রাজ্য

সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার, নতুন আইনজীবী নিয়োগ করল অভয়ার পরিবার

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর ইস্যু নিয়ে শুনানির পর হতাশা ব্যক্ত করেছিলেন নির্যাতিতার পরিবার। ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন, কেউ আমাদের পাশে নেই। আমরা আইনি লড়াই লড়ব। আইনজ্ঞদের সঙ্গে কথা বলব। এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার ব্যইক্তগত কারণে এই মামলার দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার এনিয়ে পরিবারের তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, পরিবারের তরফে নতুন করে আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা নিম্ন আদালতের শুনানিতে থাকবেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু নির্দিষ্ট কারণ ও পরিস্থিতির জন্য বৃন্দাদেবী এই মামলা থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন। তিনি সুপ্রিম কোর্ট ও শিয়ালদহ আদালতের শুনানিতেও হাজির থাকতেন। ফলে মৃতার পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ থাকত। মৃতার আত্মীয়দের সূত্রে জানা গিয়েছে, ওই সম্পর্কে কোথাও ‘অবিশ্বাসের’ বাতাবরণ তৈরি হয়েছে। সেকারণেই, সুপ্রিম কোর্টে শুনানির দিনই মৃত চিকিৎসকের বাবা ও মা হতাশা ব্যক্ত করেছিলেন। নতুন করে আইনি লড়াইয়ের জন্য আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন। এরপরই বৃন্দাদেবীর এই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। 
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাস থেকে প্রায় তিন মাস আরজি কর মামলার সঙ্গে যুক্ত ছিল বৃন্দাদেবী। বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই বৃন্দা আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন। এমনটাই জানানো হয়েছে তার দফতরের দেওয়া ওই বিবৃতিতে। শুধু সুপ্রিম কোর্টে নয়, শিয়ালদহ আদালতেও আরজি কর মামলার শুনানিতে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বৃন্দার দফতরের আইনজীবীরা। এমনকী, বিচারপ্রক্রিয়া শুরুর প্রথম দিন বৃন্দা নিজেও এসেছিলেন শিয়ালদহ আদালতে। তার পর প্রতি দিনই তাঁর জুনিয়ররা থাকতেন বিচারপ্রক্রিয়ার শুনানিতে। মঙ্গলবারও সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে বৃন্দা ছিলেন। সেই শুনানিতে নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করেছিলেন বৃন্দাই। 
13d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা