উত্তরবঙ্গ

বরুই গ্রামে পঞ্চায়েত সদস্যার সর্মথনে রাস্তায় নামলেন স্থানীয়রা

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে হেনস্তা ও আবাসের জন্য কাটমানি নেওয়ার মিথ্যা অভিযোগ করার জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে ও পঞ্চায়েত সদস্যার সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের বরুই গ্রামে বিক্ষোভ দেখান তাঁরা। 
আবাসের জন্য পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন দুর্গাপ্রসাদ সাহা। অভিযোগকারী দুর্গাপ্রসাদ পঞ্চায়েত সদস্যারই ভাইপো।
গত ২৭ নভেম্বর প্রকাশিত আবাসের তালিকায় নাম না আসায় গত ২ ডিসেম্বর পঞ্চায়েত সদস্যার বাড়িতে টাকা ফেরত চাইতে গিয়ে সদস্যার স্বামী ও ছেলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গা। অপরদিকে বাড়িতে ঢুকে সদস্যার স্বামী এবং ছেলেকে মারধরের অভিযোগ তুলে পাল্টা অভিযোগ দায়ের করেন শকুন্তলা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন সদস্যার হয়ে রাস্তায় নেমে ও দুর্গার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, সদস্যাকে বদনাম করতে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। যদিও জেলা বিজেপি কমিটির সদস্য কিশান কেডিয়া বলেন, ওই তৃণমূল নেত্রীর দুর্নীতি ফাঁস হয়েছে। নিজেকে বাঁচাতে এখন এসব নাটক করছেন।
স্থানীয় বাসিন্দা অরুণা দাস ও চায়না দাসরা বলেন, দুর্গার দুটি জায়গায় পাকা বাড়ি রয়েছে। ব্যবসা করেন। তারপরও তাঁর বাড়ি চাই। পঞ্চায়েত সদস্যা আবাসের জন্য কারও কাছে কাটমানি দাবি করেননি। যদিও দুর্গার দাবি, ঘর পাইয়ে দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছেন পঞ্চায়েত সদস্যা। পঞ্চায়েত সদস্যা শকুন্তলা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।  নিজস্ব চিত্র
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা