বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নতুন ভবন পাচ্ছে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত

সংবাদদাতা, বাগডোগরা: ৩০লক্ষ টাকায় তৈরি লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন এখন উদ্বোধনের অপেক্ষায়। বাগডোগরা মসজিদপাড়া আয়প্পা মন্দিরের পিছনে এই নতুন ভবন নির্মাণ করা হয়েছে।  ১১ডিসেম্বর বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাতে এই ভবনের উদ্বোধন হওয়ার কথা। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র বিলি শুরু করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। 
প্রায় ৩০বছর ধরে বাগডোগরা বিহার মোড়ের সামনে বিদ্যুৎ অফিসের তৃতীয় তলায় ছিল এই গ্রাম পঞ্চায়েত কার্যালয়। তবে সেখানে পরিষেবা দিতে নানা সমস্যা হচ্ছিল। সাধারণ মানুষও সমস্যায় পড়ছিলেন। পঞ্চায়েত কার্যালয় বিহারমোড়ে থাকায় বুড়িবালাসন, বাতলাবাড়ি, এয়ারপোর্ট মোড়, ভুজিয়াপানি সহ বিভিন্ন এলাকার মানুষের সেখানে যাতায়াতে কিছুটা সমস্যা তো হতই। তবে এবার নতুন ভবন গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি এলাকায় হওয়ায় সেই সমস্যা মিটতে চলেছে। 
স্থানীয়রা বলেন, পুরনো ভবনটি তৃতীয় তলায় থাকায় এতদিন প্রবীণদের সিঁড়ি বেয়ে উপরে যেতে সমস্যা হত। জাতীয় সড়ক সম্প্রসারণ করায় ওই জায়গায় গাড়ি-বাইক পার্কিংয়েও ভোগান্তি হতো। এখন রাজ্য সরকারের পঞ্চম ফিনান্সের আর্থিক আনুকূল্যে ২টি পর্যায়ে ৩০লক্ষ টাকা খরচ করে এই ভবন তৈরি হয়েছে। ১১তারিখ নতুন কার্যালয়ের উদ্বোধন নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার ভবনে রংয়ের কাজ চলছিল। উদ্বোধনে মন্ত্রী উদয়ন গুহ সহ উপস্থিত থাকার কথা রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলাশাসক প্রীতি গোয়েল, বিডিও প্রণব চট্টরাজ ও তৃণমূল জেলা সভানেত্রী(সমতল) পাপিয়া ঘোষ সহ অন্যদের। এবিষয়ে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, বহুবছর ধরে বিহার মোড়ের কার্যালয়টি ছিল। এবার গ্রাম পঞ্চায়েত নতুন ভবন পাচ্ছে। ১১তারিখ ভবন উদ্বোধন হবে। ১৬ডিসেম্বর সোমবার থেকে কাজ শুরু হবে। এখানে পার্কিংয়েরও সমস্যা হবে না। - নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা