বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অন্ধকারে দেখা যায় না, বারবার দুর্ঘটনা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজারে স্পিডব্রেকার রং করার দাবি 

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পথ দুর্ঘটনা কমাতে সার্ভিস রোডে বসানো হয়েছে স্পিড ব্রেকার। এখন সেই স্পিড ব্রেকার চালকদের জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। স্পিড ব্রেকারে ধাক্কা লেগে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্পিড ব্রেকার দেওয়ার ১৫ দিনের মধ্যে ২০-২৫টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে। স্পিড ব্রেকার যাতে দূর থেকে চালকদের নজরে পড়ে সেজন্য সাদা রং করে দেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ৩১নং জাতীয় সড়কের দক্ষিণ পাশে ভবানীপুর ফ্লাইওভারের কাছে পুরনো ৮১নং জাতীয় সড়কটিকে সার্ভিস রোড করা হয়েছে। বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে ঢোকার মুখের দু’পাশে ১৫ দিন আগে বসানো হয়েছে স্পিড ব্রেকার। রাতের অন্ধকারে এই স্পিড ব্রেকারে টোটো, অটো ও বাইক, ছোটগাড়ির ধাক্কা লাগছে। আচমকা ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, স্পিড ব্রেকারগুলি উঁচু হওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারের উপর কোনও রং না থাকায় দূর থেকে চালকরা বুঝতে পারেন না। বিশেষ করে রাতে ও সকালে ঘন কুয়াশায় কিছুই দেখা যায় না।
হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার নজরেও এসেছে। আমি পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছি। শীঘ্রই স্পিড ব্রেকার দুটি চওড়া ও রং করে দেওয়ার কথা জানিয়েছেন। তবে নজরদারির জন্য স্পিড বেকারের পাশে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহাজাহান আলি বলেন, দুর্ঘটনা এড়াতে দেওয়া হয়েছে স্পিড ব্রেকার। তবে এগুলি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ২১ নভেম্বর সন্ধ্যায় বাংরুয়া গ্রামের মাইফুল বিবি (৩৮) চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাঁর এক আত্মীয়কে দেখে বাইকে করে বাড়ি ফিরছিলেন। স্পিড ব্রেকারে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। আট দিন হাসপাতালে ভর্তি থাকার পরেও এখনও স্মৃতিশক্তি ফিরে পাননি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। অপরদিকে গত শনিবার সকালে চাঁচলের বাসিন্দা রাজিয়া খাতুন স্বামীর সঙ্গে বাইকে আসার সময় স্পিড ব্রেকারে ধাক্কা লেগে পড়ে যান। এতে তাঁর পা ভেঙে গিয়েছে। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জজ পাল বলেন, সার্ভিস রোডের কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই স্পিড ব্রেকারগুলি চওড়া ও রং করে দেওয়া হবে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা