বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ট্রেডিং অ্যাপে ৯ লক্ষ খোয়ালেন বধূ, কলকাতা থেকে চারজনকে ধরে টাকা ফেরাল পুলিস

সংবাদদাতা, পতিরাম: ট্রেডিং অ্যাপে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন বহু মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলায় এমনই এক প্রতারণা চক্রের হদিশ পেল সাইবার ক্রাইম থানা। কলকাতায় হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে ৯ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করে পুলিস প্রতারিত এক বধূর হাতে তুলে দিয়েছে।
পুলিস সূত্রে খবর, জেলাজুড়ে একাধিক ট্রেডিং অ্যাপ প্রতারণা চক্র গত চার মাসে ২৫ লক্ষ টাকার বেশি গায়েব করেছে। বেশি টাকা লাভের আশাতেই অনেকে না বুঝে ফাঁদে পা দিচ্ছেন। যা নিয়ে সাইবার থানার বারবার সতর্ক করছে।
পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, ট্রেডিং অ্যাপে প্রতারিত হওয়া প্রায় ৯ লক্ষ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করে তদন্ত চলছে।
সাইবার পুলিস সূত্রে খবর, গত আগস্ট মাসে বালুরঘাটের ওই বধূ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছিলেন। অনলাইনে একটি লিঙ্ক এসেছিল তাঁর কাছে। তারপর ৪০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। অ্যাপের সহযোগীদের পরামর্শমতো তিনি ধাপে ধাপে আরও টাকা দিয়েছিলেন। পরবর্তীতে নানা সমস্যা দেখিয়ে প্রতারকরা ফের কয়েক লক্ষ টাকা নেয়। সবমিলিয়ে ৯ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার পর লাভ তো দূরের কথা, আসলটাও তুলতে পারছিলেন না বধূ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সোজা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।
তদন্তে নেমে অফিসাররা কলকাতায় পৌঁছন। সেখানে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তাদের অ্যাকাউন্টে মেলে ওই ৯ লক্ষ টাকা। এরপর তাদের বালুরঘাটে নিয়ে আসা হয়। শনিবার কোর্টের নির্দেশে প্রতারিত মহিলাকে  টাকা ফেরত দেওয়া হয়েছে। চক্রের সঙ্গে আর কারা যুক্ত, খতিয়ে দেখছে পুলিস। 
অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ার কেনাবেচা করা যায়। অনেকে মোবাইলের মাধ্যমে ট্রেডিং করে থাকেন।  সেটাকেই অস্ত্র করছে জালিয়াতরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে হাতিয়ার করছে তারা। দ্রুত বেশি লাভের টোপ দেওয়ার পর দেওয়া হচ্ছে লিঙ্ক। তার মাধ্যমে সোশ্যাল মিডিয়া গ্রুপে চলে যাচ্ছেন অনেকে। এরপরেই অ্যাপ চালু করতে বলে ফোনে পরামর্শ দিয়ে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করানো হচ্ছে। প্রথম দিকে জমা করা অর্থ অ্যাপে দেখতে পাচ্ছেন গ্রাহকরা। লগ্নির পরিমাণ কম থাকলেও লভ্যাংশ বেশি দেখানো হচ্ছে। এরপর বেশি টাকা লাগালেই ব্লক করে দেওয়া হচ্ছে গ্রাহককে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা