রাজ্য

পার্থ চট্টোপাধ্যায়ের সুপ্রিম স্বস্তি, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর

পার্থ চট্টোপাধ্যায়ের সুপ্রিম স্বস্তি, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে জামিন পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি মামলায় আজ শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষে তাঁকে ১ ফেব্রুয়ারি জামিন দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।  তবে ইডি মামলায় জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, তাঁর বিরুদ্ধে সিবিআই মামলা এখনও নিম্ন আদালতে বিচারাধীন।
আজ পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিলেও সে বিষয়ে সুপ্রিম কোর্ট কয়েকটি শর্ত দিয়েছে। যেমন, জামিন পাওয়ার পরে বিধায়ক পদ ছাড়া আর কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। বর্তমানে তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। এছাড়া, কোনও সাক্ষীকে প্রভাবিত করারও চেষ্টা করতে পারবেন না তিনি।
এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যেই এই মামলার সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যদি ১ ফ্রেবুয়ারির মধ্যে চার্জ গঠন ও ট্রায়াল কোর্টে সাক্ষ্যগ্রহণ হয়ে যায়, তবে ১ ফেব্রুয়ারি জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়।
13d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা