উত্তরবঙ্গ

দার্জিলিং নয়, মালদহের বাজার কাঁপাচ্ছে নাসিকের কমলা লেবু

সংবাদদাতা, মালদহ: শীতের আমেজ অনুভূত হতেই বাজারে চাহিদা বাড়তে শুরু করেছে কমলালেবুর। তবে এখনও বাজারে আসেনি দার্জিলিংয়ের জনপ্রিয় কমলা। সেই অভাব পূরণ করছে মহারাষ্ট্রের নাসিক থেকে আমদানি করা কমলালেবু। স্বাদে দার্জিলিংয়ের কমলালেবুর মতো উপভোগ্য না হলেও আপাতত মহারাষ্ট্রীয় কমলাতেই মজে রয়েছেন মালদহের বাসিন্দারা। জেলায় প্রায় প্রতিদিন আসছে হাজার কুইন্টাল কমলালেবু। চাহিদা যথেষ্ট বলে আপাতত মহারাষ্ট্রের কমলাই বাজারে দাপিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন ফল ব্যবসায়ীরা।
জেলার এক পাইকারি ফল বিক্রেতা কালু শেখ বলেন, প্রতিদিন ১০ থেকে ১২টি লরি ভর্তি কমলালেবু আসছে মহারাষ্ট্র থেকে। এক একটি লরিতে থাকছে ১০০ কুইন্টাল কমলা। চাহিদা যথেষ্ট বলে প্রতিদিন কমলালেবু বাহী লরির সংখ্যাও বাড়ছে। ওই ফল বিক্রেতার দাবি, স্বাদে এই লেবু দার্জিলিংয়ের কমলার পরিপূরক। পাইকারি বাজারে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে মহারাষ্ট্র থেকে আসা কমলা।
রাস্তার ধারে হকারের কাছ থেকে কমলা কিনে ফেরার পথে ইংলিশবাজারের বাসিন্দা সুনন্দ চৌধুরী বলেন, দার্জিলিংয়ের কমলা অমিল। কিন্তু শীত পড়তে আরম্ভ করেছে। তাই কমলালেবু খাওয়ার ইচ্ছেটাও বাড়ছে। এই মুহূর্তে বাজারে ঢেলে বিক্রি হচ্ছে মহারাষ্ট্রের কমলালেবু। কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। দার্জিলিংয়ের কমলার মতো খুব মিষ্টি না হলেও নাগপুর থেকে আসা এই কমলালেবুর স্বাদ কিন্তু ক্রমশ মানুষের মন জয় করছে।
মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, শুধু মালদহ নয়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এমনকী ঝাড়খণ্ডেও মালদহ থেকে সরবরাহ হচ্ছে মহারাষ্ট্রের কমলালেবু। চাহিদার তুলনায় দার্জিলিংয়ের কমলালেবুর জোগান অপ্রতুল বলেই আপাতত নাগপুরের কমলালেবুতেই ভরসা রাখছেন মালদহ সহ আশপাশের জেলার বাসিন্দারা। 
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা