দক্ষিণবঙ্গ

খেলোয়াড়রা খেপ খেলায় বন্ধ করিমপুর ফুটবল লিগ

সংবাদদাতা, করিমপুর: ক্লাবগুলির আর্থিক অনটন এবং খেলোয়াড়দের খেপ খেলার কারণে অনুষ্ঠিত হল না করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালিত এবারের ফুটবল লিগ। এলাকার ফুটবল লিগের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ক্লাবকর্তা, খেলোয়াড় এবং ফুটবলপ্রেমীরা। ফুটবল মরশুম শেষে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট অনুশীলন। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার ক্লাব কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক দশক থেকে জেলার অন্যান্য আঞ্চলিক ক্রীড়া সংস্থার পাশাপাশি করিমপুরেও সিনিয়র, জুনিয়র ও সাব জুনিয়র বিভাগের ফুটবল লিগ অনুষ্ঠিত হয়। এই লিগের খেলা চলে বছরের জুলাই থেকে সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত। কিন্তু এবার ফুটবল লিগ বন্ধ থাকায় হতাশ সকলেই। 
এ ব্যাপারে মুরুটিয়া সবুজ সঙ্ঘের মিঠুন দাস বলেন, গত পাঁচ বছরে করিমপুর জোনের ফুটবল খেলায় চারবার আমাদের দল ফাইনাল খেলেছে। প্রতি বছর খেলার জন্য ১৫ হাজার টাকার বেশি খরচ হয়। কিন্তু লিগের খেলায় কোনও আর্থিক পুরস্কার নেই। এছাড়াও বেশিরভাগ ক্লাবের নিজস্ব কোনও আয় নেই। বেশিরভাগ খেলোয়াড়ই নিম্নবিত্ত ঘরের ছেলে। অনেকেই বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় খেপ খেলতে যায়। প্রত্যেক ম্যাচ খেলার জন্য ৩০০ থেকে ৫০০ টাকা করে নেয়। তাই লিগের খেলায় ক্লাব এবং খেলোয়াড়দের অনীহা দেখা দিচ্ছে। 
মহিষবাথান স্পোর্টিং উইনাইটেড ক্লাবের লোকেশ বিশ্বাস বলেন, এমনিতেই এখন ছেলেরা মাঠ বিমুখ। খেলার প্রতি ঝোঁক না থাকায় তাদের ডেকেও মাঠে আনা যাচ্ছে না। লিগে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বিভাগে খেলার জন্য এন্ট্রি-ফি জমা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত লিগের খেলা হল না। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অহিন্দ্র বিশ্বাস  বলেন, একসময় এই সীমান্তবর্তী এলাকার প্রায় ৪৫টি ক্লাব লিগ ফুটবলে অংশ নিত। ফলে, টাকার অভাবে লিগে অংশ নেওয়া ক্লাবের সংখ্যা কমে ২৫টিতে ঠেকেছে। লিগ আয়োজনে গত সেপ্টেম্বর মাসে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটি সভা ডাকা হয়েছিল। সেইমত সিনিয়র, জুনিয়র ও সাব জুনিয়র বিভাগে প্রায় ২৫টি দল এন্ট্রি-ফি জমা করেছিল। কিন্তু তারপরেও ফুটবল লিগের আয়োজন বন্ধ রইল। নাসির শেখ নামে এক খেলোয়াড় জানান, এবছর জুলাই মাসে ব্যাপক গরম ছিল। তারপরেই বিভিন্ন টুর্নামেন্ট শুরু হল। তখন ক্লাবের খেলোয়াড়রা সকলেই লিগ ছেড়ে সেই টুর্নামেন্টে খেপ খেলতে শুরু করল। কারণ খেপ খেলে যে টাকা পাওয়া যায় লিগ খেললে তা পাওয়া যায় না। ফলে লিগ ফুটবল বন্ধ হয়ে গেল। ক্লাবগুলোর আর্থিক সমস্যা মেটাতে জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসন এগিয়ে এলে হয়তো আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা