বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

দৌলতপুর হল্টকে স্টেশন করার দাবিতে দরবার

সংবাদদাতা, গঙ্গারামপুর: দীর্ঘদিন উপেক্ষিত জেলার দৌলতপুর হল্টকে স্টেশনে রূপান্তরিত করার দাবিতে রেলমন্ত্রীর কাছে দরবার করলেন সুকান্ত মজুমদার। ২০০৪ সালে রেল মানচিত্রে জায়গা করে নিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা। রেল পরিষেবা চালু হওয়ার ২০ বছর হতে চললেও দৌলতপুর হল্ট স্টেশন সেই তিমিরেই। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ নিজের কেন্দ্রের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রেলমন্ত্রীর কাছে দরবার করেন। দৌলতপুর হল্টকে আধুনিক স্টেশনের মর্যাদা দেওয়া থেকে শুরু করে, তেভাগা ও হাওড়া-বালুরঘাট এক্সপ্রেসের স্টপেজের দাবি জানিয়েছেন তিনি।
গত লোকসভা নির্বাচনের আগে দৌলতপুরের বাসিন্দারা সাংসদের কাছে দৌলতপুর স্টেশনকে আধুনিক করার জন্য দরবার করেছিলেন। ভৌগলিক দিক থেকে হরিরামপুর ও বংশীহারি ব্লকের বাসিন্দারা দৌলতপুর হল্টের উপর নির্ভর করেন। কিন্তু সেখানে সব ট্রেনের স্টপেজ নেই। ট্রেন থেকে প্লাটফর্ম অনেক নিচুতে হওয়ায় সমস্যা হয়। এছাড়া একাধিক কারণের জন্য তাঁরা বুনিয়াদপুর শহরে গিয়ে ট্রেন ধরতে বাধ্য হন। আঁধার থাকায় সন্ধ্যা লাগলেই হল্টে নামতে ভয় পান যাত্রীরা।
দৌলতপুরের বাসিন্দা প্রসেনজিৎ গুপ্ত বলেন, আমরা উপেক্ষিত। দৌলতপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কেউ ভাবেন না। স্থানীয়রা লোকসভার আগে সুকান্তবাবুর কাছে রেল যোগাযোগ উন্নয়নের জন্য দরবার করেছিলেন। আমাদের দুরবস্থার কথা ভেবে রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সাংসদ। সুকান্ত বলেন, জেলার একাধিক রেল পরিষেবার বিষয়ে রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। তিনি জানিয়েছেন, দৌলতপুরে আধুনিকমানের স্টেশন ও দূরপাল্লা ট্রেনের স্টপেজের ব্যবস্থা করে দেবেন। প্রথমে প্লাটফর্ম উঁচু করার কাজ শুরু হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা