দক্ষিণবঙ্গ

দুবরাজপুরে রামকৃষ্ণ আশ্রমে শুরু তিনদিনের সারদা কাত্যায়নী পুজো

সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে রামকৃষ্ণ আশ্রমে শুরু হল তিনদিনের সারদা কাত্যায়নী তথা দুর্গাপুজো। রবিবার ছিল সপ্তমীর পুজো। এই পুজোকে ঘিরে প্রতিবারের মতো এবারও মেতে উঠেছেন শহর ও আশেপাশের গ্রামাঞ্চলের মানুষ। আগামী তিনদিন অনুষ্ঠিত হবে এই পুজো। এই পুজোকে ঘিরে প্রতিবারের মতো আশ্রম মাঠে বসবে মেলাও। এই মেলা এবার ৬৪তম বছরে পা দিল। 
দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে বছরের বিভিন্ন সময়ে মা সারদাকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে। এখানে মা সারদাকে কখনও লক্ষ্মী, কখনও সরস্বতী, আবার কখনও মাকালী রূপে পুজো করা হয়। ঠিক তেমনই আবার সারদা মাকে এই সময়ে সারদা কাত্যায়নী অর্থাৎ দুর্গারূপে পুজো করা হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বিশেষ তিথিতে কাত্যায়নী মা রূপে মা সারদাকে পুজো করা হয়ে থাকে। রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানিয়েছেন, ১৯৪২ সালে আমাদের সঙ্ঘগুরু শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই প্রতিবছর সাড়ম্বরে এই পুজো করা হয়ে থাকে। এই পুজোর জন্য অন্য কোনও প্রতিমা নয় বরং মা সারদাদেবীকে কাত্যায়নী মা অর্থাৎ দুর্গারূপে পুজো করা হয়ে থাকে। তিনি বলেন, প্রতিদিন দুর্গাপুজোর তিথি মেনেই পুজো করা হচ্ছে। তবে বাংলাদেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য মায়ের কাছে প্রার্থনা জানাব। এবার তিনদিনের পুজো। পুজোকে ঘিরে ১২ থেকে ১৯ডিসেম্বর মেলার আয়োজন করা হবে। পুজোর ক’টা দিন মেলা প্রাঙ্গণে যাত্রা, কবিগান, বাউল, হরিনাম সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা