উত্তরবঙ্গ

মিশ্র সার কিনতে দিতে হচ্ছে অতিরিক্ত ২৫০-৩০০ টাকা, ঘন ঘন কৃষিদপ্তরের অভিযানের দাবি কৃষকদের

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমায় রাসায়নিক সারের দাম নিয়ে কারচুপি চলছেই। বিশেষ করে একাধিক কোম্পানির মিশ্রসারের দাম এক দোকানদার এক রকম নিচ্ছেন। কৃষকদের দাবি, কৃষিদপ্তরের তৎপরতা না থাকার কারণেই অনিয়মের সুযোগ পাচ্ছেন সার ব্যবসায়ীরা। যদিও দপ্তরের দাবি, রাসায়নিক সারের দাম নিয়ে একাধিকবার সার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। কৃষক সংগঠনের প্রতিনিধিরাও ছিল। এমআরপিতে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের পাল্টা দাবি, কোথাও এমআরপিতে সার বিক্রি হচ্ছে না। 
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা শহর সহ তিনটি ব্লক মিলে অনুমোদিত সারের দোকান রয়েছে সাড়ে তিন হাজার। ডিলার ও পাইকারি দোকানই রয়েছে ৬২১টি। মহকুমার কৃষকরা জানিয়েছেন, পাইকারি দোকান বা খুচরো দোকান, কোথাও এমআরপিতে সার মিলছে না। বস্তা প্রতি (৫০ কেজি) কোথাও ৩০০ টাকা, কোথাও ২৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এক বিশেষ কোম্পানির মিশ্রসারে বস্তা প্রতি ৪০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন দোকানদাররা। রবি মরশুমে চাষের কাজে সারের প্রয়োজন থাকায় বাধ্য হয়ে বেশি দাম দিয়েই সার কিনছেন কৃষকরা।
কৃষকরা জানিয়েছেন, এভাবে সারের দাম বেশি নেওয়ায় তাঁদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এমনিতেই বর্তমানে চাষের খরচ বেড়ে গিয়েছে। তার উপর এমআরপি’র বেশি দামে সার কিনতে বাধ্য হওয়ায় খরচ আরও বেড়ে যাচ্ছে।  কৃষিদপ্তর জানিয়েছে, সারের দাম এমআরপি অনুযায়ী নেওয়া হচ্ছে না এধরনের খবর রয়েছে। এনিয়ে প্রায়ই অভিযোগ আসছে। দু’একটি দোকানের নামে অভিযোগ আসায় সেখানে গিয়ে কৃষকদের সার এমআরপিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ না এলে কাউকে তো ধরা সম্ভব নয়। সারের হিসেবের গড়মিল চোখে পড়ায় ইতিমধ্যে আট জন ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে। 
মাথাভাঙার মহকুমার সহকারী কৃষি আধিকারিক (দায়িত্বপ্রাপ্ত) তুষারকান্তি রায় বলেন, সারের জোগান নিয়ে এবারে কোনও সমস্যা নেই। এমআরপিতে সার বিক্রির বিষয়টি নিয়ে আমরা একাধিকবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। কোনও দোকানে বেশি দাম নেওয়া হচ্ছে, এধরনের অভিযোগ পেলে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে। দু’একটি অভিযোগ মেলায় আমরা পদক্ষেপও নিয়েছি। মাথাভাঙা সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির কর্মকর্তা তপন কুমার সিংহ বলেন, এমআরপিতে সার বিক্রি করলেও লাভের চেয়ে ক্ষতি হয়। যে রেক পয়েন্ট সার নামছে সেখানেই এমআরপিতে আমাদের কিনতে হচ্ছে। তারপর আমরা গোডাউনে সার এনে বাড়তি খরচ করে ওই দামে কী করে বিক্রি করব? সেজন্য যাতায়াত খরচের জন্য সামান্য কিছু বেশি নেওয়া হচ্ছে। তবে কেউ যদি মাত্রাছাড়া অতিরিক্ত দাম নেন তাহলে তার দায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকেই নিতে হবে। এবছর এখনও পর্যন্ত রাসায়নিক সারের জোগান নিয়ে কোনও সমস্যা নেই। 
(সারের দোকানে অভিযান প্রশাসনের। - নিজস্ব চিত্র।)
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা