রাজ্য

আর জি কর কাণ্ড: ৯০ দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই! জামিন পেলেন সন্দীপ এবং অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯০ দিন কেটে গেলেও আদালতে চার্জশিট দিতে পারল না সিবিআই! ফলে আজ, শুক্রবার জামিন পেলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তবে অভিজিতের জেলমুক্তি হলেও এখনই ছাড়া পাচ্ছেন না সন্দীপ। আর জি করে তরুণী চিকিসককে খুনের ঘটনায় এদিন সাপলিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। এরপরই তাঁদের জামিন মঞ্জুর করে শিয়ালদহ আদালত।
আর জি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই। একই অভিযোগ ছিল অভিজিতের বিরুদ্ধেও। এর আগে সন্দীপকে আর্থিক দুর্নীতি সংক্রান্ত একটি মামলাতেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ওই মামলাটি এখনও বিচারাধীন। তাই এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না সন্দীপ। কিন্তু অভিজিতের বিরুদ্ধে এমন কোনও মামলা ছিল না। তাই তাঁর জেলমুক্তিতে কোনও জটিলতা রইল না। তবে সন্দীপকে যখন ডাকা হবে তখনই তাঁকে থানায় হাজিরা দিতে হবে বলে জানিয়েছে আদালত।
সন্দীপ এবং অভিজিতের গ্রেপ্তারির ৯০ দিনের মাথায় শুক্রবার আদালতে সাপলিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। কিন্তু সিবিআই জানায়, তাঁরা চার্জশিট জমা দিতে পারবে না। তখনই অভিযুক্তদের আইনজীবী যুক্তি দেন, ৯০ দিনের বেশি সময় ধরে তাঁরা হেফাজতে রয়েছে। তাই তাঁদের জামিন দেওয়া হোক। এরপরই সন্দীপ এবং অভিজিতের জামিন মঞ্জুর করে আদালত।
13d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা