দক্ষিণবঙ্গ

আবাস প্রকল্পে বাঁকুড়ায় ১৮ হাজার নাম বাতিল

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাংলার বাড়ি প্রকল্পে বাঁকুড়ায় সমীক্ষা চালিয়ে প্রাথমিকভাবে প্রায় ১৮ হাজার জনের নাম বাদ দিল প্রশাসন। তালডাংরায় ভোট থাকায় রাজ্যের অন্যান্য জেলার অনেক পরে বাঁকুড়ায় আবাসের সমীক্ষা শুরু হয়। শুক্রবার তা শেষ হয়। তারপর প্রশাসনের তরফে গ্রাম পঞ্চায়েতস্তরে ওই তালিকা টাঙানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও শনি ও রবিবার সরকারি ছুটির দিন হওয়ায় জেলার সিংহভাগ পঞ্চায়েত তালাবন্ধ ছিল। ফলে তালিকা চাক্ষুষ করতে সোমবার পর্যন্ত জেলাবাসীকে অপেক্ষা করতে হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।  
বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) তথা বাংলার বাড়ি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রোহন লক্ষ্মীকান্ত যোশী বলেন, আমাদের জেলায় আবাসের তালিকায় মোট প্রায় ১ লক্ষ ৯৮ হাজার জনের নাম ছিল। তার মধ্যে ১০ শতাংশ নাম বাদ গিয়েছে। তবে সব পঞ্চায়েতে নাম বাদ পড়ার হার সমান নয়। কোনও পঞ্চায়েত এলাকায় শতকরা ২০ শতাংশ বাদ গিয়েছে। কোথাও আবার তা পাঁচ শতাংশ। সামগ্রিকভাবে জেলাজুড়ে গড়ে ১০ শতাংশ বা প্রায় ১৮ হাজার জনের নাম আবাস তালিকা থেকে বাদ গিয়েছে। তবে এটি প্রাথমিক খসড়া তালিকা। এরপরেও তালিকায় সংযোজন বা বিয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। এনিয়ে আপত্তি বা অভিযোগ জানানোর সময় এখনও রয়েছে। ফলে এব্যাপারে অযথা কেউ যেন উদ্বিগ্ন না হন। 
উল্লেখ্য, আদর্শ আচরণবিধি লাগু থাকায় তালডাংরা উপ নির্বাচনের ফল প্রকাশের পর জেলায় আবাসের সমীক্ষার কাজ শুরু হয়। জেলাজুড়ে প্রায় তিন হাজার সরকারি কর্মী ৮০০টি দলে ভাগ হয়ে ১৪৬টি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষা চালিয়েছেন। তারপর তাঁরা রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট ব্লক ও জেলাস্তরে খতিয়ে দেখা হয়। তারপর তা গ্রাম পঞ্চায়েতগুলিতে টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই তালিকা দেখে কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে বিডিও অফিসে লিখিতভাবে জানানো যাবে। 
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, আবাসের সমীক্ষার কাজ অত্যন্ত স্বচ্ছভাবে করা হয়েছে। ফলে এনিয়ে তেমন অভিযোগ থাকার কথা নয়। অনেকে স্বেচ্ছায় তালিকা থেকে নাম বাদ দিতে চেয়ে সমীক্ষক দল বা প্রশাসনের কাছে আবেদন করেছেন। কাঁচা বাড়ির মালিক বা প্রকৃত যোগ্যদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা দেখা হয়েছে। তারপরেও কোনও সমস্যা হলে আমরা তা দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেব।   
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা