Bartaman Patrika
বিদেশ
 

আতঙ্কে কাঁপছে কলম্বো! 

মৃণালকান্তি দাস: শ্রীলঙ্কায় মুসলিম, খ্রিস্টান বৈরিতা নেই। দ্বীপ দেশের এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈরিতা বা বিবাদ যা আছে, তা মূলত সংখ্যালঘু সিংহলি বৌদ্ধদের সঙ্গে। শ্রীলঙ্কায় খ্রিস্টান এবং মুসলিমরা কখনও পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ায়নি, তাদের মধ্যে সম্পর্কটা শত্রুতারও নয়। তাহলে কারা করল, কেন করল এমন বর্বরোচিত হামলা? জবাব এল, জঙ্গিগোষ্ঠী আইএস নিজেই। নিজস্ব সংবাদসংস্থা আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে শ্রীলঙ্কায় চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শ্রীলঙ্কার গোয়েন্দারা শুরু থেকেই ‘ন্যাশনাল তৌহিদ জামাত’ (এনটিজে) নামে একটা মুসলিম মৌলবাদী সংগঠনকে এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করে আসছে। প্রায় সবাই একমত, এমন একটি হামলা স্থানীয়ভাবে পরিকল্পনা করে করা সম্ভব নয়। এই হামলার ইন্ধন এসেছে বাইরে থেকে। এনটিজেকে ইসলামিক স্টেট বা আইএসেরই একটি শাখা সংগঠন বলে মনে করা হয়। অনেকেই বলছিল, কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণটা আসলে আইএসের কাজ। নিজেদের ‘শ্রীলঙ্কা শাখা’র সঙ্গে হাত মিলিয়েই এই কাণ্ড ঘটিয়েছে তারা। ঘটনার তিনদিন পর ২৩ এপ্রিল শ্রীলঙ্কা বলছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালানোর ঘটনার প্রতিশোধ নিতেই কলম্বোয় ইস্টার সানডে উদযাপনের সময় একের পর এক বোমা হামলা চালানো হয়। শ্রীলঙ্কার পার্লামেন্টে এক অধিবেশনে দেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে এই মন্তব্যও করেন।
এর মাধ্যমে এক নতুন মাত্রা পেল এই ঘটনা। ক্রাইস্টচার্চের বদলা কি না, তা তদন্তেই প্রমাণিত হবে। তবে নানাদেশে জঙ্গি হামলার ধরন থেকে এটা বোঝা যায়, প্রায় সব জঙ্গি আক্রমণেরই একটি বহুজাতিক চরিত্র থাকে। আবার সন্ত্রাস আর জঙ্গিবাদের বহুজাতিক চরিত্র থাকলেও এগুলো প্রকৃতপক্ষে পরিচালিত হয় স্থানীয়ভাবে। সন্ত্রাসের গডফাদাররা স্থানীয় রাজনীতির সুযোগ নেয়। শাসনব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে দুর্বলতা থাকলে, ধর্মভিত্তিক রাজনীতির হিংসাত্মক আদর্শ দ্রুতই জায়গা নিয়ে নিতে পারে। উদ্বেগ প্রকাশ করে লিখেছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। লিখেছেন, শ্রীলঙ্কায় তিন দশকের গৃহযুদ্ধের সমাপ্তি হয়েছে ২০০৯-এ। কিন্তু এই দশ বছরে তারা বহুত্ববাদের পথ ধরে এগতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে। শ্রীলঙ্কার ইতিহাসে জাতিগত ও সাম্প্রদায়িক অসহিষ্ণুতা নতুন ঘটনা নয়। তিন দশকের গৃহযুদ্ধে আত্মঘাতী বোমা হামলার সঙ্গেও বারবার পরিচিতি ঘটেছে মানুষের। গত দশ বছরে একাধিকবার সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে বৌদ্ধদের সঙ্গে খ্রিস্টান ও মুসলিমদের। ইস্টার সানডের দিনে চার্চ ও পাঁচতারা হোটেলে সিরিজ বোমা হামলা প্রমাণ করে কালক্রমে এই সাম্প্রদায়িকতা এবং বিরোধের পথ জঙ্গিবাদের দিকে প্রশস্ত হয়েছে। ভয়টা সেখানেই!
ইস্টার সানডে’তে চালানো সিরিজ আত্মঘাতী বোমা হামলার মূল হোতাকে নিয়ে। জানা গিয়েছে, ঘটনার মূল হোতা জাহরান হাশেমি আবার মহম্মদ কাশিম মহম্মদ জাহরান নামেও পরিচিত। আমাক নিউজ এজেন্সি খ্যাত আইএস’র প্রচারমাধ্যমে প্রকাশিত ছবিতে সাত আত্মঘাতী হামলাকারীর সঙ্গে একমাত্র হাশেমিকে মুখখোলা অবস্থায় দেখা গিয়েছে। তাকেই হামলার মূল হোতা বলে দাবি করেছে ‘আমাক’। তৌহিদ জামাত নামে পরিচিত একটি স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা হাশেমি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে নিজের সম্প্রদায়ের মধ্যে বিতর্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হাশমি। অন্য মুসলিমদের বিরুদ্ধে উস্কানি দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। আইএসপন্থী সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টের মাধ্যমে গত কয়েক বছরে অমুসলিমদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়ে হাজার হাজার অনুসারী জোগাড় করেছে হাশেমি। শ্রীলঙ্কার মুসলিম কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিলমি আহমেদ দ্য টেলিগ্রাফকে বলেছেন, হাশেমির উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে তিন বছর ধরে প্রশাসনের কর্তাদের সতর্ক করে আসছিলেন তিনি। হাশেমি তার কোরান শিক্ষা ক্লাসে তরুণদের উগ্রবাদে আকৃষ্ট করছিল বলেও জানিয়েছিলেন তিনি। হিলমি দাবি করেন, ঘৃণাবাদী বক্তব্য সম্বলিত তার সবগুলো ইউটিউব ভিডিও ভারত থেকে আপলোড করা হয়েছে। চেন্নাই অথবা বেঙ্গালুরুতে তার ঘাঁটি রয়েছে।
কোনও প্রমাণ ছাড়াই ‘আমাক’-এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। পরে এক ভিডিওতে আট হামলাকারীর ছবি প্রকাশ করে সাত হামলাকারীর হামলার বিবরণ প্রকাশ করা হয়। ভিডিও বার্তায় ইংরেজি ভাষায় যে সাব টাইটেল দেওয়া হয়, সেখানে লেখা ছিল: ‘হে ক্রুসেডারগণ...এই রক্তাক্ত দিনটি তোমাদের জন্য আমাদের পুরস্কার।’ এর পাশাপাশি সেখানে ২১/৪ এর উল্লেখ ছিল, যা ছিল ওই হামলার তারিখ (২১ এপ্রিল)। বিভিন্ন প্রপাগান্ডা ভিডিওতে খ্রিস্টান ও পশ্চিমী বিশ্বকে গালাগালি দিতে গিয়ে প্রায়ই ‘ক্রুসেডার’ শব্দটি ব্যবহার করে থাকে আইএস। ভিডিওতে আরবি ভাষায় দেওয়া একটি বার্তার অডিও ক্লিপও যুক্ত করা আছে। বার্তাটি নিহত আইএস মুখপাত্র আবু মহম্মদ আল আদনানির দেওয়া সতর্কবার্তা। সেখানে আদনানি বলেছিল: ‘অবিশ্বাসীদের দুর্গে বিস্ফোরণ চালাতে প্রতিটি জায়গায় (পর্বত ও উপত্যকায়) আমাদের সেনারা রয়েছে।’ ওই অডিও ক্লিপের পাশাপাশি আদনানির একটি ছবিও স্ক্রিনে ভেসে উঠতে দেখা গিয়েছে। আর তার নীচে তামিল ভাষায় তার নাম ও পদ উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালের আগস্টে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত হয় আদনানি। ভিডিওতে আদনানির অডিও ক্লিপটি শেষ হওয়ার পর শ্রীলঙ্কান তামিল ভাষায় উচ্চারিত একটি কণ্ঠস্বর শোনা যায়। আর সাবটাইটেল দেওয়া হয়েছে আরবি ভাষায়। সেখানে বলা হয়েছে: ‘আমাদের সেনারা সর্বত্র অবস্থান করবে। সরকারের ক্যাসেলগুলো যা কি না কেবল দমন-পীড়নকে অনুমোদন করে, সেখানে বোমা ফেলব আমরা।’ তামিল ভাষায় ব্যবহৃত ক্যাসেল শব্দটিকে ভাষান্তরিত করলে অর্থ দাঁড়ায়: যে সরকারি ভবনে বিধি-বিধান তৈরি করা হয়। এরপর ভিডিওতে একে একে আট ব্যক্তির ছবি উপস্থাপন করা হয়। প্রত্যেকেই আইএসের প্রতীক হিসেবে ব্যবহৃত কালো পতাকার সামনে পোজ দিয়েছে। ছবির পাশাপাশি প্রত্যেকের ডাক নাম প্রকাশ করা হয়েছে। আইএসের আনুষ্ঠানিক বিবৃতিতেও সেই একই নাম উল্লেখ করা হয়েছে। নামগুলো হল: আবু উবাইদা, আবুল মুখতার, আবুল খলিল, আবুল মুখতার, আবু হামজা, আবুল বারা, আবু মহম্মদ ও আবু আব্দিল্লাহ।
আরবি ও সিংহলি ভাষায় প্রকাশিত আমাক-এ প্রকাশিত আইএস’র ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ওই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে সাত আত্মঘাতী হামলাকারীর হামলার বিবরণ হাজির করা হয়েছে। তাদের দাবি, কলম্বোর কোচিচিকাদের সেন্ট অ্যান্টনি চার্চে আত্মঘাতী হামলা চালায় আবু হামজা। নোগোম্বো শহরে সেন্ট সিবাস্তিয়ান চার্চে হামলা চালায় আবু খলিল। বাট্টিচালোয়ার জিওন চার্চে আবু মহম্মদ তৃতীয় বিস্ফোরণটি ঘটায়। এছাড়া আবু উবাইদা, আবু বারা ও আবু মুখতার চিন্নামোন শহরের সাংগ্রি লা হোটেল ও কলম্বোর কিংসবারি হোটেলে কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এছাড়া আবদুল্লাহ পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাদের তিনজনকে হত্যা করে বলেও আইএস দাবি করেছে। তবে বিবৃতিতে মুখ খোলা ব্যক্তির হামলা প্রসঙ্গে কোনও কিছু বলা হয়নি। তাকে শুধু এই হামলার মূল হোতা বলে দাবি করা হয়েছে।
ইরাক এবং সিরিয়ায় আইএসের প্রাথমিক সাফল্য দেশে দেশে মুসলিম তরুণ-তরুণীদের উৎসাহিত করেছিল এই জঙ্গিদের দলে যোগ দিতে। শুধু মুসলিম দেশ থেকে নয়, ইউরোপীয় অমুসলিম দেশের মুসলিম তরুণ-তরুণীও যোগ দিয়েছিল দলে দলে। সেইসময় শ্রীলঙ্কা থেকেও আইএসে যোগ দেওয়ার দৃষ্টান্ত আছে। ইরাক এবং সিরিয়ায় পরাজয়ের পর আইএস নেতৃত্ব এখন যেখানে সম্ভব, সেখানেই তার অবস্থান জানান দিতে কোনও নির্দিষ্ট দেশ বা এলাকা নয়, নানা দেশকে বেছে নিতে পারে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে। কলম্বো তারই উদাহরণ মাত্র।  ফাইল ছবি 

30th  April, 2019
ট্রাম্পবিরোধী খবর: পুলিৎজার পেল নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের বিরুদ্ধে পৃথক পৃথক তদন্তমূলক প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার পেল দি নিউ ইয়র্ক টাইমস এবং দি ওয়াল স্ট্রিট জার্নাল। জানা গিয়েছে, কর ফাঁকি দিয়ে ট্রাম্প পরিবার কীভাবে বিপুল সম্পত্তির মালিক হয়েছে, তা নিয়ে তথ্যানুসন্ধান ভিত্তিক রিপোর্ট লেখার জন্য সাংবাদিকতা জগতের অন্যতম মর্যাদাকর এই পুরস্কার পেয়েছে দি টাইমস। 
বিশদ

30th  April, 2019
বিড়ম্বনায় বক্সার সাদাফ 

প্রীতম দাশগুপ্ত: ২০১৬ সালের রিও ওলিম্পিক্স। তাইকোন্ডোতে ব্রোঞ্জ জিতে দুনিয়াকে চমকে দিলেন ১৮ বছরের ইরানি তরুণী কিমিয়া আলিজেডা। রীতিমতো হিজাব পরে সেদিন লড়াইয়ের ময়দানে নেমেছিলেন কিমিয়া।  
বিশদ

30th  April, 2019
সাদা বাড়িটা এত ভয়ানক!
বিশ্বাসই হচ্ছে না মাহাওয়েলা গার্ডেন্স এলাকার বাসিন্দাদের 

শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলাকারীদের মধ্যে একজন মহিলা জঙ্গিও রয়েছে। দাবি ভারতের গোয়েন্দাদের। ওই মহিলার নাম ফাতিমা ইব্রাহিম। সে শ্রীলঙ্কার কোটিপতি ব্যবসায়ী ইনসাফ আহমদ ইব্রাহিমের স্ত্রী।  
বিশদ

30th  April, 2019
বৌদ্ধ মন্দিরগুলিতে বিস্ফোরণের ছক কষছে এনটিজে, সন্দেহভাজন মহিলার খোঁজে জোর তল্লাশি
শ্রীলঙ্কা পুলিসের আইজিকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট সিরিসেনা

কলম্বো, ২৯ এপ্রিল (পিটিআই): নতুন করে রক্তাক্ত হতে পারে শ্রীলঙ্কা। ভক্তের ছদ্মবেশে শ্রীলঙ্কার বৌদ্ধ মন্দিরগুলিতে হামলার ছক কষছে এক মহিলা হামলাকারী। সোমবার পুলিস সূত্রে এমনই তথ্য সামনে এসেছে। ইস্টার রবিবারে একাধিক হোটেল ও গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। হামলার একদিন পরেই দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস।
বিশদ

30th  April, 2019
শ্রীলঙ্কা: বিস্ফোরক খোঁজার জন্য পোষ্য পাঁচ কুকুরকে সেনার হাতে তুলে দিলেন অধ্যাপক

 কলম্বো, ২৯ এপ্রিল (পিটিআই): ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কাজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিস ও নিরাপত্তাবাহিনী। কোথাও কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খুঁজে বার করতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়েও চলছে অভিযান। এই তল্লাশি অভিযানে সেনার পাশে দাঁড়াতে এগিয়ে এলেন এক মহিলা।
বিশদ

30th  April, 2019
প্রকাশ্যে মুখ ঢাকা যাবে না শ্রীলঙ্কায়, কড়া নিরাপত্তার আবহে নয়া পদক্ষেপ সরকারের

 কলম্বো, ২৯ এপ্রিল (পিটিআই): ইস্টার রবিবারে ধারাবাহিক বিস্ফোরণের পর থেকে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে মরিয়া শ্রীলঙ্কা সরকার। এবার থেকে কেউ আর প্রকাশ্যে মুখ ঢেকে রাখতে পারবেন না বলে নির্দেশ জারি করলেন প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা।
বিশদ

30th  April, 2019
বাংলাদেশে আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিল দুই সন্দেহভাজন জঙ্গি

 ঢাকা, ২৯ এপ্রিল (পিটিআই): মহম্মদপুর এলাকায় বাংলাদেশের জঙ্গিদমন শাখার অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিল দুই সন্দেহভাজন জঙ্গি। নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়ে ঢাকার উপকণ্ঠে মহম্মদপুরের বাসিলা এলাকায় টিনের ছাউনি দেওয়া একটি একতলা বাড়ি ঘিরে ফেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বিশদ

30th  April, 2019
 ভারত-পাক আলোচনা ফের শুরু করার উপর জোর দিল চীন

 বেজিং, ২৮ এপ্রিল (পিটিআই): ভারত-পাক সম্পর্কের উন্নয়ন ও থমকে যাওয়া আলোচনা ফের শুরু করার জোর দিল চীন। রবিবার বেজিংয়ে বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠক দক্ষিণ এশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 
বিশদ

29th  April, 2019
শ্রীলঙ্কায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম ইস্টার হামলার মাস্টারমাইন্ডের বাবা, দুই ভাই
আত্মঘাতী তিন জঙ্গিকে নিজেদের সদস্য বলে দাবি আইএসের

কলম্বো, ২৮ এপ্রিল (পিটিআই): নিরাপত্তাবাহিনীর তল্লাশির সময় যে তিন জঙ্গি নিজেদের উড়িয়ে দিয়েছিল, তারা সকলেই আইএসের সদস্য। রবিবার জঙ্গি সংগঠনের তরফে এমনই দাবি করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।
বিশদ

29th  April, 2019
 বেআইনিভাবে বাস করছে বহু পাকিস্তানি, নিষেধাজ্ঞা জারি করল ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন, ২৮ এপ্রিল: পাকিস্তানের অনেক নাগরিক বেআইনিভাবে ঢুকেছিল আমেরিকায়। অনেকে আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে গিয়েছে সেই দেশে। এইসব পাক নাগরিককে চিহ্নিত করে স্বদেশে পাঠাতে উদ্যোগী হয়েছে আমেরিকা। কিন্তু পাকিস্তান তাদের ফেরত নিতে চাইছে না।
বিশদ

29th  April, 2019
 ফের রক্তাক্ত শ্রীলঙ্কা
সেনা অভিযানে নিহত
আত্মঘাতী জঙ্গিসহ ১৫ জন

  কলম্বো, ২৭ এপ্রিল (পিটিআই): নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে শনিবার শ্রীলঙ্কায় মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। নিহতদের মধ্যে ছয় শিশু এবং তিনজন মহিলাও রয়েছেন। পুলিস জানিয়েছে, জঙ্গিদমন অভিযান চালাতে গিয়েই এদিন প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী।
বিশদ

28th  April, 2019
দলের সিদ্ধান্ত অমান্য করে এক সাংসদের শপথ, বিপাকে বিএনপি

ঢাকা, ২৬ এপ্রিল: দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সাংসদ জাহিদুর রহমান। আরও কয়েকজন শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জল্পনা তুঙ্গে। বিএনপির সূত্রের খবর, খালেদা জিয়াকে জেলে রেখে দলীয় সাংসদের আকস্মিক শপথ নেওয়ার ঘটনায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ। এটি দলের নীতিনির্ধারকদেরও অস্বস্তিতে ফেলেছে।
বিশদ

27th  April, 2019
প্রতিরক্ষা সচিবের পর এবার ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিলেন পুলিস প্রধান
শ্রীলঙ্কায় জঙ্গি হানা, বিস্ফোরণে হত এনটিজে প্রধানও: সিরিসেনা

কলম্বো, ২৬ এপ্রিল (পিটিআই): প্রতিরক্ষা সচিবের পর এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার পুলিস প্রধান পুজিথ জয়সুন্দরও। কলম্বোয় ইস্টারের রবিবারে ভয়ঙ্কর জঙ্গি হামলায় সরকার ও পুলিস প্রশাসনের চরম গাফিলতি ছিল বলে আগেই স্বীকার করেছিলেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা।
বিশদ

27th  April, 2019
 ছিন্ন-ভিন্ন দেহাবশেষ গুনতে ভুল হয়েছে, জানাল শ্রীলঙ্কা

 কলম্বো, ২৬ এপ্রিল (পিটিআই): শ্রীলঙ্কায় ভয়ঙ্কর জঙ্গি হামলায় মৃতের সংখ্যা একঝটকায় কমে যাওয়ার নেপথ্যে বিস্ফোরণের বিভৎসতাকেই দায়ী করলেন শ্রীলঙ্কা প্রশাসনের আধিকারিকরা। তাঁদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু মানুষের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। তাই প্রাথমিকভাবে দেহগুলি গুনতে গিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। 
বিশদ

27th  April, 2019

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, পূর্বস্থলী: তীব্র দাবদাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে পূর্বস্থলীর আম। বাগান থেকে জাগ ভাঙা আম ট্রাকবোঝাই করে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। অন্যদিকে এবারও পূর্বস্থলীতে তিনদিন ধরে আম উৎসব ও মেলা হবে। পূর্বস্থলী থানার মাঠে আগামী ২ জুন রবিবার আম ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোট শেষ হয়ে গিয়েছে গত ৬ এপ্রিল। কিন্তু, এখনও হাওড়া জেলায় ভোটের চুলচেরা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত জেলা তৃণমূল নেতৃত্ব। কোন বিধানসভা এলাকা থেকে কত লিড আসবে বা কোন বিধানসভা কেন্দ্রে ফল খারাপ হতে পারে, তা নিয়ে ব্লক ...

 রোম, ১৪ মে: বয়স ৩৭, ঝুলিতে রয়েছে ২০টি গ্র্যান্ডস্ল্যাম খেতাব। রজার ফেডেরার এখনও টেনিস উপভোগ করছেন। তিনি আরও ম্যাচ খেলতে চান। মে মাসের শেষে ফরাসি ...

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে ভাবনা-চিন্তা করে বিষয় নির্বাচন করলে ভালো হবে। প্রেম-প্রণয়ে বাধাবিঘ্ন থাকবে। কারও সঙ্গে মতবিরোধ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৫৯: নোবেলজয়ী ফরাসি পদার্থ বিজ্ঞানী পিয়ের কুরির জন্ম
১৯০৫: কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৬৭: অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬৫ টাকা ৭১.৩৪ টাকা
পাউন্ড ৮৯.৭৪ টাকা ৯২.৯৯ টাকা
ইউরো ৭৭.৭৩ টাকা ৮০.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৮১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,১৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১৩/৫৮ দিবা ১০/৩৬। উত্তরফাল্গুনী ৫/৩৯ দিবা ৭/১৬। সূ উ ৫/০/৩৬, অ ৬/৫/১৮, অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/৭ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/১৩ মধ্যে। রাত্রি ৬/৪৯ গতে ৯/০ মধ্যে পুনঃ ১/২২ গতে উদয়াবধি, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৮ মধ্যে।
৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১০/৫১/২১ দিবা ৯/২১/২২। উত্তরফাল্গুনীনক্ষত্র ৩/২৩/৩৫ দিবা ৬/২২/১৬ পরে হস্তানক্ষত্র ৫৯/৫৮/৫১, সূ উ ৫/০/৫০, অ ৬/৬/৪২, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে ও ১/৪৭ গতে ৫/২০ মধ্যে এবং রাত্রি ৯/৪৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে, বারবেলা ১১/৩৩/৪৬ গতে ১/১২/১ মধ্যে, কালবেলা ৮/১৭/১৮ গতে ৯/৫৫/৩২ মধ্যে, কালরাত্রি ২/২৭/১৮ গতে ৩/৩৯/৪ মধ্যে। 
৯ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: সৎ পরামর্শ মতো চললে ভালো হবে। বৃষ: বুঝে শুনে বিনিয়োগ করলে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম১৮৫৯: নোবেলজয়ী ফরাসি ...বিশদ

07:03:20 PM

বন্ধ হলদিয়া বন্দর 
শ্রমিক বিক্ষোভে স্তব্ধ হয়ে হলদিয়া বন্দর। বন্দর বন্ধ হওয়াতে অচলাবস্থা ...বিশদ

10:17:37 PM

এমন নির্বাচন কমিশন জম্মে দেখিনি: মমতা
বিজেপি যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। এমন নির্বাচন কমিশন ...বিশদ

09:22:00 PM

 অমিত শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: মমতা

09:17:27 PM

জরুরী সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী 

09:16:21 PM