বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আসানসোলে স্বাস্থ্যবিধি না মেনে রমরমিয়ে চলছে প্রচুর খাবারের দোকান

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফুড সেফটি লাইসেন্স ছাড়াই চলছে একাধিক খাবারের দোকান। খাবার তৈরি থেকে খাবার রাখা— ন্যূনতম স্বাস্থ্যবিধি মানছে না কেউই। আসানসোল বাস স্ট্যান্ডের হোটেলগুলির নেই প্রয়োজনীয় লা‌ই঩সেন্স। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সচেতনতা কর্মসূচি নিলেও ভ্রুক্ষেপ নেই ব্যবসায়ীদের। মানুষের স্বাস্থ্য নিয়ে ব্যবসায়ীরা ছেলেখেলা করলেও তাদের সচেতন করেই দায় সারছেন ফুড সেফটি অফিসাররা। 
রবিবার ছুটির দিনে তুলনামূলক ভিড় কম  থাকলেও জেলা সদর আসানসোল বাস স্ট্যান্ডে মানুষের যাতায়াত লেগেই রয়েছে। বাস স্ট্যান্ডেই রয়েছে একাধিক খাবার হোটেল। সেখানে গিয়েই গরম ভাতে গোগ্রাসে খাচ্ছেন দরিদ্র গরিব মানুষ থেকে যাত্রীরা। এদিনই ছিল বিশ্ব এইডস দিবস। সেই কর্মসূচির পাশাপাশি খাদ্য সুরক্ষা শাখার পক্ষ থেকে হাজির করানো হয়েছিল ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়িটিও। গাড়ির মধ্যেই খাবারের মান যাচা‌ই করার সরঞ্জাম থাকে। গাড়ি রাখার মূল উদ্দেশ্য খাবারের মান নিয়ে মানুষকে সচেতন করা। হাজির ফুড সেফটি অফিসারও। সেখানেই সারি দিয়ে রয়েছে একের পর এক খাবার হোটেল। ফুড সেফটি শাখার কর্তাব্যক্তিদের সামনেই অত্যন্ত খারাপ পরিবেশে তৈরি হচ্ছে খাবার। পোড়া তেল, পোড়া বাসনেই হচ্ছে রান্না। এলাকাজুড়ে উনুনেন ধোঁয়া। এক অস্বাস্থ্যকর পরিবেশ। বাবার হোটেলটিই চালাচ্ছেন রূপেশ গরা‌ই। তিনি বলেন, ফুড সেফটি লাইসেন্স করা নেই। বাবার নামেই এখনও রয়েছে ট্রেড লাইসেন্স। ২০ বছরের বেশি সময় ধরে হোটেল চলছে বলে তাঁর দাবি। পাশেই র঩য়েছে ইন্দ্রদেব বার্নওয়ালের হোটেল। তিনি বলেন, সাত বছর ধরে ব্যবসা করছি। ফুড লাইসেন্স নেই। কর্তাব্যক্তিদের সচেতনতা কর্মসূচির সামনেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি শহরের অবস্থা সহজেই অনুমেয়। আসানসোল বাস স্ট্যান্ড চত্বর হোক বা হটন রোড আসানসোল বাজার, বিএনআর মোড়, চিত্রা মোড়, বার্নপুর বাস স্ট্যান্ড স্টেশন, আসানসোল রেলপার সহ সর্বত্র ফাস্ট ফুডের দোকান রাতারাতি গজিয়ে উঠছে। বিভিন্ন রকমের কাবাব থেকে চাউমিন, মোমা সহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে। এক ঠেলায় খারাব বানানো, বাসন ধোয়া সব হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো। আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা হচ্ছে। নতুন প্রজন্ম খাবারই কোনও ভাবনাচিন্তা ছাড়াই মুখে তুলছেন। শুধু রাস্তার খাবার দোকানগুলি কেন, বিভিন্ন সময়ে যাত্রীদের মুখেই ভালো হোটেলের খাবারের মান নিয়েও প্রশ্ন শোনা যায়। আসানসোল, দুর্গাপুরের মতো বড় শহরে তা নিয়ে প্রশাসনিক অভিযান সাম্প্রতিককালে হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। কেন এই অবহেলা তা নিয়ে প্রশ্ন উঠছে। 
ডেপুটি সিএমওএইচ অনুরাধা দেব বলেন, পশ্চিম বর্ধমান জেলায় লক্ষাধিক খাবার বিক্রেতা রয়েছেন। ফুড সেফটি অফিসার মাত্র পাঁচজন। পর্যাপ্ত লোক ও পরিকাঠামো অভাব রয়েছে। সীমিত ক্ষমতার মধ্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষকে ফুড সেফটি লাইসেন্স করার জন্য সচেতনা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে নোটিসও করা হয়েছে। বিভিন্ন সময়ে খাবারের নমুনা সংগ্রহও করা হয়। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা