উত্তরবঙ্গ

বালুরঘাট কলেজে নৃত্যশিল্পীকে হেনস্তার অভিযোগ, বন্ধ অনুষ্ঠান

সংবাদদাতা, পতিরাম: আর জি কর কাণ্ডের প্রতিবাদী মুখ বালুরঘাট কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারক। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে বিচার করতে বাধা দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। জানা গিয়েছে, ওই মহিলা নৃত্যশিল্পী আর জি করে তরুণী চিকিত্সকের খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন। প্রতিবাদী আন্দোলনের মুখ ছিলেন তিনি। অভিযোগ, আন্দোলন চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানও দিয়েছিলেন। এই ‘অপরাধে’ নৃত্যশিল্পীকে বালুরঘাট কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে হেনস্তা করা হয় বলে অভিযোগ। ওই মহিলা কেন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক হবেন? প্রতিবাদ জানায় টিএমসিপি। এমনকী অনুষ্ঠানও বন্ধ করে দেন ছাত্রনেতারা। এই ঘটনায় শুক্রবার উত্তেজনা ছড়ায় বালুরঘাট কলেজে।
নৃত্যশিল্পীর অভিযোগ, কলেজের ছাত্রনেতারা গালিগালাজ করে তাঁকে বের করে দেন। এমনকী নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারীদেরও গালিগালাজ করা হয়। ঘটনাটি তুলে ধরে ওই নৃত্যশিল্পী সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন। তবে টিএমসিপির নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। 
ওই নৃত্য শিল্পীর অভিযোগ, আর জি কর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলাম। সেজন্যই এভাবে হেনস্তা করা হল।  বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানিয়েছি। ফোন না তোলায় কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেসেজেরও উত্তর দেননি।
শিল্পীকে হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন টিএমসিপির জেলা সভাপতি অমরনাথ ঘোষ। বলেন, বিষয়টি আমার জানা নেই। এটা বালুরঘাট কলেজ কর্তৃপক্ষই বলতে পারবে। তবে আমার মনে হয়, নাচের যোগ্যপ্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে বাইরে থেকে কোনও আমন্ত্রিতকে আনাটা ঠিক হয়নি। 
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা