রাজ্য

এবার বাংলাদেশিদের ‘নো এন্ট্রি’ শিলিগুড়ির হোটেলে

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ত্রিপুরা, বারাসত, মালদহের পর এবার শিলিগুড়ির হোটেলগুলিতেও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। বিভিন্ন মহলের চাপে রবিবার বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় হোটেল মালিকরা। এদিকে, ফুলবাড়ি আন্তর্জাতিক সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিদের আনাগোনাও কমেছে। এদিন প্রতিবেশী রাষ্ট্র থেকে এপারে এসেছেন মাত্র ১৩ জন। অভ্যন্তরীণ অশান্তিতে জেরবার বাংলাদেশে। ইতিমধ্যে পদ্মাপারে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুরা। বাড়িঘরের পাশাপাশি মন্দির ভাঙা চলছেই। এমনকী, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের মাটিতেও। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, শহরে হোটেলের সংখ্যা ৩০০’র বেশি। যারমধ্যে ২০০ হোটেল মালিক এই সংগঠনের সদস্য। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, বাংলাদেশিদের রুম ভাড়া না দেওয়ার দাবি বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে। সেজন্যই এদিন জরুরি ভিত্তিতে আমরা বৈঠকে বসি। ভোটাভুটির মাধ্যমে হোটেলে বাংলাদেশিদের রুম ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশিদের রাখার পক্ষে ৩ থেকে ৪ শতাংশ এবং না রাখার পক্ষে ৯৭ শতাংশ মতামত দিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশিদের হোটেল ও লজ ভাড়া না দেওয়া, সেদেশের পণ্য বয়কটের দাবিতে মহানন্দার পাড়ে সরব হয়েছে বিভিন্ন মহল। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন শহরের বিধান মার্কেট, বিধানরোড, হিলকার্ট রোডে মিছিল করেছে। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ানো হয়েছে। শহরের একাধিক জায়গায় ইউনুস বিরোধী পোস্টারও পড়েছে।
এদিকে, উত্তরবঙ্গ তো বটেই রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। এটা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। মহানন্দা নদী বেষ্টিত এই শহরের পাশেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। উত্তরবঙ্গের এই বাণিজ্যনগরীর উপর নির্ভরশীল বাংলাদেশিরা। চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, পড়াশুনা ও ভ্রমণ সহ বিভিন্ন কারণে তাঁরা এখানে নিয়মিত আসেন।  নিজস্ব চিত্র
17d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা