রাজ্য

দুয়ারে জাঁকিয়ে ঠান্ডা! জেলায় জেলায় পারদ পতন, শীতের কাঁপুনি কলকাতাতেও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার জেলায় জেলায় শুরু শীতের প্রথম স্পেল। দক্ষিণবঙ্গের একাধিক জেলাসহ কলকাতাতেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করছে। আজ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতাও। সেই তালিকায় রয়েছে দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত শীতের এই স্পেল জারি থাকবে।
শহর কলকাতায় তাপমাত্রা হঠাৎ করেই ২-৩ ডিগ্রি কমে গিয়েছে। আগামী চার দিনের মধ্যে আবহাওয়ার উষ্ণতা আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্তমানে ১৩ ডিগ্রির কাছাকাছি রয়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে যা নেমে যেতে পারে ১১-তেও! তবে ১৮ ডিসেম্বরের পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে।
আজ শুক্রবার শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি ও ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, আসানসোল, পানাগড়, শ্রীনিকেতনের মতো এলাকায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। ফলে মাঝ ডিসেম্বরেই রাজ্য যে হাড়কাঁপুনি ঠান্ডা টের পাচ্ছে তা বলাই বাহুল্য।
13d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা