বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
এদিন বিধানসভায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল পাশ হয়েছে। একজন ডাক্তারই কোনও ক্লিনিকে চিকিৎসা করলে তাঁকে ওই আইন থেকে ছাড় দেওয়ার ক্ষেত্রে সুযোগ আরও বাড়ানো হয়েছে। চিকিৎসার স্বার্থে রোগীদের ইসিজি, টিকাকরণ সহ বেশ কিছু পরীক্ষা করাতে ওই ডাক্তারদের সুবিধা হবে। বিরোধীরা অভিযোগ করেন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন তৈরি হলেও এটির প্রয়োগ সেভাবে হচ্ছে না। সাধারণ মানুষকে এই আইনের ব্যাপারে সচেতন করার জন্য এটতে যে সব ব্যবস্থা আছে, তার বাংলা অনুবাদ চিকিৎসা প্রতিষ্ঠানে লিখে রাখার প্রয়োজন আছে।
ডোমিসাইল বি: রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির ব্যাপারে ‘ডোমিসাইল বি’ ব্যবস্থা থাকার সমস্যটি নিয়ে বিধানসভায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, এতে রাজ্যের ছাত্রদের ক্ষতি হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে এব্যাপারে সরকারি হস্তক্ষেপের দাবি করেন তিনি। প্রসঙ্গত, ডোমিসাইল বি ফর্ম পূরণ করে রাজ্যের বাসিন্দ না হওয়া সত্বেও রাজ্যের ৮৫ শতাংশ কোটায় ‘নিট’ পরীক্ষায় উত্তীর্ণরা এখানকার সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান বলে অভিযোগ আছে। ছাত্র ভিন রাজ্যে থাকলেও তার বাবা- মা অথবা একজন এই রাজ্যের বাসিন্দা হলেই ডোমিসাইল বি ফর্ম পূরণ করে মেডিক্যালে কলেজগুলিতে ভর্তির সুযোগ মেলে। এনআরএসে গোলমালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরও এই ব্যবস্থা বন্ধ করেনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। ভিন রাজ্যের বাসিন্দাকেও ঘুর পথে ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগে এসইউসি-র ছাত্র সংগঠন আন্দোলনেও নেমেছে। এদিন বিধানসভায় সুজনবাবু আরও বলেন, আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য রাজ্য মন্ত্রিসভা ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিলেও এখনও এব্যপারে কোনও নির্দেশিকা জারি হয়নি। ফলে সরকারি আধিকারিকরা প্রয়োজনীয় সার্টিফিকেট ইস্যু করতে পারছেন না। এখন কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে। নির্দেশিকা জারি না হলে চলতি শিক্ষাবর্ষে সংরক্ষণের সুবিধা মিলবে না।