উত্তরবঙ্গ

ঘর নেই, ক্লাসরুমেই চলছে রান্না, এক জায়গায় প্রথম ও প্রি প্রাইমারির ক্লাস

সংবাদদাতা, রায়গঞ্জ: ক্লাসরুম পরিণত হয়েছে রান্নাঘরে। যার জেরে এক ক্লাসরুমের মধ্যেই চলছে দুটো ক্লাসের পঠনপাঠন। এই বেহাল ছবি দেখা গিয়েছে রায়গঞ্জের টেনহরি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে।
মিড ডে মিল রান্নার জন্য সেখানে একটি ক্লাসরুম এখন রাঁধুনিদের দখলে। কিন্তু কেন? স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরের। রান্না করার মতো পরিস্থিতি নেই ঘরটিতে। রোদ, ঝড়, বৃষ্টিতে সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে ক্লাসরুমের মধ্যেই মিড ডে মিলের রান্নার কাজ করতে হচ্ছে। পাশাপাশি যে ক্লাসরুমে রান্না হচ্ছে, সেই প্রাক প্রাথমিকের ক্লাস নেওয়া হচ্ছে প্রথম শ্রেণীর জন্য বরাদ্দ কক্ষে। অর্থাৎ একটি ক্লাসরুমেই চলছে প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণির ক্লাস। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া ও শিক্ষকদের।
স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার রায়ের মন্তব্য, স্কুলটি গ্রামের মধ্যে বলে পড়ুয়ার সংখ্যা অনেক বেশি। রান্নাঘর না থাকায় আমাদের এই সমস্যা দীর্ঘদিনের। বর্তমানে যে ক্লাসরুমে রান্না হচ্ছে, সেটিও নষ্ট হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিরা দেখে গিয়েছেন। লিখিতভাবে বিদ্যালয় পরিদর্শক ও বিডিওকে জানানো হয়েছে। তবে এখনও কাজ করা হয়নি।
তাহলে কীভাবে একটি রুমের মধ্যে দুই ক্লাস সামলাচ্ছেন শিক্ষকরা? স্কুলের শিক্ষিকা মাহেনুর খাতুন বলেন, খুব সমস্যার মধ্যে ক্লাস নিতে হচ্ছে। এক রুমের মধ্যে দুটো ক্লাসের পড়ুয়াদের পড়ানোর ফলে সঠিক শিক্ষা ও সময় দিতে পারছি না। দ্রুত এই সমস্যার সমাধান হলে ভালো হয়।
ক্লাসরুমে রান্না করার জেরে ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে দেওয়াল। পলেস্তারা খসে পড়ছে। খড়ি, বাসনপত্র, চাল, ডালের বস্তা ভর্তি রয়েছে রুমে। অন্যদিকে যে ঘরে আগে রান্না করা হতো, সেটির অবস্থাও যেন ধ্বংসস্তূপের মতো। কয়েকটা পিলারের ইট ও ভাঙা ছাদ দাঁড়িয়ে রয়েছে।
মিড ডে মিলের রাঁধুনি জবারানি দাস বললেন, ওই ঘরে রান্না করা যায় না। দরজা, জানালা নেই। ছাদ ফুটো হয়ে জল পড়ছে। বিডিও অফিস থেকে অনেকবার লোকজন এসেছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
সমস্যার কথা স্বীকার করেছেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ। তাঁর কথায়, যাবতীয় রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। স্কুলের নামে ফান্ড এসে গিয়েছে। জরুরি ভিত্তিতে মেরামতি প্রয়োজন রয়েছে বলে সেই তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক সব কাগজপত্র ঠিকমতো জমা না দেওয়ায় কাজ এগনো সম্ভব হয়নি। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে।
এনিয়ে রায়গঞ্জের বিডিও শরণ তামাংকে ফোন ও মেসেজ করা হলেও তিনি উত্তর দেননি। ( ক্লাসরুম এখন রান্নাঘর। - নিজস্ব চিত্র।)
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা