দক্ষিণবঙ্গ

কালনা-শান্তিপুর ফেরিঘাটে দুর্ঘটনার জের, অনিদিষ্টকালের জন্য বন্ধ ভেসেলে ভারী যান পারাপার

সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার রাতে কালনা-শান্তিপুর ফেরিঘাটে লোহার ভেসেল থেকে ইট বোঝাই ট্রাক ভাগীরথী নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার পর লোহার ভেসেলে গাড়ি পারাপারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার সকালে কয়েক ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকার পর বেলা সাড়ে ৯টার পর যাত্রী পরিষেবা চালু হয়। তবে, অনিদিষ্টকালের জন্য লোহার ভেসেলে ভারী যানবাহন পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই কালনা পুরসভা ও শান্তিপুর প্রশাসনের বৈঠকে নিরাপত্তা বিষয়ে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত হবে। তবে, লোহার ভেসেলের ফিটনেস সার্টিফিকেট, বহন ক্ষমতা ও কালনা ফেরিঘাটের ইজারা নিয়েও নানা প্রশ্ন তুলছেন দুই পাড়ের বাসিন্দারা। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নদীতে পড়ে যাওয়ার সময় লোহার ভেসেলের সামনে কয়েকজন সাইকেল আরোহী দাঁড়িয়ে ছিলেন। তাঁরাও নদীতে পড়ে যান। সকলে উঠে এলেও একজন ট্রাকের নীচে চাপা পড়ে মারা যান। ডুবুরি এনে দেহ উদ্ধার হয়। ট্রাকটিও ক্রেন দিয়ে নদী থেকে তোলা হয়।
শান্তিপুরের বাসিন্দাদের দাবি, এর আগেও ভেসেল থেকে নদীতে ট্রাক পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যেখানে ভেসেলে শুধু ভারী যানবাহন পারাপারের কথা। সেখানে কীভাবে কর্তৃপক্ষের নজর এড়িয়ে সাধারণ মানুষ ভেসেলে ওঠে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। দুর্ঘটনার জন্য ফেরিঘাট কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন মৃতের পরিবারের লোকেরা। যদিও ফেরিঘাট কর্তৃপক্ষের দাবি, প্রতিটি ভেসেলে ভারী যানবাহন ব্যতিত যাত্রী, সাইকেল, বাইক পারাপার নিষিদ্ধ বলে ব্যানার লাগানো থাকে। অনেকে তা না মেনে জোর করে ভেসেলে উঠে পড়ে।কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল বলেন, ভেসেলে ভারী যানবাহন পারাপার আপাতত বন্ধ রাখা হয়েছে। শান্তিপুর প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা হবে। ফেরিঘাটের যাত্রী পরিষেবার নিরাপত্তার দিকেও নজর রাখা হচ্ছে। রানাঘাটের এসডিপিও সবিতা গাটিয়াল বলেন, যাত্রী পরিষেবা চালু হয়েছে। ভেসেলে ভারী যানবাহন পারাপারের বিষয়টি নিয়ে আলাপ আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা