Bartaman Patrika
রাজ্য
 
 

 জগন্নাথদেবের ৫৬ ভোগ। নদীয়ার মায়াপুরে তোলা সমর বিশ্বাসের ছবি

নির্দিষ্ট জায়গা থেকে কিনতে বাধ্য করার অভিযোগ
সরকারি আদেশ ছাড়াই বিআইটি সহ
কয়েকটি পলিটেকনিকে পোশাকবিধি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোশাকবিধি নিয়ে অসন্তোষ বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বিআইটি)। কারিগরি শিক্ষা দপ্তরের কোনও নির্দেশিকা নেই। তবুও বছর বছর পড়ুয়াদের ইউনিফর্ম কিনতে বাধ্য করা হয়। অভিযোগ, যে কোনও দোকান নয়, বিটি রোডের কাছে একটি নির্দিষ্ট দোকান থেকেই কিনতে হয় পোশাক। আর এর পিছনে নাকি কাটমানির খেলাও চলে। কর্মী এবং ছাত্রনেতাদের একাংশ এর থেকে লাভবান হয়। কিন্তু এ নিয়ে কেউই মুখ খুলতে নারাজ।
কলকাতার কোনও সরকারি পলিটেকনিক কলেজে ইউনিফর্ম নেই। কিন্তু ব্যতিক্রম বিআইটি। আকাশি রংয়ের ফুলহাতা জামা এবং কালো ফুলপ্যান্ট ইউনিফর্ম হিসেবে পরতে হবে, তা একটি অর্ডার হিসেবে কলেজ বের করেছে। কিন্তু তাতে কারও স্বাক্ষর নেই। অভিযোগ, ছাত্রছাত্রীরা ভর্তির পরই সিনিয়রদের একাংশ সাফ জানিয়ে দিয়েছে, কোন দোকান থেকে তা বানাতে হবে। ৩৩০০-৩৫০০ টাকা নেওয়া হচ্ছে। ব্লেজার এবং টাইও গছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বহু গরিব ছাত্রছাত্রী টিউশন ফি ওয়েভার (টিএফডব্লু) অর্থাৎ, ফি মকুবের সুবিধা নিয়ে পড়তে আসেন। তাঁদের কাছে ইউনিফর্মের জন্য এত টাকা খরচ স্রেফ বিলাসিতা ছাড়া কিছুই নয়। কিন্তু কান্নাকাটি করেও কোনও লাভ হচ্ছে না। পোশাক আবশ্যিকভাবেই কিনতে হচ্ছে।
এ বিষয়ে কোনও রাখঢাক নেই অধ্যক্ষ অমিতরঞ্জন ঘটকের। তিনি বলেন, কলেজে যা খুশি তাই পরে আসা যায় নাকি! অনেক কলেজেই আছে। শিলিগুড়িতে খোঁজ নিন। এরপর কিছু প্রশ্ন করার আগেই তিনি বলেন, যে কোনও দোকান থেকে পোশাক তৈরি করে আনা যাবে। কোনও ছাত্র বাড়ির কাছে কোনও দোকান থেকেও বানাতে পারেন। অর্থাৎ, নির্দিষ্ট কোনও দোকান থেকেই পোশাক বানানোর অঘোষিত ফতোয়া রয়েছে কি না, সে ব্যাপারে প্রশ্ন করারই সুযোগ দেননি প্রতিবেদককে। এটাও ঠিক, এই কলেজে বেশ কয়েক বছর ধরেই ইউনিফর্ম রয়েছে। কিন্তু স্রেফ মেধার জোরে সুযোগ পাওয়া গরিব পড়ুয়াদের মধ্যে অসন্তোষও রয়েছে ঠিক ততদিন ধরেই।
এই পোশাকবিধি রেখে দেওয়ার ব্যাপারে বেশ গুছিয়েই নেমেছে ছাত্রনেতাদের একাংশ। কয়েক বছর ধরে ইউনিফর্মের রং ছিল হাল্কা গোলাপি শার্ট এবং কালো প্যান্ট। এবার সেটা স্ট্রাইপ দেওয়া আকাশি শার্ট করার কথা ওঠে। ছাত্রছাত্রীদের একাংশের কাছে সই করিয়ে একটি চিঠি অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়। যাতে আগের ইউনিফর্মই রেখে দেওয়ার দাবি তোলা হয়। তা সম্ভব না হলে অন্তত স্ট্রাইপ যাতে তুলে দেওয়া হয় সেই আবেদনও করা হয়েছে। তাহলে যে কোনও দর্জির কাছে সেই শার্ট বানিয়ে নেওয়া যাবে। একইসঙ্গে কলেজের লোগো দেওয়া টাইয়ের দাবিও রাখা হয়েছে।
অন্দরের খবর, এটাও চোখে ধুলো দেওয়ার ব্যাপার। এই চিঠিতে আসলে ইউনিফর্মের দাবি যে রয়েছে, তা বোঝানোর জন্যই কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে। এই দাবিকে সামান্য মান্যতা দিয়ে আকাশি রংয়ের শার্ট থেকে স্ট্রাইপটি তুলে দেওয়া হয়েছে। কিন্তু পোশাকবিধি চালুই রয়েছে। অধ্যক্ষকে চিঠি দেওয়া এক ছাত্র অভিষেক ভট্টাচার্য বলেন, আমাদের কোনও ইউনিয়ন নেই। ছাত্রদের তরফেই চিঠি দেওয়া হয়েছিল। পোশাক থাকছে। কোনও সমস্যা নেই। জানা গিয়েছে, একইভাবে পোশাকবিধি চালু রয়েছে কাঁচড়াপাড়ার গয়েশপুর সরকারি পলিটেকনিক কলেজেও। এ ব্যাপারে প্রশ্ন করা হলে অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল বলেন, আমাদের সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এ ব্যাপারে আমি কথা বলতে পারি কি না, তা জেনে নিয়ে ফোন করছি। সেই ফোন অবশ্য আর আসেনি।

রেলবাজেটে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রের
বিরুদ্ধে সংসদে সরব সুদীপ ও অধীর

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১১ জুলাই: এবারের রেলবাজেটে বাংলার বঞ্চনা নিয়ে সংসদে সরব হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অধীররঞ্জন চৌধুরি। তাঁদের অভিযোগ, রেলবাজেটে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্রীয় সরকার। কলকাতা মেট্রো সহ পশ্চিমবঙ্গের অনেক রেল প্রকল্পেই বাজেট বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।
বিশদ

ভুল হলে মানুষের কাছে গিয়ে
ক্ষমা চান, বিধায়কদের মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মানুষই বিচারক। ভুল হলে তাঁদের কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। মুখোমুখি হন মানুষের। তাঁদের এড়িয়ে যাওয়া চলবে না। ভুলের জন্য মানুষ যদি গালমন্দও করেন, মাথা পেতে নিতে হবে তা।’ বৃহস্পতিবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এই নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশদ

কলেজগুলিকে চিঠি এনসিটিই’র
হবু শিক্ষকদের ক্লাস ফাঁকি রুখতে
বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

 সৌম্যজিৎ সাহা, কলকাতা: হবু শিক্ষকদের হাজিরা নিয়ে এবার কড়া অবস্থান নিল শিক্ষক শিক্ষণের নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)। প্রত্যেক শিক্ষক-শিক্ষণ কেন্দ্রে পড়ুয়াদের হাজিরার জন্য এবার বায়োমেট্রিক ব্যবস্থা চালুর নির্দেশ দিল তারা।
বিশদ

কলকাতায় সুবজসাথীর সাইকেলের
বদলে বর্ষাতি, শীতবস্ত্রের পরিকল্পনা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবুজসাথী প্রকল্পে কলকাতা বাদে সব জেলার পড়ুয়াদেরই সাইকেল দেওয়া হয়েছে। শহরের রাস্তায় সাইকেল চালানো যাবে না বলে, সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে মহানগরের ছাত্রছাত্রীরা। কিন্তু এবার তাদের জন্য বিকল্প ভাবনাচিন্তা করা হবে।
বিশদ

কাটমানি নেওয়ার মতো দেওয়াও সমান
অপরাধ, বিধানসভায় স্পষ্ট বললেন পার্থ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুষ নেওয়ার মতো সমান অপরাধ ঘুষ দেওয়াও। আইনেই এই নিদান রয়েছে। কাটমানি নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের নানা প্রান্তে যে তুমুল শোরগোল ও বিক্ষোভ শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আরও একবার একথা স্মরণ করিয়ে দিলেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বিশদ

চার্জ গঠনের শুনানি ১৬ জুলাই
মহিলা বক্সারের যৌন হয়রানি মামলায় বাংলায় নথি দেওয়ার আবেদন নাকচ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্দর এলাকায় মহিলা বক্সারের যৌন হয়রানির মামলায় সাক্ষীদের বয়ানের নথি বাংলায় দেওয়ার জন্য আদালতে আবেদন জানাল এক অভিযুক্ত। বৃহস্পতিবার আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (সিজেএম) কাছে ওই আবেদন জানান ধৃতের আইনজীবীরা।
বিশদ

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি রুখতে দিল্লিতে
সব দলের বিধায়ক পাঠানোর ভাবনা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে দিল্লিতে বিধায়কদের সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। বৃহস্পতিবার বিধানসভায় রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা বিক্রি করে দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরিবর্তনের দাবিতে আনা একটি প্রস্তাব নিয়ে আলোচনার সময় পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ইঙ্গিত দিয়েছেন।
বিশদ

তালিকায় হাওড়া, চক্রধরপুরও
সময়ানুবর্তিতায় পিছিয়ে পড়া বিভাগের কর্তাদের ক্লাস নিলেন রেল বোর্ডের চেয়ারম্যান

 প্রসেনজিৎ কোলে, কলকাতা: বিভিন্ন জোনে ট্রেন দেরিতে চলা নিয়ে যাত্রীদের সমস্যার অন্ত নেই। তাই ট্রেন চলাচলের সময়ানুবর্তিতার দিক থেকে পিছনের সারিতে থাকা ১২টি বিভাগের কর্তাদের ‘ক্লাস’ নিলেন খোদ রেল বোর্ডের চেয়ারম্যান। বাধ্য ছাত্রের মতো বিভাগীয় কর্তাদের বলতে হল, কেন ট্রেন সময়ে চালানো যাচ্ছে না, তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, অবস্থার পরিবর্তনে বিভাগীয় কর্তাদের পরামর্শই বা কী।
বিশদ

  ভুয়ো হলফনামা জমা দেওয়ার অভিযোগ, অভিষেককে তলব করল দিল্লির আদালত

 নয়াদিল্লি, ১১ জুলাই (পিটিআই): শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল দিল্লির একটি আদালত। বিশদ

প্রশান্ত কিশোর আমাদের লোক, আমরাই পাঠিয়েছি
তৃণমূল সদস্যদের উদ্দেশে মন্তব্য
ঝাড়খণ্ডের বিজেপি এমপি’র

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ জুলাই: যে ব্যক্তিকে ধরে এবার পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট-বৈতরণী পার করতে চাইছেন, সেই প্রশান্ত কিশোর আমাদেরই লোক। আমরাই পাঠিয়েছি। আজ লোকসভায় তৃণমূলকে উদ্দেশ করে বিজেপির ঝাড়খণ্ডের এমপি সুনীলকুমার সিং এমন মন্তব্য করায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বিশদ

সাম্প্রদায়িকতার প্রতিবাদে বিধানসভায় গৃহীত হল তৃণমূল এবং বাম-কংগ্রেসের যুক্ত প্রস্তাব

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদ করে বিধানসভায় বৃহস্পতিবার দুটি পৃথক প্রস্তাব এনেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বাম-কংগ্রেস। দুটি প্রস্তাবেই নাম উল্লেখ না থাকলেও আক্রমণের লক্ষ্য ছিল কেন্দ্রের শাসকদল বিজেপি।
বিশদ

রোহিঙ্গা মহিলাদের নিয়ে ব্যবসা, অভিযুক্তের জামিন বাতিল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশকারী রোহিঙ্গা মহিলাদের নিয়ে পুরোদস্তুর ব্যবসা শুরু হয়েছে। এমন ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য ধৃত কল্লোল মিত্রর জামিনের আবেদন সূত্রে সরকারি আইনজীবী এমনই গুরুতর অভিযোগ তুললেন। জানালেন, এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশদ

অ্যালায়েড মেডিক্যাল কাউন্সিলে মনোনয়ন নিয়ে বিধানসভায় বিতর্ক

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের অ্যালায়েড মেডিক্যাল ও প্যারা মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের পদে সরকার মনোনীতদের আনার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিধানসভায় সংশোধনী বিল পাশ হল। মূল বিলটিতে এই কাউন্সিলের সদস্যদের ভোটে এই দুটি পদে নির্বাচন করার কথা বলা হয়েছিল।
বিশদ

  বিধায়কদের সবক শেখানো কতটা কার্যকর হল, নজর রাখবেন মমতা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়কদের সবক শেখালেন। কী করতে হবে, আর হবে না, তারও পাঠ দিলেন। কিন্তু সেখানেই ইতি নয়। চলতি মাসের শেষে ফের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলীয় বিধায়কদের দেওয়া নির্দেশ কার্যকর করার ব্যাপারে তাঁর নজর যে থাকবে, সেটাই বুঝিয়ে দিয়েছেন দলনেত্রী।
বিশদ

11th  July, 2019

Pages: 12345

একনজরে
  সংবাদদাতা, কালনা: শারীরিক অসুস্থতার জন্য অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম সমীর সেন(৪২)। বাড়ি কালনার ধাত্রীগ্রাম বাজার এলাকায়। ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। ...

 বিএনএ, চুঁচুড়া: ডাক্তারের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে, এই অভিযোগে বৃহস্পতিবার রোগীর বাড়ির লোকজন বিক্ষোভ দেখালেন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে। অবিলম্বে ডাক্তারকে গ্রেপ্তার করতে হবে বলে তাঁরা দাবি করেন। পরে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ...

 ওয়াশিংটন, ১১ জুলাই (এএফপি): শরণার্থী এক মহিলার দুগ্ধপোষ্য শিশুকন্যার মৃত্যুতে কাঠগড়ায় উঠল মার্কিন প্রশাসন। নিন্দায় সরব হয়েছে রাষ্ট্রসঙ্ঘ। প্রশাসনের সমালোচনায় মুখর হয়েছেন মার্কিন কংগ্রেসের একাধিক সদস্যও। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার প্রয়াত হলেন পাঁচ ও ছয়ের দশকে বাংলার অন্যতম সেরা লেগ স্পিনার সৌমেন কুণ্ডু (৭৭)। গত পাঁচ দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তিনি। সৌমেন কুণ্ডু বাংলা ও রেলের হয়ে রনজি ট্রফি খেলেছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১

11th  July, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৫৫ টাকা ৬৯.২৪ টাকা
পাউন্ড ৮৪.১০ টাকা ৮৭.২৪ টাকা
ইউরো ৭৫.৬৬ টাকা ৭৮.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,২০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৩,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ আষা‌ঢ় ১৪২৬, ১২ জুলাই ২০১৯, শুক্রবার, একাদশী ৪৮/৪০ রাত্রি ১২/৩১। বিশাখা ২৭/১৪ দিবা ৩/৫৭। সূ উ ৫/৩/১৩, অ ৬/২০/৫৩, অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি, বারবেলা ৮/২২ গতে ১১/৪২ মধ্যে, কালরাত্রি ৯/১ গতে ১০/২১ মধ্যে।
২৬ আষাঢ় ১৪২৬, ১২ জুলাই ২০১৯, শুক্রবার, একাদশী ৫৩/৮/৩৭ রাত্রি ২/১৮/৩৩। বিশাখানক্ষত্র ৩৪/৮/৪১ সন্ধ্যা ৬/৪২/৩৪, সূ উ ৫/৩/৬, অ ৬/২৩/৬, অমৃতযোগ দিবা ১২/৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ মধ্যে ও ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩ মধ্যে, বারবেলা ৮/২৩/৬ গতে ১০/৩/৬ মধ্যে, কালবেলা ১০/৩/৬ গতে ১১/৪৩/৬ মধ্যে, কালরাত্রি ৯/৩/৬ গতে ১০/২৩/৬ মধ্যে।
৮ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বৃষ: কোনও উচ্চতর পদের জন্য ডাক আসবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮২৩: কলকাতা বন্দর থেকে ছাড়ল ভারত নির্মিত প্রথম বাষ্পচালিত জাহাজ ...বিশদ

07:03:20 PM

রাজাবাজারে গুলি চালনার ঘটনায় ধৃত ১ 

06:47:00 PM

চৌবাগা খালে বাস উল্টে জখম বেশ কয়েকজন 

06:32:34 PM

মুর্শিদাবাদের প্রদীপপাড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে গুলি করে খুন

04:06:59 PM

৮৭ পয়েন্ট পড়ল সেনসেক্স 

03:59:16 PM