উত্তরবঙ্গ

জমি ভাড়া দিয়ে সমস্যায় গ্রামবাসী বড় গর্ত-পাথর ফেলায় চাষ করা দায়

সংবাদদাতা, ময়নাগুড়ি: জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্মাণকারী সংস্থাকে জমি ভাড়ায় দিয়ে এখন মাথায় হাত জমিদাতা ও কৃষকদের। এই কয়েকবছরে জমির অবস্থা বদলে গিয়েছে। জমিকে আবার চাষযোগ্য অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে শনিবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হলেন জমি দাতারা। থানায় আসতে হয়েছে নির্মাণকারী সংস্থাকেও। জমি দাতাদের দাবি, জমিকে আগের অবস্থায় ফিরিয়ে না দিলে তারা নির্মাণকারী সংস্থার কোনও সামগ্রীই বের করতে দেবেন না। প্রায় ৯ বছর আগে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক নির্মাণকারী সংস্থা ৬৪ জনের থেকে প্রায় ১৩০বিঘা জমি ভাড়া হিসেবে নেয়। সেখানে এই নির্মাণকারী সংস্থা তাদের সামগ্রী এবং গাড়ি রাখার জন্য জমি বিঘা প্রতি তিন হাজার টাকা ভাড়া দিত। কয়েক মাস আগে জমিদাতারা জানতে পারে, নির্মাণকারী সংস্থা তল্পিতল্পা গুটিয়ে চলে যাচ্ছে। এরপর গ্রামবাসীরা আলোচনা করতে চাইলেও সংস্থাটি তা করেনি। পাল্টা তারা প্রশাসনের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। অথচ, নির্মাণকারী সংস্থা জমি নেওয়ার সময় আশ্বাস দিয়েছিল, কাজ শেষ হলে তারা জমিকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেবে। জমিতে মাটি ফেলে তিন ফুট উঁচু করে দেবে। গ্রামবাসীর অভিযোগ, কোনও প্রতিশ্রুতি পূরণ না করে, জমিতে বড় বড় কংক্রিটের চাই ফেলে রেখেছে। মণীন্দ্র সরকার নামে এক কৃষক এদিন বলেন, আমার সাতবিঘা জমি ওদের দিয়েছি। আমাকে বলেছিল, জমি উঁচু করে দেবে। সেই মোতাবেক জমি ভাড়া দিয়েছিলাম। কিন্তু এখন জমির যা অবস্থা, তাতে আর কৃষিকাজ করা সম্ভব নয়। অপর জমিদাতা নির্মল সূত্রধর বলেন, জমির অবস্থা খুবই খারাপ। জমিতে গর্ত করে রেখেছে। আমরা সমস্যায় পড়েছি। সে কারণে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তিন মাস ভাড়াও দিচ্ছে না সংস্থাটি। তবে এই ব্যাপারে নির্মাণকারী সংসার এক আধিকারিক কোনও কিছুই মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তাঁর সংক্ষিপ্ত বক্তব্য, জমিদাতারা যেটা বলেছেন, সেটা থানায় বসে আমরা শুনেছি। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে  জানাব।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা