বিনোদন

বাংলা মানেই ভালোবাসা

মেরুন রঙের সাউথ সিল্ক শাড়িতে তিনি যখন সাদা গাড়ি থেকে নেমে হাত নাড়লেন, নন্দন চত্বরে সূর্যও যেন লজ্জা পেল। গাড়ি থেকে নেমে সোজা শিশির মঞ্চ। শুক্রবার কলকাতা চলচ্চিত্র উৎসবের সব আলো ছিল তাঁর দিকেই। তিনি বিদ্যা বালন। খোঁপা করা চুলে গজরা রয়েছে তাঁর। চেম্বুরের মেয়ে? ভাবতে অসুবিধা হয়! মানিকতলা কিংবা শ্যামবাজারে বড় হয়েছেন বললে অনায়াসে মেনে নেওয়া যায়। ‘বাংলা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি মন থেকে বাঙালি। বাংলা মানেই ভালোবাসা’, স্পষ্ট বললেন বিদ্যা। 
এদিন বিদ্যা অভিনীত প্রথম ছবি ‘ভালো থেকো’ দেখানো হয় চলচ্চিত্র উৎসবে। পরিচালনা করেছিলেন সদ্য প্রয়াত গৌতম হালদার। তাঁর স্মৃতির উদ্দেশে নীরবতা পালন করে শুরু হয় কথোপকথন। বিদ্যা বলেন, ‘আজ থেকে ঠিক ২১ বছর আগে এই ডিসেম্বরেই ‘ভালো থেকো’র প্রিমিয়ারে কলকাতায় এসেছিলাম। আজ গৌতমদা-চৈতিদির দেওয়া শাড়ি পরে এসেছি।’ ঠিক এইখানে বিদ্যা থামলেন। গলা শুকিয়ে এলো তাঁর। জল খেলেন। শিশির মঞ্চের একটি চেয়ারও তখন খালি নেই। অনেকেই দাঁড়িয়ে শুনছেন সঙ্গীতা দত্তের সঙ্গে তাঁর কথোপকথন।  ‘মঞ্জুলিকা’র কণ্ঠে এ এক অভূতপূর্ব স্মৃতিচারণ। নায়িকা জানালেন, কলকাতায় একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে এসেছিলেন। সেই সময় গৌতমবাবু অভিনেত্রী খুঁজছেন। দীনেশ রাউতের যোগাযোগে বাংলা ছবিতেই বিদ্যার ডেবিউ হয়। প্রথম শট ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। ‘আমার নামের বাংলা উচ্চারণ যে ভিদ্যা নয় বিদ্যা, সেটা প্রথম এখানে এসে জানলাম’, বলছিলেন অভিনেত্রী। সেখান থেকে ‘পরিণীতা’, ‘কাহানি’ পেরিয়ে আজ ‘ভুল ভুলাইয়া ৩’। বিদ্যা বলছিলেন, ‘অনেক কমেডি ছবি করতে চাই। কারণ আমার ওই ধরনের ছবি দেখতে ভালো লাগে। করোনার পর এটা আরও বেশি বুঝেছি।’ 
দর্শকদের চাহিদা, বাংলা বলতে হবে। শুনেই বিদ্যার উত্তর, ‘কী বলব বলুন। আমি গোটা সাক্ষাৎকার বাংলায় দিতে পারি।’ দর্শকদের হাততালিতে তখন কান পাতা দায়। শিশির মঞ্চ থেকে উৎসবের প্রেস কর্নারে এলেন বিদ্যা। কথা শেষ করলেন গান দিয়ে। ‘তোমাতে আমাতে দেখা হয়েছিল’...। 
সোহম কর
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা