বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে প্রথম স্থানে শিলিগুড়ি, মডেল ভিলেজ ৮১ শতাংশ 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মডেল ভিলেজ বা আদর্শ গ্রাম তৈরিতে উত্তরবঙ্গের মধ্যে শীর্ষে শিলিগুড়ি। রাজ্যে মহকুমার স্থান চতুর্থ। দু’দিন আগে রাজ্যের মিশন নির্মল বাংলা থেকে প্রকাশিত রিপোর্টে মিলেছে এই তথ্য। প্রশাসন সূত্রের খবর, মহকুমায় মোট গ্রামের মধ্যে মডেল ভিলেজের তকমা পেয়েছে ৮১ শতাংশ গ্রাম। যা উত্তরবঙ্গের আট জেলার মধ্যে রেকর্ড। 
সংশ্লিষ্ট গ্রামগুলিতে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। অন্যদিকে, রাজ্যে ৩৮ হাজার ১৯৫টি গ্রামের মধ্যে আদর্শ গ্রামের স্বীকৃতি পেয়েছে ২৪ হাজার ২৩৭টি গ্রাম। এক্ষেত্রে শতাংশের বিচারে রাজ্যের মধ্যে প্রথম দক্ষিণ ২৪ পরগনা। 
বেশকয়েক বছর আগে স্বচ্ছ ভারত মিশন বা মিশন নির্মল বাংলা প্রকল্পে রাজ্যে আদর্শ গ্রাম তৈরিতে ঝাঁপায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে প্রচুর গ্রামে সলিড ও লিক্যুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়া হয়েছে। গত ৪ ডিসেম্বর এ ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই তালিয়কায় উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ির স্থান প্রথম। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমায় মোট গ্রামের সংখ্যা ৩৩২টি। যারমধ্যে আদর্শ গ্রামের স্বীকৃতি লাভ করেছে ২৯৬টি গ্রাম। যা মোট গ্রামের মধ্যে ৮১ শতাংশ। ইতিমধ্যে গ্রামগুলিকে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট গড়া হয়েছে। বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে সার তৈরি করা হচ্ছে। প্লাস্টিক প্রক্রিয়াকরণ ইউনিট গড়া হচ্ছে। 
কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট গড়তে খরচ করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। প্লাস্টিক প্রক্রিয়াকরণ ইউনিট গড়তে খরচ হবে প্রায় ৬০ লক্ষ টাকা। অতিরিক্ত জেলাশাসক (শিলিগুড়ি মহকুমা পরিষদ) নির্মাল্য ঘরামি বলেন, জেলাশাসক প্রীতি গোয়েল ও সভাধিপতি অরুণ ঘোষের উদ্যোগে এবং সর্বস্তরের কর্মীদের সহযোগিতায় অধিকাংশ গ্রামকে আদর্শ গ্রামের রূপ দেওয়া সম্ভব হয়েছে। বাকি গ্রামগুলিকেও আদর্শ গ্রামে পরিণত করতে জোর দেওয়া হয়েছে। 
প্রশাসন সূত্রের খবর, আদর্শ গ্রাম তৈরিতে উত্তরবঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলা। এখানে ৮০ শতাংশ গ্রাম আদর্শ গ্রামের স্বীকৃতি পেয়েছে। তৃতীয় কালিম্পংয়ে ৭৬, চতুর্থ আলিপুরদুয়ারে ৬২, পঞ্চম মালদহে ৬১, ষষ্ঠ দার্জিলিংয়ে ৫১, সপ্তম দক্ষিণ দিনাজপুরে ২৯, অষ্টম জলপাইগুড়িতে ২৫ এবং নবম কোচবিহারে ২২ শতাংশ গ্রাম আদর্শ গ্রামের মর্যাদা পেয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, সংশ্লিষ্ট জেলাগুলিতে সলিড ও লিক্যুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দেওয়া হয়েছে। শীঘ্রই সংশ্লিষ্ট জেলাগুলিতেও বেশকিছু গ্রাম মডেল ভিলেজের স্বীকৃতি পাবে। 
এদিকে, গোটা রাজ্যের অদার্শ গ্রাম তৈরিতে দক্ষিণ ২৪ পরগনার স্থান উল্লেখযোগ্য। প্রশাসন সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণায় গ্রামের সংখ্যা ২০৭৭টি। যারমধ্যে আদর্শ গ্রামের তকমা পেয়েছে ১৯৭৬টি। যা মোট গ্রামের মধ্যে ৯৫ শতাংশ। রাজ্যে এই জেলার স্থান প্রথম। শতাংশের নিরিখে দ্বিতীয় পূর্ব বর্ধমান ৯৩ এবং তৃতীয় পশ্চিম মেদিনীপুর ৯২ শতাংশ।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা