রাজ্য

তমলুক সমবায় ব্যাঙ্কে ৫৬-১৩ ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে নন্দীগ্রাম ছাড়া অন্যত্র খাতা খুলতে পারল না বিজেপি। ১২টির মধ্যে ১০টি কেন্দ্রে খড়কুটোর মতোইউড়ে গেল বিরোধীরা। তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া ও চণ্ডীপুরে সব আসনে জিতে উচ্ছ্বাসে ভাসলেন তৃণমূল কর্মীরা। অথচ, বোর্ড দখলের স্বপ্ন নিয়েইএই ভোটে কোমর বেঁধে নেমেছিল বিজেপি। আরজি কর হাওয়ায় ভর করে বেশিরভাগ আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ে ছিল সিপিএমও। নন্দীগ্রাম-১ ও ২ব্লক ছাড়া অন্যত্র বিরোধীরা সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। বড় মার্জিনে তৃণমূল প্রার্থীরা জয়ী হন। ভোট গণনা শেষ হতেই পাঁশকুড়া, সুতাহাটা, মহিষাদলসহ সব জায়গায় ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীরা সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মেতে ওঠেন।
এরাজ্যে ২৪টি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তার মধ্যে কাঁথি, ঘাটাল ও বর্ধমানের পর তমলুক কো-অপারেটিভ ব্যাঙ্ক আর্থিক দিক থেকে চতুর্থ নম্বরে। এরকম একটি ব্যাঙ্কের বোর্ড দখল নিয়ে তৃণমূল ও বিজেপি দু’দল ঝাঁপিয়ে পড়েছিল। রবিবার তমলুক ও হলদিয়া মহকুমার অন্তর্গত ১২ জায়গায় ভোট ছিল। মোট ৬৯টি আসনে নির্বাচন হয়। মোট ভোটার ৫৫ হাজার ৪৭১ জন। তৃণমূল ৫৬-১৩ মার্জিনে জয়ী হয়। ওই সমবায় সমিতির তমলুক ব্লকে পাঁচটি, শহিদ মাতঙ্গিনীতে দু’টি, পাঁশকুড়ায় পাঁচটি, কোলাঘাটে চারটি আসনের মধ্যে সবক’টিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হন। এছাড়া সুতাহাটায় দু’টি, ময়নায় ১০টি, চণ্ডীপুরে ১১টি, মহিষাদলে চারটি, হলদিয়া ব্লকে দুটি এবং নন্দকুমারে ১০টি আসনের মধ্যে কোথাও বিরোধীরা খাতা খুলতে পারেনি।
বিজেপি শুধুমাত্র নন্দীগ্রাম-১ ও ২ব্লকে ১৩টি আসনে জিততে পেরেছে। মোট সাতটি আসন নন্দীগ্রাম-২ ব্লকে। তার মধ্যে তৃণমূল একটি এবং বিজেপি ছ’টি পেয়েছে। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। তারপরও সেখানকার দুটি আসনের দখল পেল তৃণমূল। ময়না বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। তবুও সেখানে ১০টির মধ্যে সবক’টি আসনেতৃণমূল জিতল। একইভাবে হলদিয়াতেও খাতা খুলতে ব্যর্থ হল বিজেপি! এই নির্বাচনকে প্রথম থেকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য স্তর থেকে আশিস চক্রবর্তী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছিল। আশিসবাবু বলেন, এই জয় প্রমাণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন মানুষ। রাজীববাবুর কথায়, বিজেপির কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে মানুষের রায়। বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, এই জয়ে সাধারণ কর্মী-সমর্থকদের মনোবল আরও দৃঢ় হবে। নতুন বোর্ড সমবায়ীদের আস্থার পূর্ণ মর্যাদা দেবে। অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা জয়ী প্রার্থী মেঘনাদ পাল বলেন, এই সমবায় ভোটে জিততে তৃণমূল গুন্ডামির আশ্রয় নিয়েছে। প্রশাসনিক শক্তিও কাজে লাগিয়েছে ওরা। এমনকী বিরোধী সদস্যদের ভোট কেন্দ্রে যেতেও বাধা দেওয়া হয়েছে এদিন। পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটে জিততে পারবে না জেনেই বিজেপি অশান্তির ছক কষেছিল। আগামীদিন কন্টাইতে নির্বাচনেও তৃণমূলের জয়ের পতাকা উড়বে।
17d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা