Bartaman Patrika
খেলা
 

বাকি দুটি ম্যাচ নক-আউট পর্বের মতো: ভুবি

অ্যাডিলেড, ১৪ জানুয়ারি: সিডনিতে হেরে সিরিজে পিছিয়ে পড়লেও নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস হারাচ্ছেন না ভুবনেশ্বর কুমার। ভারতের তারকা পেসারটি আশ্বস্ত করেছেন, অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান জিতে সিরিজ বাঁচিয়ে রাখার জন্য পূর্ণ শক্তিতে ঝাঁপাবে ভারতীয় দল। তবে ভুবি স্বীকার করে নিয়েছেন, তার জন্য আগের ম্যাচের হতাশা কাটিয়ে আরও অনেক উন্নত পারফরম্যান্স মেলে ধরতে হবে তাঁদের।
অস্ট্রেলিয়ার কাছে মঙ্গলবার হারলেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খোয়াবে ভারত। তবে ভুবনেশ্বরের আশা, পয়া ভেন্যু অ্যাডিলেডে ঘুরে দাঁড়াবে তার দল। এই ভেন্যুতেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল ভারত। সোমবার অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভুবি বলেন, ‘আমাদের কাছে বাকি দুটি ম্যাচ নক-আউট পর্বের মতো। কাজেই আমাদের এই ম্যাচটা কিছুতেই হারা চলবে না। প্রথম ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। এটা খুবই বিরল ঘটনা। আমার বিশ্বাস, অ্যাডিলেডে জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে সর্বশক্তিতে ঝাঁপাবে গোটা দল। মেলে ধরতে হবে আরও ভালো পারফরম্যান্স। নিজেদের সক্ষমতার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।’
যশপ্রীত বুমরাহ বিশ্রামে থাকায় ভারতের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু প্রথম ওয়ান ডে’তে প্রচুর রান দিয়েছেন তিনি। ডেথ ওভারে অজি ব্যাটসম্যানরা হাত খুলে মেরেছেন তাঁকে। ২ উইকেট পেলেও ১০ ওভারে ভুবনেশ্বর ব্যয় করেছেন ৬৬ রান। হতাশ করেছেন তাঁর সঙ্গী পেসার খলিল আহমেদও। তিনি ৮ ওভারে দিয়েছেন ৫৫ রান। এই প্রসঙ্গে ভুবনেশ্বর বলেন, ‘সিডনিতে আমরা প্রথমদিকে ওদের ভালোই আটকে রেখেছিলাম। কিন্তু স্লগ ওভারে সেই চাপ বজায় রাখতে পারিনি। সেই সুযোগ নিয়ে শেষদিকে ওরা অনেক বেশি রান স্কোরবোর্ডে জুড়ে নিয়েছে। তবে এমনটা যে রোজ হবে না, এই প্রতিশ্রুতি আমি এখনই দিয়ে রাখছি।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার সুযোগই পাননি ভুবনেশ্বর। এতগুলো দিন কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলার ফলে তাঁর বোলিংয়ের চেনা ছন্দ নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি। ভুবির কথায়, ‘নিয়মিত না খেলার ফলে আমার বোলিংয়ের ছন্দ খানিকটা হলেও বিনষ্ট হয়েছে। বোলিংয়ের ক্ষেত্রে ম্যাচে বল করার তাৎপর্যই আলাদা। ছন্দে থাকার জন্য নেটে আমি প্রচুর পরিশ্রম করি। তবু কখনও কখনও সবকিছু নিজের ইচ্ছা অনুযায়ী হয় না। সিডনিতে আমি খুব ভালো পারফরম্যান্স না করলেও, অত্যন্ত খারাপ বোলিংও করিনি। যতো ম্যাচ খেলব, ততই আমার বোলিংয়ের ধার বাড়বে।’ সেই সঙ্গে ভুবি বলেছেন, ‘ছন্দে থাকার জন্য আমি সব রকম চেষ্টাই করেছি। টেস্ট সিরিজে সুযোগ না পেলেও যে কোনও ম্যাচে নামানো হতে পারে, এটা ভেবেই বল করেছি নেটে। স্বাভাবিক বোলিংই করে গিয়েছি। নিয়মিত আট-দশ ওভার বোলিং করেছি। কিন্তু ভুললে চলবে না, নেটের সঙ্গে ম্যাচে বল করার অনেক ফারাক রয়েছে।’
টেস্ট সিরিজের সময় তিনি পুরো ফিট ছিলেন না বলেও স্বীকার করেছেন ভুবনেশ্বর কুমার। তিনি বলেন, ‘আমি সুস্থই ছিলাম। কিন্তু নিজেকে একশো শতাংশ ফিট বলছি না। টেস্ট হল পাঁচ দিনের খেলা। টানা পাঁচ দিন ধরে খেলার অবস্থায় ছিলাম কিনা সন্দেহ ছিল নিজেরই। ভালো দিক হল যে আমাদের এমন বোলাররা ছিল যারা ফিট ছিল। ফলে আমি একশো শতাংশ ফিট হওয়ার সময় পেয়েছি।’ ভুবির এই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধছে। একজন আনফিট ক্রিকেটারকে কেন বিদেশ সফরে এতদিন ধরে বয়ে বেড়াল দল, তার কোনও জবাব অবশ্য এখনও দেননি ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচকরা।
এদিকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুঃসময় কাটিয়ে ওঠার প্রথম ধাপ হিসেবে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের দিকে তাকিয়ে রয়েছেন আলেক্স ক্যারি। সোমবার সাংবাদিক সম্মেলনে অজি সহ-অধিনায়ক ক্যারি বলেছেন, ‘শুধু খেলোয়াড় নয়, একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি অস্ট্রেলিয়ার জয় দেখতে চাই। আমাদের কাছে প্রতিটি ম্যাচই বিশেষ কিছু। তবুও বলব, গুরুত্বের দিক থেকে ভারতের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি আমাদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। আমার বিশ্বাস, একটা সাফল্যই গোটা দলের চেহারা বদলে দেবে। সিডনির জয় আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এখন সুবর্ণ সুযোগ রয়েছে সিরিজ জয়ের। কাজেই মঙ্গলবার জিততে পারলে তা দারুণ ব্যাপার হবে। আমরা যদি আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারি, তবে লক্ষ্যপূরণ অসম্ভব নয়।’ উল্লখ্য, ২০১৭ সালের জানুয়ারির পর কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ২৬টি ম্যাচের মধ্যে হেরেছে ১৯টি ম্যাচেই। মঙ্গলবার দীর্ঘ দুই বছরের খরা কাটাতে চায় অ্যারন ফিনচের দল। সেক্ষেত্রে টানা ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হারের পর সাফল্যের মুখ দেখবে অজি বাহিনী।

15th  January, 2019
ড্র করতে গিয়ে ডুবল
স্টিভনের ভারতীয় দল

বিশ্বজিৎ ভট্টাচার্য : খবরটা পেয়ে কিছুটা অবাকই হলাম। এশিয়ান কাপে ব্যর্থ হওয়ার অব্যবহিত পরেই ভারতের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভন কনস্টানটাইন! আমার তো মনে হয় এটার কোনও প্রয়োজনই ছিল না। তাঁর কোচিংয়ে ভারতীয় ফুটবল তো উন্নতি করছে।
বিশদ

16th  January, 2019
জন্মদিনে ভালোবাসায় আপ্লুত চুনী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার প্রবাদপ্রতিম চুনী গোস্বামী ৮২ বছরে পা দিলেন। সকালে তাঁর বাড়িতে ভিড় ছিল অনুগামীদের। সেখানেই ছোট্ট অনুষ্ঠানে চুনী গোস্বামীর জন্মদিন পালন করা হয়। স্ত্রীকে পাশে নিয়ে কেক কাটেন তিনি। স্ত্রী বাসন্তী দেবী তাঁকে কেক খাইয়ে দেন। গত সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চুনী গোস্বামী।
বিশদ

16th  January, 2019
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর আনাসের

 নিজস্ব প্রতিবেদন: এশিয়ান কাপে বিপর্যয়ের পরের দিন ভারতের সেন্টার ব্যাক আনাস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। সোমবার বাহরিনের বিরুদ্ধে ম্যাচে চার মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান আনাস। কেরল ব্লাস্টার্সের এই ডিফেন্ডার বলেন, ‘খুবই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন।
বিশদ

16th  January, 2019
গ্যাব্রিয়েল হেসাসের জোড়া গোল, জয়ী ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার, ১৫ জানুয়ারি: ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে উলভসকে সহজেই হারালেও চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনই কিছু ভাবতে নারাজ ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। ম্যাচের শেষে তিনি বলেন, ‘লিভারপুল এখনও আমাদের থেকে চার পয়েন্টে এগিয়ে রয়েছে। তাই ওদের নিয়ে ভেবে লাভ নেই।
বিশদ

16th  January, 2019
প্রথম ধাপ পেরলেন ডকোভিচ ও সেরেনা

 মেলবোর্ন, ১৫ জানুয়ারি: বিশ্বের একনম্বর নোভাক ডকোভিচ রেকর্ডসংখ্যক সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের দিকে প্রথম ধাপ পেরলেন। মঙ্গলবার রড লেভার এরিনায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩০ নম্বরে থাকা আমেরিকার মিচেল ক্রুগারকে তিনি হারালেন ৬-৩, ৬-২, ৬-২ সেটে। টানা ১৩ বছর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ডকোভিচ।
বিশদ

16th  January, 2019
রোনাল্ডো আসায় জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন চেলিনি

 তুরিন, ১৫ জানুয়ারি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না আসা পর্যন্ত জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। এমনই মনে করেন বিশ্বের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার জিওর্জিও চেলিনি। তিনি এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কখনও বিশ্বাস করিনি যে, রোনাল্ডো গত গ্রীষ্মে জুভেন্তাসে আসবে।
বিশদ

16th  January, 2019
সুনীল-সন্দেশরা সম্মান বাড়িয়েছে: স্টিভন

শারজা, ১৫ জানুয়ারি: এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ভারতের পারফরম্যান্স বাকিদের প্রশংসা আদায় করে নিয়েছে। সোমবার এই মন্তব্য করেন বিদায়ী কোচ স্টিভন কনস্টানটাইন। গ্রুপ-এ’র শেষ ম্যাচে বাহরিনের কাছে হারের পর তিনি বলেন, ‘প্রতিযোগিতার রাউন্ড অব সিক্সটিনে উঠতে পারলাম না।
বিশদ

16th  January, 2019
ভারতীয় মহিলা বক্সিং দলের কোচ আলি কামার

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের মহিলা বক্সিং দলের কোচ হলেন কলকাতার ছেলে মহম্মদ আলি কামার। যিনি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জয়ী বক্সার। ভারতীয় বক্সিংয়ের কনিষ্ঠ কোচ হিসেবে এই দায়িত্ব পেলেন আলি কামার। আগামী দু’মাস পরেই ৩৮ বছর বয়সে পা দেবেন তিনি।
বিশদ

16th  January, 2019
আইসিসি’র নতুন চিফ এক্সিকিউটিভ মনু

 দুবাই, ১৫ জানুয়ারি: আইসিসি’র নতুন চিফ এক্সিকিউটিভ নিযুক্ত হলেন মনু সাহানি। বিশ্বকাপের পর তিনি ডেভিড রিচার্ডসনের স্থলাভিষিক্ত হবেন। আইসিসি’র প্রধান শশাঙ্ক মনোহর বলেছেন, ‘কর্পোরেট জগতে ২২ বছরের অভিজ্ঞতা রয়েছে মনুর।
বিশদ

16th  January, 2019
হার্দিকের সদস্যপদ বাতিল করল খার জিমখানা

 মুম্বই, ১৫ জানুয়ারি: একটি টি ভি শো’য়ে মহিলাদের সম্পর্কে কুমন্তব্যের জেরে এবার খার জিমখানা হার্দিক পান্ডিয়ার সাম্মানিক সদস্যপদ বাতিল করল। তিন বছরের জন্য হার্দিককে সদস্যপদ দিয়েছিল খার জিমখানা ক্লাব।
বিশদ

16th  January, 2019
দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জিতল ভারত 

অ্যাডিলেড, ১৫ জানুয়ারি: ফিনিশার ধোনির প্রত্যাবর্তন দেখল অ্যাডিলেড। বিরাট কোহলির দুরন্ত শতরান ও ধোনির অর্ধশতরানের উপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। বিরাট কোহলি ১০৪ রানে প্যাভিলিয়নে ফিরলেও ৫৫ রানে অপরাজিত থাকলেন ধোনি।  বিশদ

15th  January, 2019
বাহরিনের কাছে হেরে বিদায় ভারতের
বাহরিন-১   : ভারত-০
(জামাল রশিদ-পেনাল্টি)

 আবু ধাবি, ১৪ জানুয়ারি: সোমবার এএফসি এশিয়ান কাপে গ্রুপ-এ’র তৃতীয় ম্যাচে বাহরিনের বিরুদ্ধে হেরে বিদায় নিল ভারত। এর ফলে তিন ম্যাচে তিন পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান পেলেন সুনীল ছেত্রী-সন্দেশ ঝিংগানরা। এই গ্রুপ থেকে সরাসরি শেষ ষোলোয় উন্নীত হল সংযুক্ত আরব আমিরশাহি এবং থাইল্যান্ড।
বিশদ

15th  January, 2019
 আজ সিরিজ বাঁচানোর লড়াই কোহলিদের

 অ্যাডিলেড, ১৪ জানুয়ারি: সিরিজ বাঁচিয়ে রাখার অগ্নিপরীক্ষায় নামছে ভারত। সিডনিতে হারের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া কোহলি ব্রিগেড। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে আশা টিকিয়ে রাখতে গেলে জেতা ছাড়া কোনও উপায় নেই।
বিশদ

15th  January, 2019
লিড নিয়েও হার ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগের খেতাব নির্ধারণে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হেরে গেল ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে আলেজান্দ্রোর দলকে হারিয়ে আই লিগ খেতাব জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল চেন্নাই সিটি এফসি।
বিশদ

15th  January, 2019

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ায় দীর্ঘদিন ধরে নিকাশি নালা সংস্কার না হওয়ায় ওই নালা উপচে রাস্তা দিয়ে নোংরা জল বইছে। এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যা চলে আসায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।   ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে ব্রিগেডগামী বাসের ধাক্কায় আহত হলেন বিধাননগর পুলিসের গোয়েন্দা প্রধান। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। তবে আঘাত গুরুতর নয়। ...

সংবাদদাতা, লালবাগ: সব্জি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে জিয়াগঞ্জ সদর ঘাট সংলগ্ন সব্জি বাজারের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ৬০০০বর্গ ফুটের ছাদ ঢালাই করতে ৫০লক্ষ টাকা খরচ হবে বলে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা সূত্রে জানা গিয়েছে।  ...

মেক্সিকো, ১৯ জানুয়ারি (এএফপি): শুক্রবার মধ্য মেক্সিকোয় তেল চুরি করতে গিয়ে পাইপলাইনে বিস্ফোরণে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭১ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালতি ও ক্যান নিয়ে স্থানীয়রা পাইপ থেকে গ্যাসোলিন চুরি করছিলেন। সেই সময়ে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় কার শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু
১৯৭২: নতুন রাজ্য হল অরুণাচল প্রদেশ ও মেঘালয়
১৯৯৩: মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৯০.৭৪ টাকা ৯৪.০১ টাকা
ইউরো ৭৯.৬৬ টাকা ৮২.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
19th  January, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩২, ৮১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১, ১৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১, ৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯, ২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯, ৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ মাঘ ১৪২৫, ২০ জানুয়ারি ২০১৯, রবিবার, চতুর্দশী ১৯/৫১ দিবা ২/১৯। নক্ষত্র- আর্দ্রা ৪/২১ দিবা ৮/৭ পরে পুনর্বসু ৫৭/২৯ শেষরাত্রি ৫/২২, সূ উ ৬/২২/৫২, অ ৫/১২/১০, অমৃতযোগ দিবা ৭/৬ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৬/৫৭ গতে ৮/৪৩ মধ্যে। বারবেলা ঘ ১০/২৬ গতে ১/৮ মধ্যে, কালরাত্রি ঘ ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
৫ মাঘ ১৪২৫, ২০ জানুয়ারি ২০১৯, রবিবার, চতুর্দশী ১/৪২/২৩। আর্দ্রানক্ষত্র ৭/৩৪/১২। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/৯/৩৫, অমৃতযোগ দিবা ঘ ৭/৭/৫৫ থেকে ঘ ৯/৫৯/৪৯ মধ্যে এবং রাত্রি ৬/৫৫/৩৮ থেকে ৮/৪১/৪১ মধ্যে। বারবেলা ১০/২৬/৪১ থেকে ১১/৪৭/১৬ মধ্যে, কালবেলা ১১/৪৭/১৬ থেকে ১/৭/৫৫ মধ্যে, কালরাত্রি ১/২৬/৪১ থেকে ঘ ৩/৬/৬ মধ্যে। 
 
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রেমে সফলতা। বৃষ: অগ্নিবিদ্যুৎ থেকে সতর্ক হওয়া প্রয়োজন। মিথুন: বিদ্যার্জনে শুভ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু১৯৭২: নতুন রাজ্য ...বিশদ

07:03:20 PM

দিনহাটায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত ১ 

03:22:34 PM

হিমাচলের কেলং ভ্যালিতে ব্যাপক তুষারপাত 

03:21:00 PM

হায়দরাবাদে বিমানবন্দর থেকে ৬৬ লক্ষ টাকার সোনার বাট সহ গ্রেপ্তার ১ 

03:17:00 PM

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বিস্ফোরণ, মৃত ৩ 

03:03:00 PM