বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

রাতে জ্বলে না হাইমাস্টের বাতি, আঁধারে ফালাকাটা ট্রাফিক মোড়

সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে পথবাতি জ্বলে না। অথচ কোনও হেলদোল নেই পুরসভার। ফলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। নাগরিকদের অভিযোগ, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ট্রাফিক মোড়। অথচ এখানেই প্রায় দশদিন ধরে জ্বলে না হাইমাস্টের বাতি। এর জেরে বিকেলের পর ট্রাফিক মোড়ে অন্ধকার হয়ে থাকছে। এতে কুয়াশার জেরে যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকছে, তেমনই সমস্যায় পড়তে হচ্ছে ট্রাফিক পুলিসকে। অন্ধকারের মধ্যে রাত ১০টা পর্যন্ত ট্রাফিক সামলাতে হচ্ছে তাঁদের।
অপরদিকে পুরসভা সূত্রে খবর, ভিতরে যন্ত্রাংশ নষ্ট হয়েছে। তবে বাতি দ্রুত মেরামত করা হবে। শহরের ১৭নম্বর জাতীয় সড়কে বসানো বাতিস্তম্ভের আলোয় এলাকায় কিছুটা সুবিধা হতো। কিন্তু হাইমাস্টটি বিকল থাকায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকছে এই এলাকা। ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী, এলাকার বাসিন্দা ও পথচারীরা। অন্ধকারে অনেকে ট্রাফিকের সিগন্যাল বুঝতে পারছেন না। ফলে রাত বাড়লেই ঘটছে দুর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক ফালাকাটা ট্রাফিকের এক পুলিসকর্মী ও ব্যবসায়ী বলেন, এখন শীতের দিন। তাই দ্রুত সন্ধ্যা নেমে আসে। এই অবস্থায় ট্রাফিক মোড়ের হাইমাস্ট বাতিস্তম্ভটি জ্বলছে না। এতে যানচালক থেকে সাধারণ মানুষের পাশাপাশি ট্রাফিক সামলাতেও সমস্যা হচ্ছে। তেমনই ব্যবসা ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর এই রাস্তা দিয়েই চেয়ারম্যান সহ পুরসভার অনেক আধিকারিক যাতায়াত করেন। কিন্তু, কেউ বাতিস্তম্ভটি ঠিক করার উদ্যোগ নিচ্ছেন না। যদিও এবিষয়ে ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন, হাইমাস্ট টাওয়ার রক্ষনাবেক্ষণে দক্ষ কর্মীর অভাব আছে। বাতিস্তম্ভের আলো জ্বালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা