বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কুন্ডলী পাকিয়ে উন্মুক্ত বিদ্যুৎবাহী তার ময়নাগুড়ি বাজারে, চিন্তায় ব্যবসায়ীরা

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের মূল বাজারের বিভিন্ন খুঁটিতে কুন্ডলী পাকিয়ে রয়েছে বিদ্যুতের তার। এর থেকে যেকোনও সময় বিপদের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাঁরা চাইছেন, বিদ্যুৎ দপ্তর দ্রুত সমীক্ষা চালিয়ে ব্যবস্থা গ্রহণ করুক। কুন্ডলী পাকানো উন্মুক্ত বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হয়ে যেকোনও দিন বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দেরও। যদিও ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ঋষি পল গোলা বলেন, আমাদের টিম এরমধ্যেই বাজারে যাবে। কোথাও কোনও সমস্যা থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। 
ময়নাগুড়ি বাজার অত্যন্ত ঘিঞ্জি। তারমধ্যে বাজারের বেশিরভাগ দোকানই কাঠের। বাজারে যত্রতত্রর ঝুলে আছে বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটিতে উন্মুক্ত তার থেকে বিপদের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী পুলক সাহা বলেন, প্রায় প্রতিটি খুঁটিতেই কুন্ডলী পাকিয়ে আছে বিদ্যুৎবাহী তার। এমনই একটি খুঁটির নীচে আমার দোকান। এটা চিন্তার বিষয়। কোনওভাবে শর্ট সার্কিট থেকে আগুন ছড়ালে বিপুল ক্ষতির মুখোমুখি হবেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ দপ্তরের উচিত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। 
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, আমরা বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব। ময়নাগুড়ি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, আমরা চাই উন্মুক্ত তারগুলিতে কভারের ব্যবস্থা করা হোক। 
উল্লেখ্য, কিছুদিন আগেই ময়নাগুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি পাটের গোডাউন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মজুত লক্ষাধিক টাকার পাট পুড়ে ছাই হয় সেই অগ্নিকাণ্ডে। সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, স্থানীয় একটি বিদ্যুতের ট্রান্সফরমারে বিকট শব্দ হয়। এরপরেই সেই পাটের গোডউানে আগুন লেগে যায়। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কারণে বাজার এলাকার বৈদ্যুতিক তারগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি উঠেছে ব্যবসায়ীদের দিক থেকে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা