উত্তরবঙ্গ

তপনের মালঞ্চায় ৫ কিমি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস

সংবাদদাতা, তপন: দীর্ঘদিনের দাবি মতো অবশেষে কংক্রিটের ঢালাই রাস্তা মিলতে চলেছে তপনের মালঞ্চা অঞ্চলের বাসিন্দাদের। তপন ব্লকের ১০ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের সুন্দরীতলা থেকে মহাদেবপুর (ভায়া ধুন্দিপাড়া, মহলপুর, শিবপুর এবং মদনপুর) পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিমি রাস্তার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। শুক্রবার দুপুরে সুন্দরীতলায় ২ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দে পথশ্রী প্রকল্পের অধীন ওই রাস্তার শিলান্যাস হয়। এদিন শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। 
রাস্তাটি প্রতি বছর জল-কাদায় এবং খাল-গর্তে ভরে যায়। যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। 
ওই রাস্তা করার দাবিতে এর আগে বহুবার বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও এতদিন রাস্তা হয়নি। বহু লড়াই আন্দোলনের পর অবশেষে প্রতীক্ষার অবসান। পথশ্রী প্রকল্পের অধীন রাস্তা মিলতে চলেছে এলাকাবাসীদের। এবিষয়ে স্থানীয় ধুন্দিপাড়ার বাসিন্দা পরী মহন্ত বলেন, বর্ষার সময় রাস্তা দিয়ে যাতায়াত করতে ভীষণ সমস্যায় পড়তে হয়। সমস্যা সবচেয়ে বেশি হতো কেউ অসুস্থ হলে। আমাদের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতেও সমস্যায় পড়ে। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, এলাকার বাসিন্দাদের রাস্তা দিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শিলান্যাস করা হল। বাসিন্দাদের সমস্যার অবসান হতে চলেছে। এই রাস্তা হওয়ায় বাসিন্দারা উপকৃত হবেন।  তপনের মালঞ্চায় ফিতে কেটে রাস্তার কাজের শিলান্যাস করছেন মন্ত্রী বিপ্লব মিত্র
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা