উত্তরবঙ্গ

মাধ্যমিকের টেস্ট না দিয়ে উধাও পড়ুয়ার হদিশ মিলল দিল্লিতে

সংবাদদাতা, মাথাভাঙা: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি। তাই পরিবারকে না জানিয়ে উধাও হয়েছিল দশম শ্রেণির ছাত্র। শনিবার মাথাভাঙা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ হওয়ার পর দিল্লিতে ছাত্রের খোঁজ পেল পুলিস। রবিবার মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অনিমেষ রায় বলেন, দিল্লি পুলিস এবং স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে ছাত্রটিকে উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে আসার প্রস্তুতি চলছে। সে ভালো রয়েছে। 
এদিকে, মাথাভাঙা হাইস্কুলের টিআইসি শ্যামল পাল বলেন, আমি বাইরে রয়েছি। টেস্ট পরীক্ষা না দিয়ে ছাত্রের উধাও হওয়ার বিষয়টি জানি না। স্কুলে গিয়ে খোঁজ নেব।
মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছাত্রটি পরীক্ষার প্রস্তুতির জন্য ঠাকুমার সঙ্গে শহরে একটি ভাড়াবাড়িতে থাকত। পুলিস ও পরিবার সূত্রে খবর, সে পড়াশোনায় ভালো। ৩০ নভেম্বর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু সে টেস্ট পরীক্ষা দেয়নি। এরমধ্যে সে বাড়িতে কিছু না জানিয়ে উধাও হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খুঁজেও তাকে না পেয়ে শনিবার পুলিসে অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিস দিল্লিতে ওই ছাত্রের খোঁজ পায়। সেখানকার পুলিস সহ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ছাত্রটিকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে বাড়ি মাথাভাঙায় ফেরানোর প্রস্তুতি নিয়েছে পুলিস।
এব্যাপারে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার বলেন, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো না হওয়ায় এক ছাত্র টেস্ট পরীক্ষা না দিয়ে উধাও হয়ে গিয়েছিল। পরিবারের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। তাকে দিল্লিতে ট্রেস করা হয়। সেখানকার পুলিস-প্রশাসন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ছাত্রটিকে উদ্ধার করা হয়েছে। ছাত্রটি ভালো আছে। আমরা তাকে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছি।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা