উত্তরবঙ্গ

দিনে ৪ হাজার সদস্য! ভোটে দাঁড়ানো কর্মীদের ময়দানে নামাল গেরুয়া নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলায় সদস্য সংগ্রহ অভিযানে নেমে কার্যত হালে পানি পাচ্ছে না বিজেপি। এক লক্ষ সদস্য সংগ্রহ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পদ্ম নেতাদের। সম্প্রতি বিজেপির রাজ্য নেতৃত্ব কোচবিহারে এসে বৈঠক করে গিয়েছে। কিন্তু তাতেও খুব বেশিকিছু সুরাহা হয়নি। এখন ভরসা গ্রামীণ নেতৃত্ব। 
গত পঞ্চায়েত নির্বাচনে জেলায় যাঁরা বিজেপি প্রার্থী হয়েছিলেন দল এখন তাঁদের নিয়ে ধারাবাহিকভাবে বৈঠক করছে। বৃহস্পতিবার দলের জেলা পার্টি অফিসে কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভায় যাঁরা পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন তাঁদের নিয়ে বৈঠক করা হয়। তাঁদের প্রত্যেককে ১০০ জন করে সদস্য সংগ্রহ করার হুইপ দেওয়া হয়েছে। এই ধরনের বৈঠক বিজেপির সাংগঠনিক জেলার সব বিধানসভা এলাকাতেই হচ্ছে। 
দলীয় সূত্রের জানা গিয়েছে, জেলায় এখনও পর্যন্ত ৬০ হাজার সদস্য সংগ্রহ হয়েছে। হাতে আপাতত আর মাত্র ১০ দিন সময়। এই ক’দিনে আরও ৪০ হাজার সদস্য সংগ্রহ করতে হবে। বিজেপির দাবি, গতবারের সদস্য সংগ্রহ অভিযানে শুধুমাত্র মিসড কল দিলেই সদস্য হওয়া যেত। সেই সময় সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল ২ লক্ষ ৫৭ হাজার। কিন্তু এবার অনলাইনে রীতিমতো ফর্ম ফিলআপ করে সদস্য করাতে হচ্ছে। এই প্রক্রিয়া কিছুটা জটিল। তাই প্রক্রিয়াগত বিষয়টিও সকলকে বোঝানো হচ্ছে। 
আর এখানেই প্রশ্ন উঠছে, শেষ সময়ে এসে কর্মীদের কেন এসব বোঝাতে হচ্ছে? নিচুতলার সদস্যকে এতদিন কেন এসব বোঝানো হল না? দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, সদস্য সংগ্রহ অভিযানে জেলাজুড়ে কাজ চলছে। যাঁরা পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন তাঁদের নিয়ে বৈঠক চলছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই এক লক্ষের বেশি সদস্য সংগ্রহ করতে পারব। এবার সদস্য সংগ্রহ প্রক্রিয়া কিছুটা জটিল। তাই দলীয় নেতাদের সেটা বোঝানো হচ্ছে। 
কোচবিহার জেলায় বিজেপির সংগঠন যে তলানিতে, তা সিতাই বিধানসভা উপ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ১ লক্ষ ৩০ হাজার ভোটে সিতাইতে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী। গত লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ে কোচবিহারে দলীয় কর্মীদের মনোবল কমেছে। বহু বিজেপি পঞ্চায়েত সদস্য ও কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন। যাঁরা এখনও বিজেপিতে আছেন, গত নির্বাচনগুলিতে ভোটে দাঁড়ানো সেই কর্মীদের উপরেই বিজেপি এখন সদস্য সংগ্রহ অভিযানের শেষ বেলায় ভরসা করছে।
(জেলা কার্যালয়ে বিজেপির বৈঠক। - নিজস্ব চিত্র।)
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা