দক্ষিণবঙ্গ

কোচবিহার থেকে বিপুল গাঁজা পাচার, কালীগঞ্জে ‘এসকর্ট পার্টি’ সহ পুলিসের জালে ৯

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সাধারণত নেতা-মন্ত্রীদের এসকর্ট করে নিয়ে যায় পুলিস। কিন্তু, নদীয়ায় এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা! পুলিস সূত্রে খবর, সাধারণ দুষ্কৃতীরা অবৈধ সামগ্রী সহ যাতে ধরা না পড়ে তারজন্যই এসকর্ট করে নিয়ে যাওয়া হয়। সামনের গাড়ি থেকেই নির্দেশ আসে কোন রাস্তা ফাঁকা, কোথায় পুলিস রয়েছে। সেইমতো অবৈধ সামগ্রী পাচার হয়ে থাকে। এসবের মাঝেও অবৈধ সামগ্রী সহ গাড়ি ধরা পড়লেও এতদিন এই এসকর্টে যারা থাকত তারা পুলিসের চোখে ধুলো দিয়ে বেঁচে যেত। কিন্তু, এবার রক্ষা হয়নি। শনিবার ভোরে কালীগঞ্জ থানার পলাশীতে এসকার্ট পার্টি সহ ন’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। ধৃতদের মধ্যে ছ’জন আলাদা গাড়িতে ‘এসকর্ট পার্টি’ হিসেবে যাচ্ছিল। রাস্তায় কোথাও পুলিস দেখলে পিছনে গাঁজাভর্তি লরিতে থাকা তিনজনকে সতর্ক করে দিচ্ছিল। সাম্প্রতিককালের মধ্যে এই প্রথম পাচারের সময় এসকর্ট পার্টির সদস্য গ্রেপ্তার হল।
পুলিস জানিয়েছে, লরিতে কোচবিহার থেকে গাঁজা আনা হচ্ছিল। শনিবারই ধৃতদের আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেফাজতে পাঠিয়েছেন। সোমবার তাদের ফের আদালতে তোলা হলে পুলিস ধৃতদের হেফাজতে চাইবে। কয়েকদিনের মধ্যে নদীয়া জেলায় একাধিকবার বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। তা নিয়ে পুলিসমহলে উদ্বেগ দেখা দিয়েছে। ধৃতরা হল নদীয়ার কৃষ্ণগঞ্জের নওসাদ আলি মণ্ডল, চাপড়ার মীর কাশেম মণ্ডল, মাসাদুল হালসানা, বিরাজ মণ্ডল, আসাদুল মণ্ডল, ইলিয়াস মণ্ডল ও শফিকুল বিশ্বাস, মুর্শিদাবাদের জলঙ্গির সুখেন সাহা ও উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের সুকুমার পাঁজা। চাপড়া থানা এলাকায় এই বিপুল পরিমাণ গাঁজা সরবরাহের কথা ছিল। জাতীয় সড়ক ধরে পাচারকারীরা নদীয়া জেলায় প্রবেশ করেছিল। ধৃতদের মধ্যে ছ’জন এসকর্ট গাড়িতে ছিল।‌ সেই গাড়িটি গাঁজাবোঝাই লরির সামনে যাচ্ছিল। কোথাও পুলিস পাহারা দেখলেই লরিতে থাকা বাকিদের আগাম জানিয়ে দেওয়া এই এসকর্ট পার্টির কাজ ছিল। লরির ভিতরে একটি স্পেশাল চেম্বার বানিয়ে সেই গাঁজা আনা হচ্ছিল।‌ শনিবার ভোরে স্পেশাল অপারেশন গ্রুপ ও কালীগঞ্জ থানার পুলিস পলাশী এলাকায় ঘাঁটি গাড়ে। প্রথমে তারা এসকর্ট পার্টির গাড়িটি আটক করে। তারপর লরিটি আটক করা হয়।
৪ ডিসেম্বর কালীগঞ্জের পলাশী থেকে ৫২ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছিল। ওই ঘটনায় কৃষ্ণনগরের তিন বাসিন্দাকে কালীগঞ্জ থানার পুলিস গ্রেপ্তার করেছিল। শুক্রবার দুপুরে চাপড়া থানার সোনপুকুর এলাকায় ১০০ কেজি গাঁজা সহ এক লরির ড্রাইভার গ্রেপ্তার হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের কালীগঞ্জে ৯০ কেজি গাঁজা বাজেয়াপ্ত হল। পুলিসের অনুমান, নদীয়া জেলায় গাঁজার সিন্ডিকেট সক্রিয় হয়েছে। ব্যাপক হারে চাহিদা বেড়ে যাওয়ায় কোচবিহার থেকে গাঁজা আনা হচ্ছে। এমনকী, নদীয়ায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গাঁজা পাচারের পরিকল্পনা করছে চোরাকারবারিরা।‌
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা