দক্ষিণবঙ্গ

পুকুর ভরাট নিয়ে জেলাশাসককে অভিযোগ কুমারপুরের বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুকুর ভরাটের অভিযোগে সরগরম শিল্পাঞ্চল। পুকুর ভরাট করার জন্য একের পর এক জমি হাঙরকে গ্রেপ্তার করছে আসানসোল উত্তর থানার পুলিস। এই পরিস্থিতিতেই পুকুর ভরাটের অভিযোগ তুলে রাস্তায় নামল আসানসোল দক্ষিণ থানার কুমারপুরের বাসিন্দারা। শুক্রবার এলাকার পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে জেলাশাসকের অফিসের অদূরে জমায়েত হন। সেখানে থেকে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখিয়ে জেলাশাসককে গণস্বাক্ষরিত অভিযোগ পত্র জমা দেন। তাঁদের অভিযোগ, এক বড় প্রমোটার এলাকার একমাত্র পুকুরটি বুজিয়ে দিয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। প্রশাসন জানিয়েছে, পুকুর ভরাট নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। সাম্প্রতিককালে এগারোটি পুকুর ভরাটের অভিযোগ এসেছে। প্রতিটির ক্ষেত্রেই লিখিত অভিযোগ করা হয়েছে। পুকুর ভরাটকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেখানে কোনও নির্মাণ থাকলে তা গুড়িয়ে দেওয়া হবে। 
অতিরিক্ত জেলাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, পুকুর ভরাটের ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা প্রতি ক্ষে঩঩঩ত্রেই থানায় লিখিত অভিযোগ করছি। পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সেখানে কেউ নির্মাণ করে থাকলে তাঁকেই তা ভেঙে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। 
এদিন দুপুরে আসানসোলে জেলাশাসকের অফিসের সামনে হাজির হন বহু মানুষ। ‘কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতি’ ব্যানার নিয়ে তাঁরা জমায়েত হন। গোবর্ধন মণ্ডল, রেখা মণ্ডলরা বলেন, কুমারপুর মৌজার ১৯১ দাগ নম্বরে এক একর পাঁচ শতক পুকুর রয়েছে। এটি ছিল গ্রামের কয়েকটি পরিবারের এজমালি সম্পত্তি। সেখান থেকে ২৯ শতক মালিকানা স্বত্ত্ব কেনে প্রমোটার শংকর শর্মা ও কানাইলাল শর্মা। তাঁরা পুকুরের চারিপাশে পাঁচিল দিয়ে দেন।  বাসিন্দাদের অভিযোগ, পাশ্ববর্তী এলাকায় তাঁরা ফ্ল্যাট নির্মাণ করেন। সেখানকার মাটি এই পুকুর ফেলে ভরাট করা হয়। সেই সময়ে প্রতিবাদ করলেও কোনও কাজ হয়নি। তাঁরা আশা প্রকাশ করেন, মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পর প্রশাসন নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ করবে। 
এলাকায় গিয়েও দেখা যায় পুকুর ভরাট নিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। জমিটির পাশেই বাড়ি রয়েছে অশোক মণ্ডল ও মিতু মণ্ডলের। তাঁরা বলেন, আমাদের চোখের সামনে আস্তে আস্তে পুকুরটি ভরাট করে দেওয়া হল। এলাকায় কোনও পুকুর নেই, এলাকাবাসী প্রবল সমস্যায় পড়ছেন। আমরা এই পুকুরে স্নানও করেছি। 
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই শংকর শর্মা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বলেন, ২০১২ সালে আমার জর্মির সার্চিং করানো হয়েছে। সেখানে কোনও পুকুরের অস্বিত্ব পাওয়া যায়নি। গ্রামবাসীরা জোর করে আমার জমিতে পুকুর খননের চেষ্টা করে, আমি থানায় অভিযোগ করেছিলাম। শিল্পাঞ্চলের পুকুর ভরাট নিয়ে প্রশাসনিক পদক্ষেপ ও আন্দোলন দুই-‌ই ঩জোরকদমে চলছে। পাশাপাশি বাসিন্দাদের একাংশ কিন্তু এখনও বির্তকিত জমিগুলিতে বেপরোয়া ভাবে বাড়ি নির্মাণ করে চলেছেন। প্রশাসনের দাবি, যাঁরা খাসজমি, পুকুর ভরাট করে জমি বিক্রি করেছে তাঁরা অপরাধী বটেই, যাঁরা কিনেছেন তাঁরাও অপরাধী। খাসজমি, পুকুরের ভরাট করে হওয়া নির্মাণগুলি ভাঙার বিষয়ে পদক্ষেপ করা হবে।  
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা