বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সাত হাজার ফেললেই নিশ্চিন্তে সীমান্ত পার, আশান্ত বাংলাদেশ, রমরমা কারবার দালালদের 

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মাত্র সাত হাজার টাকার বিনিময়ে নিরাপদে পারাপার। এভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারতে। করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদের সূতির লক্ষ্মীপুর গ্রামকে। রাতের অন্ধকারে কিংবা ভোররাতে ঢুকছে তারা। বাংলাদেশ অশান্ত হতেই গত কয়েক মাসে ওপার থেকে ভারতে ঢোকার প্রবণতা ক্রমাগত বেড়েছে। টাকা দিলেই দালালরা সহজেই সীমান্ত পার করে দিচ্ছে। এই ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর দিকে আঙুল তুলছেন অনেকেই। পাশাপশি পুলিসকে হাত করেই চলেছে পারাপার— এমনও অভিযোগ তুলছে সাধারণ মানুষ। সূতির এক প্রভাবশালী দলের নেতার দুই অনুগামী এই মানুষ পাচারের কাজ করছে বলেই জানা গিয়েছে। লক্ষ্মীপুর গ্রামে কান পাতলেই ওই দুই দালালের ব্যাপারে একাধিক অভিযোগ শোনা যায়। তারাই স্থানীয় থানার পুলিসকে হাত করে লাগাতার মানুষ পাচারের কাজ করে চলেছে। 
বিএসএফ দিন কয়েক আগে তিন বাংলাদেশিকে পাকড়াও করে সূতি থানার পুলিসের হাতে তুলে দিয়েছে। পুলিস অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ না করেই প্রথমেই জেল হেফাজতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে পুনরায় আদালতে আবেদন জানানো হয়। তিন বাংলাদেশিকে এখন পুলিসি হেফাজতে নিয়ে ফের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিস আধিকারিকরা। 
ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, আমরা ওই তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছি। কাদের সাহায্যে তারা এদেশে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আমরা কয়েকজনের যোগ পেয়েছি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সূতির লক্ষ্মীপুর গ্রামের পদ্মা নদী পার করলেই বাংলাদেশ। দুই মাস আগে ওপার থেকে সাঁতার কেটে পার হয়ে এপারে ওঠে ওই তিন বাংলাদেশি। ভোরের দিকে ভারতে প্রবেশ করেই তারা বাস ধরে হাওড়া চলে যায়। তারপর সেখান থেকে ট্রেনে করে তামিলনাড়ুতে কাজে চলে গিয়েছিল তারা। সেখান থেকে ফিরে গত সপ্তাহে সীমান্ত পার করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সীমান্তের কাছে যেতেই তারা বিএসএফের হাতে ধরা পড়ে যায়। 
অভিযুক্তরা পুলিসি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তামিলনাড়ুতে পাথর ভাঙার শ্রমিক হিসেবে কাজে গিয়েছিল তারা। কিন্তু সেখানে মজুরির টাকা নিয়ে কিছুটা সমস্যা হওয়ায় বাড়ি চলে যেতে চাইছিল। কিন্তু তার আগেই বিএসএফ তাদেরকে ধরে ফেলে। 
গত ৭ নভেম্বর একই কায়দায় পদ্মা নদী সাঁতরে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করলে এক বাংলাদেশি যুবককে পাকড়াও করে বিএসএফ। রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী চর পিরোজপুর থেকে বাহুড়া এলাকার ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায়, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙা গ্রামের বাসিন্দা নদী পার করে চর পিরোজপুরে চলে আসে। বিষয়টি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখায় নদীপথে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে আসে। বিএসএফকে দেখে ওই যুবক জলে ডুব দিয়ে পালানোর চেষ্টা করে। স্পিড বোট নিয়ে তার পিছু ধাওয়া করে। যুবক পালানোর চেষ্টা করলে স্পিড বোটের ফ্যানের ব্লেডে আঘাত প্রাপ্ত হয়। তখন ওই যুবককে ধরে ফেলে বিএসএফ। যুবকের বাম হাত ব্লেডে জখম হয়। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ধৃতের চিকিৎসা করা হয়। যুবককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। জেরায় পুলিসের কাছে সে কবুল করেছে, বাড়িতে অভাব অনটন থাকায় কাজের খোঁজে সে ভারতে চলে আসার পরিকল্পনা করে। যদিও প্রতি মাসে জঙ্গিপুর মহাকুমার বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিক বাংলাদেশি যুবক অবৈধভাবে এদেশে অনুপ্রবেশ করে। বেশ কিছু যুবককে চোরা চালান করার অপরাধে জেলে পাঠিয়েছে পুলিস। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা