্রেম করে দু’জনের বিয়ে হয়। বিয়ের পরে মেয়ে ও জামাই সহ নাতি-নাতনিকে প্রচুর সোনার অলঙ্কার দেওয়া হয়। তা সত্ত্বেও অত্যাচার চলত। মেয়েকে অকারণে সন্দেহ করত জামাই। সে নাকি সব টাকা পয়সা আমাদের দিয়ে দেয়।মেয়ে আমার ও নাতির জন্মদিন পালন করল। সেই সময় জামায় বাড়িতে ছিল না। রাতে আমি দোতলায় শুতে চলে যায়। নীচের তলায় মেয়ে ছিল। রাত ১২টা নাগাদ মেয়ের সঙ্গে জামাইয়ের বচসা শুনতে পাই। তখন জামাই বাড়িতে এসেছিল। এর পরেই নাতি জানায় ঘটনার কথা। তখন জামাই বাড়িতে ছিল না। চলে গিয়েছিল। আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি।
অন্যদিকে, শক্তিগড় থানার কাশিয়াড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম রাহুল কিস্কু(১৯)। শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  আবার, মেমারি থানার সিমলা গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম অমিত রায়(২৫)। 
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা