উত্তরবঙ্গ

শুঁটকি মাছের ব্যবসার আড়ালে মাদকের কারবার, ধৃত ১

সংবাদদাতা, মাথাভাঙা: বাজারে শুঁটকি মাছের দোকান। কিন্তু আদতে মাদক কারবারি। যদিও শনিবার পুলিস বাড়িতে অভিযান চালাতেই ঝুলি থেকে বেড়িয়ে এল বিড়াল। গাঁজা, আফিম সহ এক যুবককে গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিস। ধৃতের নাম যাত্রা দাস। 
পুলিস জানিয়েছে, ওই যুবকের বাড়ি মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-১ গ্রাম পঞ্চায়েতের অন্দরান পখিহাগা গ্রামে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিস ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে। যার বাজার মূল্য ২০ লক্ষ টাকারও বেশি। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাজারে সামান্য শুঁটকি মাছের ব্যবসায়ী ওই যুবক লক্ষ লক্ষ টাকার মাদক কারবারে জড়িয়েছিল, তা ভেবে অনেকেই অবাক। কতদিন ধরে সে কারবার চালাচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিস। মাদক স্থানীয় এলাকায় বিক্রি করত, নাকি বাইরে পাচার করার সঙ্গে যুক্ত, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। 
মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অনিমেষ রায় বলেন, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবকের বাড়িতে হানা দেওয়া হয়। তার ঘরে তল্লাশি চালিয়ে মাদক মেলে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া দ্রব্যের মধ্যে এক কেজি গাঁজা ও ৩৯২ গ্রাম আফিম রয়েছে। সেগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা