গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ পাওয়ার সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ
আয়াখসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে রিয়াল কোচের মন্তব্য, ‘গত তিনবার আমরা ইউরোপ সেরা হয়েছি। তাই সমর্থকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আয়াখস খুবই সংগঠিত দল। ডাচ লিগে ওরা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। আপফ্রন্টে ধারাবাহিকভাবে গোল পাচ্ছে ট্যাডিচ। গত ১২টি ম্যাচে ১১বার লক্ষ্যভেদই তার প্রমাণ। তবে আমরা যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি। অ্যাওয়ে ম্যাচে দুর্গ অটুট রাখা রিয়ালের প্রথম লক্ষ্য। প্রথম ১৫-২০ মিনিটের মধ্যে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বুঝে নিতে হবে।’ বলা বাহুল্য, গোলের জন্য ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমার দিকেই তাকিয়ে থাকবেন কোচ সোলারি।
আয়াখসের ডিফেন্ডার ড্যালে ব্লাইন্ড এদিন জানিয়েছেন, ‘আমরা খেলতে নামছি গত তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের বিরুদ্ধে। মরশুমের শুরুতে নড়বড়ে থাকলেও রিয়াল মাদ্রিদ এখন নিজেদের গুছিয়ে নিয়েছে। ভিনিসিয়াসের অন্তর্ভুক্তি এর বড় কারণ। উইং দিয়ে যেভাবে ও বিপক্ষ রক্ষণ ভাঙতে পছন্দ করে তা অবশ্যই প্রশংসনীয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে। কোনওভাবেই ওদের বাড়তি জায়গা দেওয়া চলবে না।’ এখনও পর্যন্ত ইউরোপিয়ান সার্কিটে মোট ১২বার মুখোমুখি হয়েছে আয়াখস ও রিয়াল মাদ্রিদ। এরমধ্যে স্প্যানিশ ক্লাবটি জিতেছে সাতবার। ড্র একটি ম্যাচে। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।
আয়াখসের সম্ভাব্য প্রথম একাদশ: ওনানা, মাজরাউলি, ব্লাইন্ড, ডে লিগট, টাগলিয়াফিকো, স্কোন, ডে জং, ফন ডি বিক, নেরেস, ট্যাডিচ ও জিয়েক।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ: কোর্তোয়া, কার্ভাহাল, ভারানে, র্যামোস, রেগুইলন, কাসেমিরো, মডরিচ, ক্রুজ, লুকাস ভাসকুয়েজ, করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।