উত্তরবঙ্গ

ডিসেম্বরেই খুলছে রায়মাটাং ও কালচিনি চা বাগান, রাজ্যের উদ্যোগে উচ্ছ্বসিত শ্রমিকরা

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। নির্বাচন মিটে যেতেই এবার রাজ্য সরকার বন্ধ চা বাগান খোলার উদ্যোগ নিল। আগামী ১২ ডিসেম্বর খুলছে কালচিনি ব্লকের বন্ধ রায়মাটাং চা বাগান। ১৯ ডিসেম্বর খুলছে ওই ব্লকেরই বন্ধ কালচিনি চা বাগানও। বাগান খোলার খবরে ইতিমধ্যেই ওই দুই বাগানের শ্রমিকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়েছে।
শনিবার শিলিগুড়িতে শ্রমদপ্তরের ডাকা দ্বিপাক্ষিক বৈঠকে কালচিনি ব্লকের বন্ধ ওই দু’টি বাগান খোলার সিদ্ধান্ত হয়। শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে বৈঠক হয়। উপস্থিত ছিলেন সামসি ও বামনডাঙা চা বাগানের মালিক ঋত্বিক ভট্টাচার্য। তিনিই কালচিনি ব্লকের ওই দু’টি বন্ধ বাগানের দায়িত্ব নিচ্ছেন।
গত বছরের অক্টোবর মাসে বন্ধ হয়েছিল কালচিনি ব্লকের ওই দু’টি বাগান। মূলত দুর্গাপুজোর বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরেই বন্ধ হয়েছিল বাগান দু’টি। বন্ধ হওয়ার আগে কালচিনি বাগানে ২০২৩ জন শ্রমিক ছিল। বর্তমানে বাগানটিতে ১৪০০’র মতো শ্রমিক আছে। অন্যদিকে, রায়মাটাং চা বাগানে শ্রমিক সংখ্যা ১২৫৮ জন।
রাজ্য শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, ১২ ডিসেম্বর রায়মাটাং ও ১৯ ডিসেম্বর কালচিনি বাগান খুলছে। সামসি ও বামনডাঙা চা বাগানের মালিকপক্ষ বন্ধ বাগান দু’টির দায়িত্ব নিচ্ছে। 
উল্লেখ্য, বন্ধ চা বাগান খুলতে রাজ্য সরকার একটি মন্ত্রী গোষ্ঠী তৈরি করেছিল। উপ নির্বাচনের আগে থেকে রাজ্য সরকার বন্ধ বাগান খোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। কিন্তু নির্বাচনের জন্য রাজ্য সরকারের বন্ধ বাগান খোলার প্রক্রিয়া থমকে যায়। তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বড়া ওরাওঁ বলেন, ভোটের আচরণবিধি উঠে যাওয়ায় এবার আমাদের সরকার বন্ধ বাগান খোলার উদ্যোগ শুরু করেছে। কালচিনি ও রায়মাটাংয়ের পর একে একে মাদারিহাটের বন্ধ বাগানগুলিও খোলার উদ্যোগ শুরু হবে।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা