দক্ষিণবঙ্গ

অস্থির বাংলাদেশ বাড়ছে অনুপ্রবেশ, হাঁসখালি ও ধানতলায় ধৃত ৫ দালাল

দীপন ঘোষাল, রানাঘাট: অস্থির বাংলাদেশ। সেখানে সংখ্যালঘুদের উপর চলছে অকথ্য অত্যাচার। নিত্যদিন হামলা, বিক্ষোভ, অবরোধ। স্বভাবতই কাজ-কারবার ঘোরতর সঙ্কটে। মানুষের রুজিরুটি একরকম বন্ধ হয়ে জোগাড়। এমতাবস্থায় সে দেশের শুধুমাত্র সংখ্যালঘুরাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংখ্যাগুরুরাও। পেট ও জান বাঁচাতে উভয় তরফেই দেশ ছাড়ার হিড়িক বাড়ছে। চলে আসার প্রবণতা বেশি ভারতে। এঁদের মধ্যে সিংহভাগই নিম্নবিত্ত পরিবারের। বাংলাদেশে কোনওরকমে সংসার চালাতেন। অস্থিরতার কারণে রুজিরুটিতে টান পড়েছে। তাই চলে আসতে চাইছেন ভারতে। কিন্তু আসবেন কীভাবে? টাকার বিনিময়ে সেই পথ বাতলে দিচ্ছে একটি অসাধু চক্র। প্রয়োজনে আন্তর্জাতিক সীমানা পার করিয়ে দেওয়ারও ভার নিচ্ছে তারা। সেক্ষেত্রে টাকার অঙ্কটা অনেকটাই বেশি। এরা আসলে মানব পাচারের দালাল। এটাই এদের পেশা। চলে আসছে দীর্ঘকাল ধরেই। বাংলাদেশে অস্থিরতা বাড়লে এই চক্রের সক্রিয়তা বাড়ে। এবারেও সেটাই হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিসি নজরদারি বেড়েছে সীমান্তে।  রানাঘাট পুলিস জেলার ধানতলা এবং হাঁসখালি থানার একাধিক জায়গায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন দালালকে। 
রানাঘাটের সীমান্ত লাগোয়া দুই থানা, ধানতলা এবং হাঁসখালিতে মানব পাচার এক প্রকার লেগেই থাকে। মাঝেমধ্যেই পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি নাগরিকদের। মাত্র কয়েকদিন আগেই হাঁসখালি থানা, পিন্টু শেখ এবং মহাম্মদ ইমরানকে এবং ধানতলা থানা ফাহেদ শেখ, মোহাম্মদ মহবুল শেখ এবং এক নাবালককে গ্রেপ্তার করে। ধৃতরা বলেন, রবিবার তাঁরা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এ দেশে ঢুকেছিল। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে কাজ পাচ্ছে না বহু মানুষ। সেই কারণেই কাজের খোঁজে বেআইনি পথে দালালকে টাকা দিয়ে ভারতে ঢুকেছিলেন তাঁরা। জেরা করার সূত্রেই বেশ কয়েকজন ভারতীয় দালালের খোঁজ পান তদন্তকারীরা। সেইমত বুধবার রাতভর চলে অভিযান। ধানতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হাফিজুল মণ্ডল, পিয়ারুল মণ্ডল এবং খাইরুল মণ্ডলকে ও হাঁসখালি থানা এলাকা থেকে হাসানুর মণ্ডল এবং মহসিন মণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিস। ধৃতরা কুলগাছি এবং শিলবেরিয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে এই দেশে লোক আনার কাজ করছে তারা। বৃহস্পতিবার তাদের রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়। 
রানাঘাট পুলিস জেলার অতিরিক্ত সুপার লাল্টু হালদার বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে পুলিস একাধিক অভিযান চালিয়েছে। এবার আমাদের লক্ষ্য দালালরা। তাদের একটি তালিকা তৈরি করতে পেরেছি। পাঁচজনকে গ্রেপ্তার করা গিয়েছে। বাকিরাও খুব শীঘ্রই ধরা পড়বে। কোন পয়েন্ট দিয়ে ওরা এ দেশে লোক ঢোকায়, ওপারের দালালদের সঙ্গে আর্থিক লেনদেন কীভাবে হয়, সেগুলি ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে। যদিও তদন্তকারীদের একটি সূত্র বলছে, তিন হাজার থেকে ৩০ হাজার টাকা, এমনকী কোনও ক্ষেত্রে লক্ষাধিক টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। 
রানাঘাট পুলিস জেলা সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৫০টির বেশি কেস নথিভুক্ত হয়েছে অনুপ্রবেশ নিয়ে। অনুপ্রবেশকারী এবং দালাল মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১৬০ জনকে। এছাড়াও হাসখালি এবং ধানতলা এলাকার বহু মানব পাচার চক্রের কিংপিন ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তার করতেও দ্রুত অভিযান শুরু হবে।
(ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠক পুলিসের। নিজস্ব চিত্র)
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা