দক্ষিণবঙ্গ

হলদিয়া বন্দর পরিদর্শনে এলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সচিব

সংবাদদাতা, হলদিয়া: শনিবার হলদিয়া বন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সচিব টি কে রামচন্দ্রন। বন্দর পরিদর্শনে এসে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। রানিচকে বন্দরের রেলওয়ে সাইডিং(কাস-টু), নবরূপে সেকেন্ড অয়েল জেটি এবং বন্দর গেস্ট হাউস, ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্ল্যান্টের সূচনা করেন তিনি। এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ হলদিয়ায় পৌঁছন কেন্দ্রীয় সচিব। এরপর তিনি টাউনশিপে নদীর মোহনায় হলদিয়া ফ্লোটিং টার্মিনাল জেটি, বন্দরের ইন্টারন্যাশনাল কন্টেনার টার্মিনাল ঘুরে দেখেন। ওইসময় রানিচকে কয়লা আমদানি-রপ্তানির বাড়তি সুবিধের জন্য রেলওয়ে সাইডিংয়ের সূচনা করেন। বন্দরের নির্মীয়মান ২নম্বর ও ৫ নম্বর জেটি সচিবকে ঘুরিয়ে দেখান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন ও বন্দরের আধিকারিকরা। ওই দু’টি জেটি তৈরি করছে আদানি ও রিপ্লে। এদিন সচিব বন্দরের লকগেট এবং ইনল্যান্ড ওয়াটার ওয়েজের জেটিও ঘুরে দেখেন। ইনল্যান্ড ওয়াটার ওয়েজ প্রায় ৪৫০ কোটি টাকা খরচ করে নদীপথে পণ্য পরিবহণের জন্য জেটি তৈরি করলেও দু’বছর পরও তা চালু হয়নি। বন্দরের শ্রমিক সংগঠনগুলির বক্তব্য, বন্দর কর্তৃপক্ষ সাড়ে ৬ কোটি টাকা খরচ করে নতুন করে ঝাঁ চকচকে গেস্টহাউস তৈরি করেছে, কিন্তু আবাসন এলাকাগুলি অন্ধকারে। মাখনবাবুর বাজার এলাকায় বন্দরের সেন্টিনারি পার্কে আলো নেই, সমাজবিরোধীদের আখড়া হয়েছে বলে অভিযোগ। ওই এলাকায় রাস্তা অন্ধকারে ডুবে থাকে। বাসিন্দাদের হাইমাস্ট আলো জ্বালানোর দাবি দীর্ঘদিনের। শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, বন্দর প্রশাসনের মধ্যে আধিকারিকদের দুই গোষ্ঠী টানাপোড়েনের ফলে বন্দরের উন্নয়ন এবং বাণিজ্য ভীষণভাবে ধাক্কা খাচ্ছে। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, গত কয়েকমাসে বন্দরের পণ্য পরিবহণ ক্রমশ নিম্নমুখী। বন্দরের পদস্থ কর্মকর্তাদের একাংশের অবহেলাকে দায়ী করছেন তাঁরা। কলকাতা থেকে বন্দর পরিচালনা করতে গিয়ে হলদিয়ার জেনারেল ম্যানেজারদের ক্ষমতা খর্ব করা হয়েছে। বন্দরের জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রবীণকুমার দাস বলেন, এদিন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সচিবের সঙ্গে বন্দরের উন্নয়ন, সমস্যা ও আগামী পরিকল্পনা নিয়ে একাধিক পর্যালোচনা বৈঠক হয়েছে। - নিজস্ব চিত্র
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা