রাজ্য

মহিলাকে থানায় ডেকে মারধর, আমডাঙা থানার ওসিকে আদালতে হাজিরার নির্দেশ
 

নিজস্ব প্রতিনিধি, বরানগর: শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে মারপিটের ঘটনায় পাকড়াও হয়েছিল ছেলেকে। পরে তাঁর মাকে থানায় ডেকে মারধরের অভিযোগ উঠল আমডাঙা থানার ওসি সহ কয়েকজন পুলিসকর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে আমডাঙার ওই নির্যাতিতা বারাসত জেলা আদালতের দারস্থ হয়েছেন। তাঁর দাবি, জেলা পুলিস সুপার সহ প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। জেলা আদালতের বিচারক আগামী ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত ওসিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিস সুপারের কাছে এই অভিযোগ সংক্রান্ত রিপোর্টও তলব করেছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই ওসির বিরুদ্ধে মদ, জুয়া, সাট্টা, গাঁজা সহ হেরোইনের রমরমা কারবার চালানোর অভিযোগ তুলেছিলেন স্থানীয় বিধায়ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে এলাকার দখলদারি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছিল আমডাঙার কুরিগাছি গ্রাম। সেই ঘটনায় পুলিস কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে স্থানীয় যুবক রিন্টু মণ্ডল ছিল। রিন্টুর মায়ের নাম জোবেদা বিবি। তাঁকে পুলিস থানায় ডেকে পাঠায়। অভিযোগ, থানার ভিতরেই জোবেদা বিবিকে মারধর করেন আমডাঙা থানার আইসি সহ তিন পুলিসকর্মী। পরবর্তীতে জোবেদা বিবিকে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। গত ১০ সেপ্টেম্বর আমডাঙা থানার আইসি সহ তিন পুলিসকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে পুলিস সুপারের দ্বারস্থ হয়েছিলেন জোবেদা বিবি। জেলাশাসকের কাছেও তিনি লিখিত অভিযোগ জানিয়েছিলেন। বিচার না পেয়ে শেষমেশ বারাসত জেলা আদালতের দ্বারস্থ হন।
জোবেদা বিবির আইনজীবী মহিদুল ইসলাম বলেন, এলাকার একটি গণ্ডগোলের ঘটনায় আমার মক্কেলের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অথচ, পুলিস তাঁর ছেলেকে গ্রেপ্তার করে। এরপর আমার মক্কেল জোবেদা বিবিকে থানায় ডেকে মারধর করা হয়েছে। তাঁকে আমডাঙার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানকার মেডিক্যাল রিপোর্ট নষ্ট করা হয়েছিল। পরবর্তীকালে বারাসত হাসপাতালে গিয়ে আমার মক্কেল চিকিৎসা করান। জেলা পুলিস ও প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার সেই আবেদন গৃহীত হয়।এসিজেএম আদালতের বিচারক এই মামলায় আগামী ৫ ফেব্রুয়ারি আমডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। এছাড়াও জেলা পুলিস সুপারের কাছে থেকে রিপোর্ট তলব করেছেন। এবিষয়ে বারাসতের পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার কোনও প্রতিক্রিয়া মেলেনি। আমডাঙা থানার ওসি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস বলেন, আদালতে বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করব না।
12d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা