দক্ষিণবঙ্গ

তালডাংরা বিধানসভায় ১০ রাস্তা, বরাদ্দ ৬ কোটি

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরা বিধানসভা এলাকার তিনটি ব্লকের মোট ১০টি রাস্তা তৈরি করছে বাঁকুড়া জেলা পরিষদ। বৃহস্পতিবার জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় তার মধ্যে আটটি রাস্তার কাজের সূচনা করেন। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় ওই রাস্তাগুলি নির্মাণ হবে। তার জন্য ৬কোটি ৪০লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এদিন সভাধিপতি বলেন, তালডাংরা বিধানসভা এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আমরা কংক্রিটের এই রাস্তাগুলি তৈরি করছি। এই দফায় তিনটি ব্লকের ১০ কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হবে। এরফলে ১২টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ উপকৃত হবে। এদিন তালডাংরায় দু’টি, ফুলমতি ও হাড়মাসড়ায় একটি করে এবং ইন্দপুর ব্লকের গৌড়বাজার ও ব্রজরাজপুর অঞ্চলে দু’টি করে রাস্তার কাজের সূচনা করা হয়। সিমলাপাল ব্লক এলাকায় আগেই দু’টি রাস্তার কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভাধিপতি বলেন, ‘পথশ্রী-২’ পর্যায়ে আমরা জেলায় মোট ৬৮৯ কিলোমিটার রাস্তা তৈরির অনুমোদন পেয়েছিলাম। তারজন্য রাজ্য সরকার আমাদের ২৮৮ কোটি টাকা দিয়েছিল। তারমধ্যে ২১৭ কোটি টাকা খরচ করে ৫৫৬ কিলোমিটার রাস্তা নির্মাণ আগেই সম্পূর্ণ হয়েছে। ‘পথশ্রী-৩’ প্রকল্পের আওতায় ২২৯ কোটি টাকায় ৫১৩ কিলোমিটার রাস্তা হবে। ওই প্রকল্প অনেক জনপ্রিয় হয়েছে। ফলে জেলার প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নতুন নতুন দাবি উঠে আসছে। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে অনেকে রাস্তার দাবি জানিয়েছেন। ধীরে ধীরে সব দাবি মেটানোর চেষ্টা করা হবে বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে রাজ্য সরকার আরও কাজ করবে। তখন বাকি দাবিদাওয়া আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। সরকারের নির্দেশ অনুযায়ী বেশ কিছু পদক্ষেপও নেওয়া হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে সরকারের নানাস্তরে জঙ্গলমহলের রাস্তা তৈরির দাবি বাসিন্দারা জানিয়ে থাকেন। বিধানসভা নির্বাচনের আগে আধিকারিক ও জনপ্রতিনিধিরা কোনও সমস্যাকেই ছোট করে দেখতে নারাজ। সমস্যাগুলিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তাঁরা সচেষ্ট হয়েছেন। দাবিদাওয়া দেখে দ্রুত ময়দানে নামার ব্যাপারে বাঁকুড়া জেলা পরিষদ ও প্রশাসনের কর্তারা ব্লকগুলিকে নির্দেশ দেন। সেইমতো কাজ শুরু হয়। যোগাযোগ পরিকাঠামো উন্নয়নের মূল হল রাস্তা নির্মাণ। ফলে জেলা পরিষদ গ্রামীণ এলাকায় নতুন নতুন রাস্তা তৈরির উপর জোর দেয়। 
বর্তমানে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে যেসব দাবিদাওয়া জমা পড়ছে, তারমধ্যে কাঁচা রাস্তা পাকা করার আবেদন উল্লেখযোগ্য। মোরাম অথবা মাটির রাস্তা কংক্রিট অথবা পিচের করে দেওয়ার দাবি সাধারণ মানুষ জানাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে সিংহভাগ ন্যায্য দাবি পূরণ করা হবে বলে জেলা পরিষদ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।     
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা