বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মালদহ মেডিক্যালে আবর্জনার পাহাড় দেখে অসন্তুষ্ট কৃষ্ণেন্দু
 

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবর্জনার পাহাড়। অপরিষ্কার নিকাশি নালা। বেহাল বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের হস্টেলের শৌচাগার। রবিবার আচমকা পরিদর্শনে গিয়ে এমন অব্যবস্থা দেখে ক্ষুব্ধ ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সদ্য নিযুক্ত সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন পরিদর্শন শেষে তিনি বলেন, মূলত মেডিক্যাল কলেজের নিকাশি নালা এবং অন্যান্য কাজ দেখলাম। অনেক সমস্যা রয়েছে। পিছনের দিকে নিকাশি নালা আবর্জনায় বদ্ধ হয়ে আছে। কর্তৃপক্ষকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দেব। 
এদিন সকালে পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমিতা বন্দ্যোপাধ্যায়, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উদয় চৌধুরী এবং ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ ঘোষকে নিয়ে মেডিক্যাল কলেজ পরিদর্শনে যান চেয়ারম্যান। ইমার্জেন্সিতে গিয়ে রোগীর পরিজনদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব, অভিযোগ শোনেন। এরপর অন্যান্য রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন কৃষ্ণেন্দু। এরপর গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় লক্ষ্য করেন মেডিক্যালের বিভিন্ন অব্যবহৃত অংশ আবর্জনায় ভর্তি। অনেক জায়গায় স্তূপ হয়ে রয়েছে। 
মেডিক্যাল কলেজের অধিকাংশ নিকাশি নালার মুখ আবর্জনার বন্ধ হয়ে রয়েছে। যার ফলে বিভিন্ন ওয়ার্ডের শৌচাগারের জল ঠিকমতো নালা দিয়ে যাচ্ছে না। কোথাও আবার নালার জল উপচে পড়ছে। এদিন মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদের হস্টেলও পরিদর্শন করেন কৃষ্ণেন্দু। পড়ুয়াদের কাছে পরিচয় দিয়ে চেয়ারম্যান বলেন, আমি কৃষ্ণেন্দু চৌধুরী। সরকার আমাকে নিয়োগ করেছে মেডিক্যাল কলেজ দেখাশোনার জন্য। আপনাদের কী কী সমস্যা আছে? পড়ুয়ারা তাঁদের হস্টেলের শৌচাগার, স্নানাগার এবং পানীয় জলের সমস্যার কথা জানান। এরপর ছাত্রদের নিয়েই বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। পাশাপাশি ক্যান্টিনে গিয়েও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কৃষ্ণেন্দু। যদিও এবিষয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা