দক্ষিণবঙ্গ

নবদ্বীপ ধামে রেলের ফের উচ্ছেদ অভিযান

সংবাদদাতা, নবদ্বীপ: ফের রেলের উচ্ছেদ অভিযান শুরু হল নবদ্বীপ ধাম স্টেশনে। রেল কর্তৃপক্ষ নোটিস দিয়েছিল আগেই। ৩ ডিসেম্বর ছিল দোকান উঠিয়ে নেওয়ার শেষদিন। নবদ্বীপ ধাম স্টেশনের মূলগেটের সামনে থেকে  নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে পর্যন্ত রেলের সীমানায় যে সব দোকান আছে, প্রতিটি দোকানদারকেই সরে যেতে হবে, এমনই নোটিস জারি করা হয়েছিল। তবে সময়সীমা শেষ হলেও এতদিন দোকান সরিয়ে নেননি অনেকেই। এরপর শুক্রবার রেলের পক্ষ থেকে জানানো হয়, দোকান সরিয়ে না নিলে শনিবার ভেঙে দেওয়া হবে ওই সব দোকান। এদিন দেখা গেল অনেক দোকানি নিজেরাই সরিয়ে নিয়ে যাচ্ছেন, তাঁদের দোকানের কাঠামো। দোকানের অবশিষ্ট মালপত্র যাতে বাঁচানো যায়। অনেক দোকানি চোখের জল ধরে রাখতে পারছিলেন না। দোকানের চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র এমনকী মাথার উপরের টিনের চালাটিও খুলে নিয়ে যাচ্ছেন বাড়ির পথে। তবে শেষ পর্যন্ত ১০টি দোকান ভাঙতে হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ ধাম স্টেশন মূলগেটের সামনে রাস্তা থেকে নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে পর্যন্ত রেলের সীমানায় ৬৩টি দোকান ছিল। সেইসব দোকান মালিককে ফের রেলের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। পূর্বে তিন বার ওই সব দোকানে নোটিস দেওয়া হয়েছিল। শেষবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ৩ ডিসেম্বরের মধ্যে রেলের সীমানা থেকে দোকান সরিয়ে নিতে হবে, অন্যথায় রেল আধিকারিক রেলের আইন মতো ব্যবস্থা নেবে। এমনকী শুক্রবারও ওইসব দোকানদারকে মৌখিকভাবে বলা হয় দোকান সরিয়ে নেওয়ার জন্য। দোকানদারদের দাবি ছিল, রেলের তরফ থেকে তাঁদের পুনর্বাসন দেওয়া হোক। স্থানীয় ভড়পাড়ার বাসিন্দা হোটেল ব্যবসায়ী সত্যজিৎ হালদার বলেন, প্রায় ৬০ বছরের পুরনো হোটেল আমাদের। আগে বাবা চালাতেন। তিনি মারা যাওয়ার পর আমিই দেখি দোকানটা। ওরা আজ ভেঙে দেবে দোকান, সেজন্য যতটা পারি, অবশিষ্ট জিনিসগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি।এখন সংসার কীভাবে চলবে জানি না।
ষষ্ঠীতলা বাঁশবাগানের বাসিন্দা রবিদাস বলেন, আমার বাদ্যযন্ত্রের দোকান। এই দোকানের রোজগারের উপর নির্ভর করতে হয়। শুক্রবার আরপিএফ বলে গেছে দোকান সরিয়ে নিতে, তাই সরিয়ে নিয়ে যাচ্ছি। 
বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী শুভাশিস বিশ্বাস বলেন, এবার কীভাবে চলবে জানি না। দোকানের আশপাশে বেশ কয়েকটা বিড়াল রয়েছে। হোটেলে থেকে ওদের খাবার দিতাম। ওদেরও কী করে চলবে জানি না। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ শ্রীরামপুরের বাসিন্দা গৃহবধূ দীপ্তি মালাকারদের নবদ্বীপ ধাম স্টেশন রোডে স্টেশনারি দোকান। প্রায় ৪০ বছরের এই দোকান। 
তাঁর বক্তব্য, রেলের কাছে অনুরোধ, উন্নয়ন হোক পাশাপাশি যাতে আমাদের মতো পরিবারগুলোকে একটু জায়গা দেওয়া হয়। রেলের এক আধিকারিক জানান, রেলের উন্নয়নের জন্য এখন জায়গার দরকার। যে দোকানগুলো থাকবে, সেগুলো না ছাড়লে আমাদের হায়ার অথরিটির নির্দেশ মতো ব্যবস্থা নিতে হবে। এদিন দুপুরের পর বেশ কিছু দোকানকে জেসিবি মেশিন দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা