উত্তরবঙ্গ

জীর্ণ ঘর দু’বার খতিয়ে দেখার পরও আবাসের তালিকায় নেই শাহজাহান

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ‘দিদিকে বলো’য় ফোন করার পর দু’বার জীর্ণ ঘর খতিয়ে দেখতে আসেন আধিকারিকরা। তারপরও আবাসের খসড়া তালিকায় নাম ওঠেনি হতদরিদ্র চা বিক্রেতার। এতে হতাশ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামের বাসিন্দা শাহজাহান আলি। 
টিনের ছাউনি ও বাঁশের বেড়া দেওয়া জীর্ণঘরে পাঁচজনের পরিবার শাহজাহানের। স্ত্রীকে নিয়ে চায়ের দোকান করে কোনওরকমে সংসার চলে। অভিযোগ,  প্রশাসনিক আধিকারিকরা শাহজাহানের জীর্ণ ঘর খতিয়ে দেখেও আবাসের তালিকায় নাম তোলেননি।
পঞ্চাশোর্ধ্ব শাহজাহান বলেন, বাস্তুভিটা ছাড়া জমি নেই। স্ত্রী, দুই নাবালক সন্তান ও একমেয়েকে নিয়ে কাঁচাঘরে থাকি। চায়ের দোকান করে কোনওরকমে পরিবার চলে। ‘দিদিকে বলো’য় ফোন করার পর ব্লক থেকে  লোক এসে দু’বার খতিয়ে দেখে গিয়েছেন। ঘরের ছবিও তুলে নিয়ে যায়। তারপরও তালিকায় আমার নাম নেই। 
আবাসের তালিকা নিয়ে ক্ষুব্ধ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কংগ্রেসের কার্যকারী সভাপতি আব্দুল মান্নানও। তিনি বলেন, পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকের নাম তালিকায় রয়েছে। অথচ যোগ্যরা বঞ্চিত। দুঃস্থ শাহজাহানের নাম আবাসের খসড়া তালিকায় না থাকায় প্রশ্ন তুলেছে কংগ্রেস। কেন শাহজাহানের নাম আবাসের তালিকায় ওঠেনি, সেবিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিব খান।
বিডিও সৌমেন মণ্ডল বলেন, ব্লক থেকে প্রায় দেড় হাজার রাজ্য সরকারের গ্রিভান্স সেলে অভিযোগ জমা পড়েছিল। ইতিমধ্যে ১৩০ টি নাম এসেছে। শাহজাহানের নামটিও পাঠানো হয়েছে। পরে নামটি এলে তাঁকে আবাস তালিকাভুক্ত করা হবে।
 
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা